![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
চাইলে লিঙ্কে যেয়ে পুরো বক্তব্য পড়তে পারেন। পাটের সোনালি দিন ফিরেছে : প্রধানমন্ত্রী বক্তব্য
বিচারপতি খায়রুল হকের খায়েশি রায়ে যখন তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হল, নির্বাচন নিয়ে অচল অবস্থা হল দেশের, সবাই শেখ হাসিনার দিকে চেয়ে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়তো তিনি করবেন কারণ তিনি সবসময় বলতেন "আমি কাউকে মানুষের ভাগ্য নিয়ে খেলতে দিব না, ভোটের অধিকার কেড়ে নিতে দিবো না"
ভোট শব্দের অর্থ ও পদ্ধতি জানতে নতুন প্রজন্ম হয়তো অভিধানের পাতা উল্টাবে কিছুকাল পরে। যাইহোক সেই অচল অবস্থায় শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন ডাকলেন সবাই নড়েচড়ে বসলেন হয়তো আশার বাণী অাসবে। কিন্তু জাতি হতবাক হল, পাটের জন্মতত্ত্ব আবিস্কার নিয়ে এহা বড় বক্তব্য, পাট দিয়ে বিশ্ব জয়ের ভবিষ্যতে বাণী শুনলো জাতি।
এখন তাহলে করোনা মূহুর্তে কেন পাটকল বন্ধ? লোকসান কেন হচ্ছে? আবিস্কার কি অ-আবিস্কার হয়ে গেছে? যদি লোকসানের জন্য বন্ধ করতেই হয় তাহলে করোনা কালে কেন? গোল্ডেন হ্যান্ডক্যাশ পাবে পারমান্টে শ্রমিকরা কিন্তু অনিবন্ধিত আরো কয়েক হাজার শ্রমিক যে বেকার হল তাদের এই কর্মসংস্থান কোথায় হবে? আপনারা গার্মেন্টস মালিকদের বলছেন শ্রমিক ছাঁটাই না করতে অথচ আপনারাই শ্রমিকদের পথে বসাচ্ছেন?
একটি ছোট্ট কমেন্ট উল্লেখ করে শেষ করছি, একজন বিখ্যাত ব্লগার তার এক লেখার মন্তব্যের প্রতিউত্তরে লিখেছে "যদি এ দেশে পরিবর্তন বা ভাল কিছু হয় তা শেখ হাসিনার মাধ্যমে হবে" আমি লিখতে চেয়েছিলাম তিনি কত যুগ ক্ষমতায় থাকলে সেই পূর্ণিমা রাত দেখতে পাব?
জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া ঠিক নয় ভেবে একাকী একটু হেসে নিজেকেই বললাম, আমি বাঙ্গালী।
১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩২
শাহিন-৯৯ বলেছেন:
শেখ হাসিনা আপনার মত সর্বজ্ঞানী, উনাকে জ্ঞান দেওয়া এই পৃথিবীর কারোর পক্ষে সম্ভব নয়।
২| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:০১
আকন বিডি বলেছেন: সে মিথ্যাবাদী, মিথ্যা কথা যারা বলে, তারা যা ইচ্ছা তা বলতে, করতে পারে। মিথ্যাবাদীরা বিবেক বিহীন হয়।
১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৪
শাহিন-৯৯ বলেছেন:
মিথ্যাবাদীরা বিবেকহীন হয়, শতভাগ সত্য।
৩| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৮:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আত্মঘাতি বাঙালী শব্দটার প্রমাণ করছে প্রতি পদে পদে
১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৫
শাহিন-৯৯ বলেছেন:
যেদিন এ জাতি তাদের ভুল বুঝবে ততদিন সব শেষ পর্যায়ে চলে যাবে।
৪| ১৫ ই জুলাই, ২০২০ রাত ৯:১১
মা.হাসান বলেছেন: আদমজি জুট মিল ৭১এর আগে লাভজনক ছিলো। লুটেরা লীগ ৭১এর পর লুটপাটের উদ্দেশ্যে তাদের পেটোয়া বাহিনীর হাজার হাজার অশ্রমিক চোর ডাকাতদের ঐ মিলে শ্রমিকের চাকরি দেয়। ঐ সময়ে চাটার দল আদমজির মেশিনপত্র খুলে বিক্রিও করে দিয়েছিলো। আদমজির পক্ষে আর দাড়ানো সম্ভব হয় নি।
যা হোক, শ্রমিকদের দোষ আছে। এদের উচিৎ ছিলো সব জুট মিল গুলোর নাম বদল করে ''বঙ্গবন্ধু জুট মিল -১'' , ''বঙ্গবন্ধু জুট মিল -২'' ই্ত্যাদি রাখা। তাহলে পিতার পূন্য স্মৃতি রক্ষার জন্য হলেও মাননীয় প্রধান মন্ত্রী মিল গুলো বন্ধ করতেন না।
১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৩৮
শাহিন-৯৯ বলেছেন:
আপনার বক্তব্যের সত্যতা আমি নিজেই বাওয়ানী জুট মিলে দেখেছি, ওখানকার কিছু শ্রমিকদের সাথে আমার প্রায় কথা হতো, দূর্নীতি কতভাবে করা যায় সব হয়েছে এসব মিলে।
৫| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:০৪
আকিব ইজাজ বলেছেন: একজন বিখ্যাত ব্লগার তার এক লেখার মন্তব্যের প্রতিউত্তরে লিখেছে "যদি এ দেশে পরিবর্তন বা ভাল কিছু হয় তা শেখ হাসিনার মাধ্যমে হবে" আমি লিখতে চেয়েছিলাম তিনি কত যুগ ক্ষমতায় থাকলে সেই পূর্ণিমা রাত দেখতে পাব?
জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া ঠিক নয় ভেবে একাকী একটু হেসে নিজেকেই বললাম, আমি বাঙ্গালী।
আসলে এটাই মন্তব্য, এর বাইরে নতুন কিছু বলা সম্ভব হচ্ছে না।
১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৪০
শাহিন-৯৯ বলেছেন:
সেদিন ঐ মন্তব্য দেখে সত্যিই অবাক হয়েছিলাম, এক যুগ ক্ষমতায় থেকে কিছুই করতে পারলো না তবুও তাঁর প্রতি অগাধ বিশ্বাস!!
কিভাবে পরিবর্তন হবে এ দেশে?
৬| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:১১
সাহাদাত উদরাজী বলেছেন: এই মিল গুলো এখন বেচা হবে, ওরাই কিনে নিয়ে নুতন করে শুরু করবে। লাভে লাভ! খুব সহজ হিসাব।
১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৪২
শাহিন-৯৯ বলেছেন:
এই মিলগুলি নিয়ে বড় একটি ব্যবসার পথ উন্মুক্ত হলো।
৭| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:২২
নেওয়াজ আলি বলেছেন: বিএনপি আওয়ামী লীগ সব এক ধরনের । দেখা শেষ। চোর আর ডাকাতে ভরা দল। জামাত রাজাকার ছি।
১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৩
শাহিন-৯৯ বলেছেন:
নতুনদের আসতে হবে, পুরাতন সবগুলিই নোংরা দোষে দুষ্ট।
৮| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১০:৫১
অচেনা সমুদ্রের নাবিক বলেছেন: কিছু ই বলার নেই। সব চোরের ই এক রা ......
১৫ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৪
শাহিন-৯৯ বলেছেন:
কবে আসবে মুক্তি এই সব চোরদের থেকে?
৯| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: পাটকল সংক্রান্ত যাবতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক লাভ সরকারি দল ইতিমধ্যে তাদের ঝোলায় পুরেছে। এটা থেকে আর বেশী পাওয়ার শম্ভবনা নাই। কাজেই এই সফলভাবে এই প্রোজেক্টের পরিসমাপ্তি ঘোষণা করা হোল। এখন হয়ত তারা নতুন কোনও প্রোজেক্টের চিন্তায় নিমগ্ন।
১৬ ই জুলাই, ২০২০ ভোর ৬:২৯
শাহিন-৯৯ বলেছেন:
বিএনপি ছিল চোর আর বর্তমান সরকার পুরাই ডাকাত।
১০| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১২:০৬
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনাই আমাদের শেষ ভরসার জায়গা। তার দিকেই সবাই চেয়ে আছে। পাটকল আবার চালু হবে।
১৬ ই জুলাই, ২০২০ ভোর ৬:৩০
শাহিন-৯৯ বলেছেন:
হা হা হা।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৫
চাঁদগাজী বলেছেন:
করোনায় জুটমিল বন্ধ করা অন্যায়; কিন্তু বাংলাদেশে ফাইন্যান্সের লোকজন নেই; কেহ শেখ হাসিনাকে দেখাতে পারছে না যে, ৫০০০ কোটী টাকা শ্রমিকদের না দিয়ে, এই টাকার একাংশ শ্রমিকদের শেয়ার হিসেবে জুটমিলে প্রয়োগ করে, জুটমিল চালু রাখা সম্ভব, এবং লাভ করা সম্ভব।