নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
সম্মানিত এক ব্লগারের আহবান দেখে মনে হল আসলেই তো ব্লগ দিবস পালন হওয়া উচিত, যথাযথ কতৃপক্ষ এই বিষয়ে নিশ্চয়ই পদক্ষেপ নিবেন, এটুকু আশা মোরা করতেই পারি।
একজন অতি সামন্য সদস্য হিসাবে আমার কিছু সুপারিশ আছে। গতবার ব্লগ দিবসে উপস্থিত হয়ে ছিলাম একটু দেরিতে সেইজন্য অনেকের কথা শুনার সুযোগ হয়নি তবে চারজন শ্রদ্ধেয় ব্লগারের কথা শুনেছিলাম বেশ মনযোগ দিয়ে কিছু প্রশ্ন তখন উঁকি দিয়েছিল মনে, সরাসরি প্রশ্ন করার সুযোগ থাকলেও করা হয়নি, ভেবেছিলাম বক্তব্য আকারে নিজের ব্লগ অভিজ্ঞতা, কিছু মনের নিকট অমিমাংশিত প্রশ্ন তুলে ধরবো সেই লেখায়, লিখি লিখি করে এক বছর পার হল তবুও ডায়রীর পাতা এখনো সাদা রয়েই গেল।
কোভিট-১৯ এর এই সময়ে স্বশরীরে উপস্থিত হয়ে ব্লগ দিবস পালন উচিত হবে না অন্তত সচেতন একটি জনগোষ্ঠীর ক্ষেত্রে তা পাপ পর্যায়ের।
তাহলে বিকল্প কিভাবে সম্ভব করে তুলা যায়?
বেশিরভাগ উত্তর হবে জুম ব্যবহার করে ভার্চুয়াল সমাবেশ কিন্তু তাতে কতটুকু পূর্ণ হবে প্রত্যাশা? বেশিরভাগ গুনীরা হয়তো উপস্থিত থাকতে পারবেন না, আবার সময় স্বল্পতার একটি ব্যপার আছে, যান্ত্রিক গোলযোগে বিঘ্নিত হতে পারে, সবচেয়ে বড় কথা এই ধরনের অনুষ্ঠানে অনেকেই উঁকি দিয়ে চলে যায়, করোনার ভয়াবহ সময়ে জাদিদ ভাই সিনিয়র ব্লগারদের নিয়ে একটা ভার্চুয়াল সাক্ষাৎকারের আয়োজন করে আমি নিয়মিত সেই সাক্ষাৎকার দেখেছি, বেশিরভাগ সময় দেখা যায় দশ বার জন অন লাইভ দেখছে, কেউ একটু উঁকি দিয়ে লাইক বাটনে চাপ দিয়ে উপস্থিতি নিশ্চিত করে হাওয়া!!
আমার মতামত হল ভার্চুয়াল অনুষ্ঠানের চাইতে একটি লেখা প্রতিযোগিতা আয়োজন করা ভাল, পুরস্কার নেই তবে সেরা দশটি লেখা নির্বাচিত করতে হবে নির্বাচকদের যেমন "বাঁধ ভাঙ্গা আওয়াজ" বইটির ক্ষেত্রে করা হয়েছে।
একটি নির্দিষ্ট শিরোনাম ও বিষয়বস্তু ঠিক করে দিবে সামু কতৃপক্ষ,
যেমন: ব্লগ থেকে আমার প্রাপ্তি ও প্রত্যাশা।
অবশ্য একদিন হইহই করে ভার্চুয়াল আড্ডা দিয়ে ব্লগ দিবস পালন করা যায়, অন্তত সেদিন অনেক স্বাধের চেহারা দেখতে পাবো যদি তারা আসেন!!
ভুয়া মফিজ, চাঁদগাজী, আপুদের নাম আর বল্লুম না!!!
২| ১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৫
খালিদ ইমদাদ বলেছেন: ভালো বলেছেন
৩| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২২
ব্লগার_প্রান্ত বলেছেন: +
৪| ১২ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৭
সোহানী বলেছেন: কাভা নিশ্চয় কিছু প্লান করছে..........
৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১১
রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমি সহমত।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৩
রামিসা রোজা বলেছেন:
সুন্দর আহ্বান । শীতের মতো-ই থমথমে করছে ব্লগের
পরিবেশ । আশারাখি নতুন কোন খবর পাবো ।
৭| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:৩৪
নেওয়াজ আলি বলেছেন: আমি সহমত।
৮| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর উদ্যোগ হতে পারে এই আয়োজন।
৯| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভার্চুয়াল আড্ডা ও লেখা প্রতিযোগিতা হতে পারে সাথে আকর্ষণীয় পুরুস্কার থাকবে।
১০| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫৪
রানার ব্লগ বলেছেন: ব্লগ দিবসে যারা যারা আগ্রহী তাদের কে সাথে নিয়ে একটা মিলন মেলা করা যায় ।
১১| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: কিন্তু এই করোনার মধ্যে এই মিলনমেলা কতটা নিরাপদ হবে?
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩২
চাঁদগাজী বলেছেন:
দিনটি কোন না কোনভাবে পালন করা দরকার, তাতে নিজেদের মাঝে ব্লগিং উৎসাহটা সজীব থাকবে।