নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

কেন আমি নুরের পক্ষে?

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৮




বাংলাদেশের বর্তমানে রাজনীতির মাঠে এক আলোচিত নাম, নুর, পুরো নাম নুরুল হক নুর। বাংলাদেশে যখন বাকস্বাধীনতা বিলুপ্তের পথে, যখন বিরোধী মত দমনের নামে রাষ্ট্রীয় তত্ত্ববধানে চলছে গুম-হত্যা তখন সাধারণ মানুষের মনের মত কিছু কথা বলে আজ সময়ের একজন প্রতিনিধি হিসাবে আর্বিভাব হয়েছে নুরুল হক নুর।

সরকার দেশ পরিচালনার করার সময় ভুল করে, সেই ভুল শুধরে দেওয়ার দায়িত্ব বিরোধীদলের কিন্তু আমাদের দেশে বর্তমান অবস্থা ভিন্ন, একতো বর্তমান সরকার রাতের ভোটের নির্বাচিত তার উপর বর্তমানে বিরোধী আসনে বসে সাবেক স্বৈরাশাসকের দল জাতীয় পার্টি আমি অবশ্য এই দলকে সার্কাস পার্টি বলি। এদেরকে অবশ্য বিরোধী দল না বলে সরকারে বি-টিম বলা ভাল, দেশের সংকটে এদেরকে হারিকেন দিয়ে খুঁজেও পাওয়া যায় না। মূলত বিরোধী দল বলতে আমরা বিএনপিকে চিনি কিন্তু এই দল তাদের রাজনৈতিক ভুল সিধান্তের কারণে এখন ত্রাই ত্রাই অবস্থা, সবচেয়ে বড় কথা এই দলটিও পরিবারতন্ত্রের অন্যতম রুপকার হয়ে দাঁড়িয়ে আছে অথচ তাদের সুযোগ ছিল সত্যিকারের একটি গনতান্ত্রিক দল হিসাবে আর্বভাব হওয়ার। আমাদের দেশের দলগুলো এখনো ভাবার সময় আছে যদি তারা এই পরিবার নামক মাফিয়া পালনতন্ত্র বন্ধ না করে তাহলে এ দেশের জনগন খুব শ্রীঘ্রই নতুন সিধান্ত নিতে বাধ্য হবে।

যখন বিরোধী দলগুলো এই অবস্থা, তাহলে কে এসে দাঁড়াবে সম্মুখে? কে জীবন বাঁজি রেখে জনগনের মনের কথাগুলো তুলে ধরবে?
আজ নুরু তুলে ধরছে তাই নুরুকে সবাই সাহস দিচ্ছে , বাহবা দিচ্ছে। আপনি আমি যদি রাজ পথে দাঁড়িয়ে বর্তমান সরকারের কসাই সিষ্টামের বিরুদ্ধে কথা বলি আমাদের কেও জনগন বাহবা দিবে।

নুরু কি আসলেই অযোগ্য?
নুরুর বিরুদ্ধে বিশাল অভিযোগ, সে এখনো রাজনীতি বাচ্চা। কিভাবে নেতৃত্ব দিবে? নুরু কি কখনো বলেছে সে দলের প্রধান হবে? কখনো বলেছে সে দেশের সম্মানিত নাগরিকদের রেখে নিজের মত করে এগুবে?
একটু ভাবুন তো শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া আজ পঁয়ত্রিশ বছরেরও বেশি সময় ধরে দলের প্রধান পদ ধরে রেখেছে আর আমাদের দেশের যিনি দলের প্রধান তার কথাই সব তাহলে কিভাবে দেশের নতুন নেতৃত্ব তৈরি হবে? নতুন ভাবনা জন্ম হবে?

নুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেলে সে যদি অযোগ্য হয় তাহলে কিভাবে আপনাদের কাছে এইচ এস সি পাশ আবার বিশেষ সময়ে বিশেষ সুযোগ নিয়ে করা গ্রাজুয়েট নয়নমনি হোন? আশা করি বিবেককে একটু প্রশ্ন করে উত্তর খুঁজার চেষ্টা করবেন।

কেন আমি নুরুকে পছন্দ করি?
নুরুর নতুন ভাবনা আমাকে তার প্রতি শ্রদ্ধা করতে বাধ্য করেছে, আমি ব্যক্তিগতভবে প্রচন্ড পরিবারতন্ত্র বিরোধী মানুষ, আমি বিশ্বাস করি আজকের এই মাফিয়াতন্ত্রের জন্মের পিছনে পরিবারতন্ত্র নামক রাজনীতি বড় অংশে দায়ী। কারণ শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া ধরেই নিয়েছে তাদের কথা ছাড়া দল চলবে না তারাই শেষ কথা, ভবিষ্যতে তো আছেই পরিবারের কেউ অতএব জবাবদিহিতার প্রশ্ন কখনোই আসবে না। আমি চাই পাকিস্তানের মত পরিবারের বাহিরে কেউ ক্ষমতায় আসুক, খারাপ করুক ভাল করুক পরে দেখা যাবে।

শেষে ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবীর সাহেবের একটি কথা দিয়ে শেষ করছি, হেফাজতের আন্দোলন তখন তুঙ্গে তখন এক টিভি টক শোতে এক প্রশ্নের জবাবে বলেছিলেন- আমরা হেফাজতের সাথে মাঠে মারামারি করবো না, আমরা আদর্শ দিয়ে মোকাবেলা করবো, আমাদের লালন আছে, বাউল আছে। এই কথাগুলো আমার খুবই ভাল লেগেছিল কারণ এটাই গনতন্ত্রের মূল থিম। সবাই নিজের দলের ফিলোসফি নিয়ে জনগণের দুয়ারে হাজির হবে জনগণ ঠিক করবে কাকে নির্বাচিত করবে তাদের শাসক হিসাবে। যে দিন দমন নয় আদর্শ দিয়ে হবে রাজনৈতিক মোকাবেলা সেদিন গনতন্ত্রের সৌন্দর্য ফুটে উঠবে, সুন্দর স্বপ্নময় এক বাংলাদেশের যাত্রা শুরু হবে। এই জন্য প্রয়োজন নতুন ভাবনা, তারুণ্যের জয়গান। নুরুল হক নুরু হল সেই সাহসী ছেলে যে সাহস করে কথা বলছে, নিজের দর্শন প্রচার করছে এখন সিধান্ত নিবে জনগণ, আশাকরি শাসকগন নিবে না। নুরু এই তারুন্য নির্ভর নতুন ভাবনা আমার পছন্দ।

বিএনপি ও লীগের এক শ্রেণীর এলিট নুরুকে পছন্দ করে না কারণ সে দরিদ্র ঘরের সন্তান, তাদের কাছে আমার প্রশ্ন, শেখ মুজিবর ও জিয়াউর রহমান কোন রাজ বংশের? দরিদ্র ঘরে জন্ম নেওয়া কেউ উচ্চ চিন্তা করতে পারবে না যারা এমন চিন্তা করে তারা এই সময়ের সবচেয়ে বড় বর্ণবাদী।

নুরুর কাজের সমালোচনা করেন, ভুলগুলো নিয়ে কট্টর সমালোচনা করেন তবে তাকে দমিয়ে থামিয়ে দেওয়ার পক্ষে থাইকেন না তাহলে সত্যিই হেরে যাবে বাংলাদেশ।

মন্তব্য ৩৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:



নুরু ঢাকা ইউনিভার্সিটির "মুক্তিযুদ্ধ বিরোধীদের" ভোটে ডাকসুতে গেছে; সে রগকাটাদের নেতা।

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪২

শাহিন-৯৯ বলেছেন:





আপনার জানায় ভুল আছে সে ঢাবির ছাত্রলীগের সাবেক নেতা।
আর এক‌ই বাজনা সব সময় বাজালে শ্রুতিমধুর থাকে না।

২| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইতি মধ্যে নুরের অনেক টাকা পয়সা হয়ে গেছে।তার থেকেও গরিব ছিল আমান উল্লা আমান।সেও ভিপি ছিল।আমাদের কোন ভিপি রাই ভিপি হবার পর আর গরিব থাকে নাই।এমন কি আপনার মত যারা ভিপির পিছন পিছন ঘুরত তারাও একএক জন বিরাট বড় লোক।

এত টাকা কোথায় পেল দুদক নাকি তার খোঁজ খবর নিচ্ছে।সহ ব্লগার হিসাবে বলছি একটু সাবধানে থাকবেন।

১৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৪৮

শাহিন-৯৯ বলেছেন:




আমি কামলা খেটে খাওয়া মানুষ, আর নুর ওপেন বলছে তাদের বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণ করতে পারলে সে সাজা মাতা পেতে নিবে।
আমান সাহেবের হয়তো মাছের খামার ছিল হানিফ সাহেবদের মত।

আমার মুল বক্তব্য আপনারা এড়িয়ে নুরুর চরিত্র বর্ননায় মেতে আছেন!!

একটু বেরিয়ে আসুন পরিবারতন্ত্রের খোলস থেকে, দেখবেন পৃথিবীতে অনেক সুন্দর কনসেপ্ট অপেক্ষা করছে আপনার জন্য।

৩| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কি কি কনসেপ্ট অপেক্ষা করছে একটু যদি বুঝিয়ে বলেন,উপকৃত হই।

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৫

শাহিন-৯৯ বলেছেন:




আপনি যে দর্শন বিশ্বাসী সেটা নিয়ে একটা পোস্ট করুন আমি সেখানে গিয়ে নতুন কনসেপ্টের ধারণা দিবো।

৪| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৩০

সত্যপীরবাবা বলেছেন: "নুরু এই তারুন্য নির্ভর নতুন ভাবনা আমার পছন্দ।"
নুরু কি কি "নতুন ভাবনা" উপস্থাপন করেছে? অথবা তার কোন কোন ভাবনা আপনার কাছে "নতুন" মনে হয়েছে যা বাংলাদেশে (বিশ্ব বাদ দিলাম) কেউ আগে চিন্তাও করে নাই?

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৭

শাহিন-৯৯ বলেছেন:



এখনো লীগ আর দলের চামচা বা গোলামীর বাহিরে দাঁড়িয়ে আছে এটা বা কম কিসে?

৫| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি ন্যায়ের পক্ষে
অন্যায়ের বিপক্ষে।

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৮

শাহিন-৯৯ বলেছেন:



আমার ভোট আপনার পক্ষে।

৬| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
নুরু ও নরুর দল বিসমিল্লাতেই প্রতারনা করেছে।
সে কোটা আন্দলোনে লোক জড় করেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে,
হাতে শত শত বঙ্গবন্ধুর ছবি নিয়ে।






কিন্তু কোটা আন্দলন ভালভাবে জমে যাওয়ার পর বঙ্গবন্ধুর ছবি ফেলে দিয়ে বুকে লিখলো "আমি রাজাকার"
নুরু বা নুরুদলের কেউ কি এখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে?

নুরু প্রকৃত সৎ ও ন্যায়ের পক্ষে হলে সে এখনো জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতো। ধারন করতো।

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৩

শাহিন-৯৯ বলেছেন:



লীগের অতীত স্লোগানসহ একটি ভিডিও ফেসবুকের রিপ্লাইয়ে দিয়েছি, আশাকরি দেখবেন।

৭| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১:৩৭

নেওয়াজ আলি বলেছেন: হাসান কালবৈশাখী ঠিক বলেছে নুরু শেখ মুজিবের ছবি নিয়ে মাঠে নেমেছে এখনো বুঝা মুশকিল যেমন মুশকিল ছিল খোন্দকার মোস্তাক এবং তার সরকারে যাওয়া আওয়ামী নেতাদের

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৪

শাহিন-৯৯ বলেছেন:



নুরু তখন ছাত্রলীগের নেতা, বঙ্গবন্ধুকে নিয়ে নামবে নাকি জিয়ার ছবি নিয়ে নামবে?
নুরুরা তো তখন রাজনৈতিক চিন্তা ধারা নিয়ে নামেনি, শুধু কোটা সংস্কার চেয়েছিল কিন্তু সরকারের নিপীড়নে তাদের ভিতর রাজনৈতিক ভাবন আছে এখন বলুন যদি এখনো এইভাবে ছবি নিয়ে দাঁড়ায় আপনি কি লীগের বাহিরে তাকে নিয়ে ভাববেন? নিশ্চিত বলবেন লীগের এজেন্ট।

বঙ্গবন্ধুকে লীগের সম্পদ, যা দিয়ে তারা তাদের সব অন্যায় চাপা দেয়। আপনি কি সহজে সেই সম্পদ সার্বজনীন করতে পারবেন?

৮| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ২:০০

নূর আলম হিরণ বলেছেন: নুরুকে নিয়ে আপনি যে বিশাল বক্তব্য দিয়েছেন সে নিজে যদি এটা পড়ে তাহলে ভ্রু কুঁচকাবে। তার নির্দিষ্ট কোন লক্ষ্য নেই। বেগম জিয়া তো এইট পাশ আপনি তাকে এইচসিসি পাশ করিয়ে দিচ্ছেন কেনো!
ঢাকা বিশ্ববিদ্যালয় পড়লেই দক্ষতা বাড়ে না, সেখান থেকে পাশ করে অনেকে চল্লিশ দিনের চিল্লায় মসজিদ মসজিদ ঘুরে।।

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৬

শাহিন-৯৯ বলেছেন:




মসজিদে ঘোরা কি অপরাধ? কেউ যদি মনে করে আমি কাজ করবো আর ইসলামী দাওয়াতে জন্য ঘুরবো সমস্যা কোথায়?

ঢাবিতে পড়লেই তাকে প্রগতিশীল হতে হবে এমন চিন্তা ধারা কেন?

আমি জানি তিনি এইচ এস সি পাশ, নির্বাচনী হলফনামায় লেখা স্বশিক্ষিত।

তাহলে আপনি বলুন, নুরু কেন এদের চেয়ে অযোগ্য?

৯| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫৫

রাজীব নুর বলেছেন: আপনার এ সমস্ত ধারনা দীর্ঘদিন থাকবে না। পরিবর্তন হবে। হবেই।

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৮

শাহিন-৯৯ বলেছেন:



মানুষ বর্তমান বিশ্লষন করে, ভবিষ্যৎ কেউ জানে না তাই ভবিষ্যৎ নিয়ে বিশ্লষন করার। প্রশ্নই উঠে না।

১০| ১৭ ই অক্টোবর, ২০২০ ভোর ৪:২২

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "আপনার জানায় ভুল আছে সে ঢাবির ছাত্রলীগের সাবেক নেতা। "

-ছাত্রলীগের কেহ "মুক্তিযোদ্ধা"দের বিপক্ষে কথা বলার কথা নয়।

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০৩

শাহিন-৯৯ বলেছেন:



নুরুরা যখন সংস্কার আন্দোলন শুরু করে তখন তারা ছাত্রলীগের নেতা ছিল, শুধু নুরু নয় আরো তিন চারজন ছাত্রলীগের নেতা ছিল।
তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে বলেনি তারা টোটাল কোটার ব্যবস্থার সংস্কার চেয়েছিল, লীগ রাজনৈতিক স্বার্থে সেটা মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রচার করেছে, আর আপনার মাথা যেহেতু লীগের কাছে জিম্মি খুব স্বাভাবিক এই শব্দের প্রতিধ্বনি শুনছেন প্রতিনিয়ত।

১১| ১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:৫৯

ঢাবিয়ান বলেছেন: ধন্যবাদ নুরকে নিয়ে লেখার জন্য । এই দেশের রাজণীতির সাথে সংশ্লিষ্ট সুবিধাভোগীরা নুর সম্পর্কে আজেবাজে কথা বলবেই । আওয়ামিবিরোধিতা মানেই জামাত শিবির ট্যগিং হবেই জানা কথা। অবৈধ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার সুযোগ সৃষ্টি হলেই হায়েনার দল এদেশে ঝাপিয়ে পড়ে চরিত্র হননে।

অযৌক্তিক , পক্ষপাতদুষ্ট ও ট্যগিংসর্বস্ব মন্তব্যের প্রতিউত্তর দেয়ার দরকার নাই। ব্লগের সব ব্লগারদের কাছে অনুরোধ রইল এই পোস্টে অংশগ্রহন করার বিশেষ করে এক্স ঢাবিয়ানদের। নুর সম্পর্কে যোক্তিক নেগেটিভ, পজেটিভ সব রকম আলোচনাই হওয়ার প্রয়োজন আছে।

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০৪

শাহিন-৯৯ বলেছেন:



আপনাকেও আন্তরিক ধন্যবাদ।

১২| ১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১৫

আমি সাজিদ বলেছেন: চাষার ছেলে দেশ চালাবে।
পরিবারতন্ত্র নিপাত যাক৷
তারুণ্যের জয় হোক।

সাহস করে কথা বলছে ছেলেটা, কথা বলে হ্যামারের মার খাচ্ছে পুলিশ থেকে - ছাত্রলীগ থেকে। এটাই বা কম কি?

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৮

শাহিন-৯৯ বলেছেন:




এটাই মূল কথা, শুধু নুরু নয় যে পরিবারতন্ত্রের বাহিরে পূর্ণ গনতন্ত্রের কথা বলবে আমি তার পক্ষে দালালি করবো।

১৩| ১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪২

জাহিদ হাসান বলেছেন: নুর ভালো না খারাপ। এই মন্তব্য করতে যাবো না। কারণ আমি রাজনীতিতে নিরপেক্ষ লোক। আমি কারো সমর্থনই করিনা। আমি শুধু বলতে চাই-


একটি রাষ্ট্রে বিরোধীদল বা ব্যক্তির প্রয়োজন আছে।বিএনপি নিস্ক্রিয় হওয়ার পরে নুর সেই জায়গাটা নিয়েছে।

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫০

শাহিন-৯৯ বলেছেন:



নিরপেক্ষ থাকা ভাল, বিপদ কম আসে।

১৪| ১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪৪

জাহিদ হাসান বলেছেন: আমি সরকার ও বিরোধীদল বা ব্যক্তি কারো পক্ষেই না। আমি নিজে ভবিষ্যতে একা দেশের ক্ষমতায় যাওয়ার ইচ্ছা করি। B-) B-)

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৩

শাহিন-৯৯ বলেছেন:


প্রধানমন্ত্রী সিস্টেমে সম্ভব নয় কারণ এখন দল থাকতে হবে দল ক্ষমতায় যায়, ব্যক্তি নয়। অপেক্ষা করুন কখনো প্রেসিডেন্ট শাসিত হলে পারবেন তখন দল নয় ব্যক্তি নির্বাচিত হয়।

১৫| ১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০১

শাহ আজিজ বলেছেন: নুরকে একটা অফিস ডেস্কে বসিয়ে বলুন কাজ করো । নুরু সারেন্ডার করবে কারন তার ডেস্কের কাজ করার সাধারন অভিজ্ঞতাই নাই আর তাকে দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনার খোয়াব দেখেন । আপনারা একটি ভুল পথ ধরে এগুচ্ছেন সবসময়েই ।


নুরের ব্যাপারে আমি বেশ আগ্রহী হয়ে উঠছিলাম বেশ কিছুকাল আগে থেকেই । কিন্তু তেতুলের মহাপ্রয়ানের পর তার বক্তব্যে আমার আগ্রহ প্রচণ্ড একটা থাপ্পড় খেল , বলল , দেখ এই তো সেই হেফাজত যাদের লালা রাষ্ট্রকে ভাসিয়ে নিয়ে যাবে । আমার কষ্ট হয় আমার বিশ্ববিদ্যালয়ের একজন নেতা প্রতারনার পথে হাঁটছে ।

১৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৫

শাহিন-৯৯ বলেছেন:



আপনার সাথে তার আদর্শিক দুরত্ব বাড়ার এখন অযোগ্য মনে হচ্ছে, আপনি নিজেই বলছেন এক সময় আশাবাদী ছিলেন কারণ তখনো হয়তো নুরু তেমন কোন কাজ করিনি যা আপনার দর্শনের সাথে সাংঘর্ষিক।

১৬| ১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৬

শাহ আজিজ বলেছেন: নুরের ব্যাপারে আমি বেশ আগ্রহী হয়ে উঠছিলাম বেশ কিছুকাল আগে থেকেই । কিন্তু তেতুলের মহাপ্রয়ানের পর তার বক্তব্যে আমার আগ্রহ প্রচণ্ড একটা থাপ্পড় খেল তেতুল বলতে কি বুঝিয়েছি বোঝেননি । যারা ধর্ষকদের মুল প্রণোদনাকারী তাদের স্থান কোথাও জায়গা নেই ।

উপরের লাইন এড়িয়ে গেলেন কেন ?

তার আদর্শের কোন বিষয় আলোচিত হয়নি । আমি পরে জেনেছি একটি তালেবানি রাষ্ট্র প্রতিষ্ঠাই তার আদর্শ ছিল , ছিঃ ।

১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১১

শাহিন-৯৯ বলেছেন:




তালেবানী এ দেশে প্রতিষ্ঠিত হবে না কখনো, এটা জুজু ভয়। ইসলামী দল আছে প্রায় ত্রিশটি এরপরেও ক্ষমতায় আসে লীগ অথবা দল। এইবার বুঝতে পারছেন এ দেশের মানুষ ধর্ম ভীরু অতো উগ্র নয়।

মদিনার সনদে দেশ চলছে, আবার তালেবান রাষ্ট্র কি প্রয়োজন?

১৭| ১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৪

আমি সাজিদ বলেছেন: শাহ আজিজ আংকেল রাজনীতি আপনি আমার চেয়েও বেশী বুঝবেন। জ্ঞানী গুনী মানুষ আপনি। তবে কি, আহমেদ শফি সাহেব থেকে কওমী জননী উপাধি পাওয়া কারো স্ট্যান্ডকে আপনি সমর্থন করেন কিন্ত রাজনীতির খাতিরে নূরুর ওই কথা আপনি সমর্থন করেন না। এটা আমি বললে মানাতো, সিনিয়র কেউ এমন এক চোখে বিষয়টি দেখবে তা মানায় না।

ক্লাস এইট পাশ কেউ যদি দেশ চালাতে পারে, নূরের মতো ছেলেরা কেন পারবে না? নূরের পেছনে জামাত শিবির আছে, এটা একটা লজিক ওকে সহানুভূতি না দেখানোর। কাল যদি আপনার ছেলে বলে সে নতুন দল করবে, পরিবারতন্ত্র আর আমলাতন্ত্রের রাজত্ব পতন করবে, নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করবে, আপনি কি তাকে ত্যাগ করতে পারবেন? বড়জোর ডিবি পুলিশের সরকারের রোষানল থেকে বাঁচতে তাকে জলদি দেশ ছাড়াবেন কিংবা তাকে মুখ বন্ধ রাখতে বলবেন, তাই না?


নূর না হয়ে একদিন আপনার ছেলে, ব্লগার শাহিনের ভাই, আমার বন্ধু, এমন ছেলেপেলে নিজের প্রয়োজনে সামনে আসবে। খুব দূরে নয় হয়তোবা। সমষ্টিগত শক্তিকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই।

১৭ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১২

শাহিন-৯৯ বলেছেন:



ভাই ঘুরে ফিরে চেতনার দন্ড সমস্যা।
আপনার চমৎকার বিশ্লেষণের জন্য আন্তরিক ধন্যবাদ।

১৮| ১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৯

আমি সাজিদ বলেছেন: শাহিন ভাই। আমাদের বাংলাদেশীদের সমস্যা কি জানেন? আমরা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে ওস্তাদ। এই যে আমি বা উপরে শাহ আজিজ আংকেল, আমাদের নূরকে নিয়ে এতো সমস্যা কেন? একটা কারন আমরা জেলাস। এটা নরমাল সাইকোলজি । এরপর আমাদের শ্রেনী বৈষম্য প্রবল। নিজেদের দেশেই নানা ভাগ করি। চাষার ছেলে বা সাধারন মানুষের ছেলে কিভাবে টেবিল ওয়ার্ক করবে এটা নিয়েও আমাদের ভীষন চিন্তা। আমরা মেরুদণ্ড ভাঙ্গা বাংলাদেশী, ব্রিটিশরা আমাদের খালি টেবিল ওয়ার্ক করিয়ে গেছে, তাই আমাদের এখানে এখনও চিরস্থায়ী প্রথার মতো সরকারি কেরানী প্রথম শ্রেনীর চাকরি। কিন্তু আমরা ভুলে যাই যে, মায়ের পেট থেকে কেউ টেবিল ওয়ার্ক শিখে আসে না। আজকে আমরা আমাদের প্রধানমন্ত্রীর যে রুপ দেখতে পাই, এটা পুড়ে পুড়ে সোনা হওয়ার ফল। লম্বা সময় ধরে চর্চার ফল। উনি যখন স্বদেশে ফিরে আসেন, অনেকেই উনার কথা শুনে হাসতেন।আজকে দেখেন উনার কথা শুনার জন্য মানুষ বসে আছে। করোনায় উনার মিটিং এর সিদ্ধান্ত ভলিউম আকারে বের হবে। সময়ই সবচেয়ে বড় শিক্ষক। তাই নয় কি?

১৭ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১৫

শাহিন-৯৯ বলেছেন:




সময়ই সবচেয়ে বড় শিক্ষক
এই বুঝ যতদিন আমাদের ভিতরে না ঢুকবে ততদিন দুদলের চাকর হয়ে কাটিয়ে দিতে হবে।
সতিই লজ্জা লাগে যখন একজন অধ্যপক একজন ব্যরিষ্টার, একজন ডাক্তার বলে শেখ হাসিনা বা খালেদা জিয়া বিকল্প নাই। এরা পড়াশোনা আসলেই ব্যার্থ।

১৯| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৬

ঢাবিয়ান বলেছেন: আওয়ামিলীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি নামে যে রাজনৈতিক দল্গুলো বাংলাদেশে আছে তারা আসলে রাজনৈতিক কোন দল না । এরা সবগুলো হচ্ছে লুটেরাদের দল। এদের যেই যখন ক্ষমতায় যায় সেই তখন ভ্যম্পায়ার হয়ে জনগনের রক্ত চুষে খায়। নিজের হীন স্বার্থ ছাড়া এই দলগুলোর পক্ষ নেয়া কোনভাবেই সম্ভব নয়।

এবার আসি বর্তমান সময়ের প্রেক্ষাপটে। ভারতীয় আগ্রাসন ও বর্তমান সরকারের অন্যায় অনাচারের বিরুদ্ধে দাড়িয়ে কথা বলার মানুষের সংখ্যা এখন খুব কম এই দেশে। স্বল্প কিছু সাংবাদিক , ডঃ কামাল, ডঃ জাফরুল্ললাহর মত কিছু বর্ষিয়ান রাজনীতিবিদ বাদ দিয়ে যাদেরকে আমরা জানের পরোয়া না করে মাথা উচু করে কথা বলতে দেখি তার মধ্যে অন্যতম হচ্ছে গনসংহতি দলের জোনায়েদ সাকি এবং ডাকসু ভিপি নুর। এরা দুইজনই তারুন্যে ভরপুর এই সময়ের সাহসী সৈনিক । রাজনৈতিক প্রজ্ঞা ও যোগ্যতার বিচারে আমার কাছে জোনায়েদ সাকির গ্রহযোগ্যতা নুরের চাইতে অনেক বেশী। তবে সাকির দল হচ্ছে বাম দল যার গ্রহনযোগ্যতা আমাদের দেশে নাই। আর এখানেই নুরের সাফল্য । সে এই দেশের মানুষের মধ্যে বিড়াট একটা স্থান নিতে পেরেছে। ডাকসু নির্বাচনে কি হয়েছিল তা আমরা নিশ্চই ভুলে যাইনি। কারচুপি না হলে যে নুরের দল একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জিততো তা বলার অপেক্ষা রাখে না। ছাত্র বিক্ষোভ যাতে দাবানলের মত ছড়িয়ে না পড়ে তাই নুরকে তখন ভিপি হিসেবে মেনে নেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের অন্যতম সেরা ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে। তারা নুরকে বেছে নেয়ার অর্থ তারা যোগ্য প্রার্থীকেই বেছে নিয়েছে। এরপরেও অনেকে নুরের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তার রাজনৈতিক প্রজ্ঞার ওভাবে। তবে সেটা কি বিড়াট কোন সমস্যা? গনতান্ত্রিক পদ্ধতিতে একক ব্যক্তির কোন পাওয়ার নাই। একজন নুর সেখানে কেবলই দলের একজন সদস্য মাত্র। বর্তমানের সময়ের ভয়ঙ্কর রাজনৈতিক পরিবেশে নুরের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে প্রবল মারধোর , নির্যাতনের শিকার হয়েও সে তার লক্ষ্য থেকে এক বিন্দু পিছু হটেনি। সে যে পথে হাটছে তা ভয়ঙ্কর কঠিন পথ। পাশে গিয়ে দাড়াতে না পারি, সমর্থন জানানোর সাহসটুকু অন্তত করতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.