নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
একজন তার প্রোফাইলে লিখেছেন "এবারের নির্বাচনের পর রাস্তা ঘাটে, চায়ের টঙ দোকানে লীগ শুভাকাঙ্ক্ষীদের যখনই বলি, ভাই কনগ্রেচুলেশন!
জবাবে তারা বলেন "ভাই মজা নিচ্ছেন"
আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা এখন মজার নেওয়া স্টাইলে হয়, সে যাই হোক সেই মজার নির্বাচনে নির্বাচিত আমাদের ঢাকার দুই মেয়র ব্যবসায়ী আতিকুল ও ব্যরিষ্টার তাপস!! রাজনৈতিক নেতা শূন্য দেশে যা খুবই স্বাভাবিক।
তারা যেভাবে হোক, মজার নির্বাচনে হোক আর নুরুল হুদা নির্বাচনে হোক তারা নির্বাচিত! জনগণের টাকায় মেয়রের সকল সুবিধা তারা পাচ্ছে, পাবে যতদিন পদে বহাল আছে। বাংলায় একটি প্রবাদ আছে "নুন খেলে গুন খাইতে হয়" তাই জনগণের টাকায় আরাশ আয়েশ, সম্মান সবই যখন তারা নিচ্ছে তাদের উচিত জনগণের জন্য কিছু হলেও করা।
বেশ কিছু দিন দুই সিটিতে খাল উদ্ধার ও অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান চলছে যা বেশ প্রশংসনীয়, আমি মনে করি যদি সঠিকভাবে ঢাকার খালশুলো মুক্ত করে পরিস্কার রাখা যায় তাহলে বৃষ্টি মৌসুমে জলাবদ্ধতা অনেক হ্রাস পাবে, তেমনি ফুটপাত দখলমুক্ত করতে পারলে যানজটের প্রায় ১০% স্বাভাবিকভাবে কমে যাবে।
সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই দখলমুক্ত কতদিন থাকবে? দখলমুক্ত সহজ কিন্তু দখলমুক্ত ধরে রাখা অনেক কঠিন, আমি যে এলাকায় থাকি এখানে বছরে একবার করে উচ্ছেদ হয়, ঠিক এক সপ্তাহ পরে আগের অবস্থা? ফুটপাত দখল! বাধ্য হয়ে আম পাবলিকের মূল সড়কের পাশ দিয়ে হাঁটতে হয় এতে যেমন দুর্ঘটনার ঝুঁকি থাকে তেমনি রাস্তায় গাড়ির লেনের প্রস্থ কমে যায় ফলে যানজট সৃষ্টি হয়।
এর আগেও ঢাকার ঢাকঢোল পিটিয়ে এভাবে উচ্ছেদ হয়েছে আবার তা দখলও হয়েছে, আসলে অনেক বড় অঙ্কের বিনা পুঁজির ব্যবসা সহজে সিন্ডিকেট ভাঙ্গা যায় না তবে আর কতদিন? (একজন পিঠা ব্যবসায়ীর সাক্ষরতার নিয়েছিলাম, তিনি জানিয়েছিলেন দৈনিক চেয়ারম্যানের লোকেদের দিতে হয় ১৬০ টাকা আর পুলিশকে মাসে তিনশ, পজিশন নেওয়ার সময় এককালীন দিয়েছেন দশ হাজার টাকা)
জনাব ব্যবসায়ী আতিকুল আর ব্যারিষ্টার তাপস সাহেব কি পারবেন এই সিন্ডিকেট ভেঙ্গে চিরতরে দখলমুক্ত করতে? নাকি নির্বাচনের মত মজা নিচ্ছে?
২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫১
শাহিন-৯৯ বলেছেন:
আর্থিক সচ্ছলতা দুজনের আছে, বেশি লোকাল খাও খাও পার্টি নয়, শুনেছি তাপস সাহেব লীগের প্রভাবশালী ব্যাক্তি হিসাবে বড় বড় কেস হ্যান্ডেল করতেন তাতে যথেষ্ট এসেছে, আর আতিকুল সাহেব গার্মেন্টস ব্যবসায়ী যা বর্তমানে বাংলাদেশের টপ অবস্থানে আছে, তারা ইচ্ছে করলে একটু বিবেকবোধ জাগালে পারবে।
দেখা যাক।
২| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২৪
স্প্যানকড বলেছেন: নির্বাচন হয় ডগি স্টাইলে
কি আর করব
তাপস, আতিকুলে !
ভালা থাইকেন ব্রো
২৩ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৪৮
শাহিন-৯৯ বলেছেন:
আপনিও ভাল থাকবেন।
৩| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৭
নেওয়াজ আলি বলেছেন: ফুটপাথে যারা বসে সেইসব হকার হতে টাকা নেয় সেই টাকা ভাগটোয়া হয়। জানি না কোথায় কোথায় পৌছে সেই টাকা।
২৩ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫০
শাহিন-৯৯ বলেছেন:
ভাগ তো হয়ই, দলীয় পদ অনুসারে নির্দিষ্ট টাকা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একাউন্টে পৌঁছায়ে যায়।
৪| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৩৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: তারা যথেষ্ট বিবেক বান কিন্তু পুঁজিবাদের ধর্মের বাইরে কেউ না।তাদের চাই সারা দুনিয়ার সম্পদ।এই বিশাল সম্পদ টিকিয়ে রাখতে আরো সম্পদ চাই।এ এক সর্বনাশা সিস্টেম।সবার মনেই এই বীজ লুকিয়ে আছে।সফল হোক আর না হোক।
এটা যে সফল হওয়া সম্ভব না সেটা যখন মানুষ বুঝতে পারবে তখনই এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে।
২৩ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫২
শাহিন-৯৯ বলেছেন:
ইউরোপের প্রতিটি রাষ্ট্র ধনতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্র, তারা কিভাবে এত পরিছন্নভাবে রাষ্ট্র চালাচ্ছে?
৫| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৫৫
রাজীব নুর বলেছেন: মজা শুধু মেয়ররা নেন না। ক্ষমতায় থাকা প্রতিটা লোক প্রতিনিয়ত মজা নিচ্ছে।
২৩ শে জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫৪
শাহিন-৯৯ বলেছেন:
উপরের চেয়ারের লোকগুলো একটু মানবিক হলে নিচের চেয়ারের লোকগুলো মজা নেওয়ার সময় পাবে না।
৬| ২৩ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:১৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই সমস্ত রাষ্ট্র গুলোর জনগনের চেতনার মান অনেক উন্নত,তাছাড়া মিশ্র অর্থনিতি।আমাদের পুঁজি হলো দুর্বৃত্ত পুঁজি।এই পুঁজির চরিত্র আর জাতিয় পুঁজির চরিত্র এক না।দুর্বৃত্ত পুঁজি সবকিছু গ্রাস করতে চায়।
৭| ২৩ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:২৩
রানার ব্লগ বলেছেন: মরলে শহিদ বাচলে গাজি
আমরা এখন এতেই রাজি
৮| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: ঘটা করে উচ্ছেদ করে আবার যদি জবরদখল হয় তাহলে জনগণের পক্ষে দুর্ভাগ্যজনক বৈকি কিছুই বলার নেই।
৯| ২৩ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
উপরের চেয়ারের লোকগুলো একটু মানবিক হলে নিচের চেয়ারের লোকগুলো মজা নেওয়ার সময় পাবে না।
সুন্দর বলেছেন।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
খায়রুল আহসান বলেছেন: এখন আর দেশবাসীর কোন পর্যায়ের নির্বাচনেই আস্থা নেই। জনগণের এই মৌ্লিক অধিকারটাকে এমনই ভয়ানকভাবে বিপন্ন করে ফেলেছে এই অথর্ব নির্বাচন কমিশন।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৪
চাঁদগাজী বলেছেন:
আতিকুল ও তাপস নিজেরাই বিশাল বিশাল সিন্ডিকেটের মালিক হওয়ার কথা