নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

জিয়া কেন আমার নায়ক?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৮



জিয়া তার রাজনৈতিক দর্শনে একটি মারাত্মক ভুল করেছিল বলে আমি মনে করি আর তা হলো, তার বহুদলীয় গনতন্ত্রের প্রকল্পে জামায়াতসহ যুদ্ধের বিরোধী সব দল আর গনতন্ত্রের হত্যাকারী বাকশালীদের রাজনীতি করার সুযোগ দিয়ে। তার সেই মারাত্মক ভুলের কুফল আজ জাতি ভোগ করছে নব্য বাকশালের জাতাকলে পড়ে।

কেন জিয়া আমার নায়ক?
আমি ছোট মানুষ তবুও নিজের একটি দর্শন আছে আর সেই চোখে যখন এই দেশ দেখি, এই সমাজ দেখি সাথে এই দেশের জন্ম ইতিহাস দেখি তখন এমনিতেই জিয়া আমার নায়ক হয়ে উঠে।

এক, আমি বিশ্বাস করি কর্ণেল তাহের গং যদি সেদিন জিয়ার পরিবর্তে ক্ষমতা পেত তাহলে এ দেশে সমাজতন্ত্রের জন্ম হতো আর সেখানে দাঁড়িয়ে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একজন হিসাবে আমি দাঁড়াতে পারতাম না, জিয়া সেদিন ধর্মীয় বিশ্বাসীদের উদ্ধার করেছিল।

দুই, তিনি বাকশালের পরে ঘঠনারচক্রে ক্ষমতায় আসেন (খালেদ মোশারফ যদি টিকে যেত তাহলে বাকশাল টিকে যেত, লোকে বলে তিনি লীগের অনুগত ছিল) বহুদলীয় গনতন্ত্রের নব সূচনা তিনি করেন, আজকের ক্ষমতাধারী দল সেই প্রকল্পের ফসল।
একজন গনতান্ত্রিক সমর্থক হিসাবে বাকশাল নয় গনতন্ত্র বিশ্বাসীকে নায়ক হিসাবে নির্বাচন করবো এটাই স্বাভাবিক।

তিন, বাংলাদেশি জাতীয়তাবাদ, এই যুগান্তকারী স্লোগানের স্রষ্টা জিয়া, একটি আলাদা রাষ্ট্রের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরতে তার সুচিন্তার প্রশংসা অতুলনীয়।

চার, তিনি রিভোল্ট শব্দ প্রয়োগ করে একজন অকুতোভয় বীর, তিনি কলকাতার সোনাগাছিতে খাট কাঁপিয়ে মুক্তিযোদ্ধা নন, তিনি পাকিস্তানি সজ্জিত সেনাবাহিনীর বুকে কাঁপন ধরানো বীরসেনানী। তার কন্ঠে স্বাধীনতার বাক্য উচ্চারিত হয়েছিল। তাকে শ্রদ্ধা না করে কাকে করবো?

আজ আর নাই বলি।

একটা সতর্কবার্তা।
যারা জিয়ার বীরউত্তম উপাধি কেড়ে নেওয়ার প্রস্তাবে জয়ের ধ্বনি দিচ্ছেন তারা কিন্তু নিজের অজান্তে নিজের পশ্চাতে এহা বড় বাঁশ দিয়ে রাখছেন, যে কোন দিন ঢুকে যেতে পারে।
কিভাবে? এ দেশের এক শ্রেণী এখনো আমাদের মহান মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে তুলে ধরার চেষ্টা করে, অথবা চীনপন্হী বামদের ভাষায় "দুই কুকুরের কামড়াকামড়ি" তারা এই সুযোগ নিবে বা পাবে। ক্ষমতার পরিবর্তন হলে তখন বর্তমান ক্ষমতাসীনদের ল্যাংটা করা শুরু হবে ঠিক এভাবে যেভাবে তারা করছে। এক সময় এ দেশে হাসি তামাশার বিষয় হবে এই সম্মানিত খেতাব।

তাই বলি, সাধু সাবধান। বেশি চুলকালে ঘা হবেই।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:২৮

জুল ভার্ন বলেছেন: আমরা ভুলে যাই-"তোমারে বধিবে যে গকুলে বাড়িছে সে" -প্রবাদ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৪

শাহিন-৯৯ বলেছেন:



আন্তরিক ধন্যবাদ।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫০

ভুয়া মফিজ বলেছেন: বিতর্কের উর্ধে এই দুনিয়াতে কে আছে? দোষ-ত্রুটি নিয়েই মানুষ।

কিছু মানুষের চুলকানী থাকবেই। এটাকে বন্ধ করা যাবে না। এরা অগ্র-পশ্চাৎ বিবেচনা বোধহীন। চুলকানোই এদের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। তাছাড়া এই চুলকানীর কারনে তারা কিছু উচ্ছিস্ট পায়, তাই বা কম কি!!

হিসাব অতি সোজা। :-B

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৩

শাহিন-৯৯ বলেছেন:


খুবই চমৎকার বলেছেন। আন্তরিক ধন্যবাদ।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৪

জগতারন বলেছেন:
ব্লগে (-) মাইনাস বাটন দেওয়ার অনুরো করছি।
আমি এই পোষ্ট মাইনাস দেওয়ার প্রয়োজন মনে করছি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫০

শাহিন-৯৯ বলেছেন:

আমিও আনলাইক বাটন চাই, অনেক ছাগল টাইপের লেখায় আনলাইক দিতে ইচ্ছে করে। জোর দাবি জানান সাথে আছি।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:০৯

সাইন বোর্ড বলেছেন: অপেক্ষা করুণ, কিছুক্ষণের মধ্যেই হামলে পড়বে উচ্ছিষ্ট ভোগীদের কেউ কেউ ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫২

শাহিন-৯৯ বলেছেন:


সেটা মাথায় রেখে, উত্তর প্রস্তুত রেখে পোস্ট দিয়েছি। আন্তরিক ধন্যবাদ।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৮

জগতারন বলেছেন:


১০টি কারন জিয়া কেন আমার নায়ক না, কারোও নায়ক হোওয়া উচিত না।

১) যারা জিয়াকে মুক্তিযুদ্ধের হিরো বানাতে চায় তারা একটা মিথ্যাকে জোর করে প্রতিষ্ঠা করতে চায়।

২) জিয়া ছিল ১১ জন সেক্টর কমাণ্ডারের একজন মাত্র।

৩) ঘটনাচক্রে সে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনাকে রেডিও’তে পাঠ করে মাত্র।

৪) জিয়ার চেয়েও শতগুন বীরত্ব দিয়ে অনেক মুক্তিযোদ্ধা লড়াই করেছে, বরং জিয়া পাকিস্তানিদের বিরুদ্ধে সরাসরি কোন লড়াই করেছে তেমন কোন দলীল নেই।

৫) বঙ্গবন্ধুকে হত্যা করে সে পাকিস্তানপন্থি রাজনীতি কায়েম করেছে। মুক্তিযুদ্ধের শ্লোগান জয়বাংলা মুছে পাকিস্তান জিন্দাবাদ স্টাইলে বাংলাদেশ জিন্দাবাদ বানিয়েছে।

৬) বাংলাদেশ বেতার মুছে রেডিও পাকিস্তানের মত রেডিও বাংলাদেশ করেছে।

৭) একাত্তরের ভয়ংকর রাজাকার গোলাম আজমকে নাগরিকত্ব দিয়ে নিষিদ্ধ জামাতকে পুনপ্রতিষ্ঠা করেছে।

৮) জিয়া ছাত্রসংঘ থেকে ছাত্রশিবির বানিয়ে তাদের অস্ত্রের হিংস্রতায় প্রশ্রয় দিয়েছে।

৯) মেধাবী ছাত্র অভি নীরুদের হিজবুল বাহারে বিহার করিয়ে হাতে অস্ত্র ধরিয়ে ছাত্ররাজনীতির পঁচন ধরিয়েছে।

১০)এরকম অসংখ্য পাপের কলংক তার ঝুলিতে রয়েছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৭

শাহিন-৯৯ বলেছেন:

আপনি সুন্দর করে ইতিহাস লিখলেন!!! হ্যাঁ হ্যাঁ!!!
জিয়া শুধু ১১নং নয় প্রথমে ১ং সেক্টরের কমান্ডার ছিলেন, ছিলেন যেড ফোর্সের প্রধান।

বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেখতে নিচের ভিডিওটি দেখুন মনযোগ দিয়ে আর বাকি বিষয় আমার লেখার প্রথম অংশে বলেছি।

পুরানো ইতিহাস!!

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
জিয়া কে নায়ক মানেন ভাল কথা।

জিয়া অন্তত জয়বাংলা বলতো - আপনি বা আপনারা বলেন?
জিয়া বঙ্গবন্ধুকে বলতো বঙ্গবন্ধুই বলতো - আপনি বা আপনারা বলেন?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৩

শাহিন-৯৯ বলেছেন:


হ্যাঁ হ্যাঁ, সম্ভবত আপনি আমার আগের সব রাজনীতি টাইপ লেখার একটিও পড়েননি!!

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



জিয়া আপনার নায়ক, কারণ জিয়া তাজউদ্দিন সাহেবকে হত্যা করেছে।

জিয়া আপনার নায়ক হওয়াতে আপনি ঠিক মতো পড়ালেখা না করেও সার্টিফিকেট পেয়ে গেছেন, কোন কিছু এনালাইসিস করতে পারেন না, সঠিকভাবে বুঝেন না; ঠিক মতো গুছিয়ে লিখতে পারেন না।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:



জিয়া আপনার নায়ক, কারণ যুদ্ধের সময় আপনাদের পরিবার মুক্তিযুদ্ধে পক্ষে ছিলো না হয়তো।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



বার্মার সেনা বাহিনী বার্মার বেকুবদের কাছে জনপ্রিয় ছিলো এক সময়, সেজন্য জিয়া আপনার নায়ক।

জিয়া আপনার নায়ক, কারণ উনি শেখকে হত্যা করেছে।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:



৩০০ মুক্তিযোদ্ধা সৈন্িককে ফাঁসী দিয়েছে জিয়া, সেজন্য জিয়া আপনার নায়ক।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৭

নতুন বলেছেন: রজনিকান্তকেও অনেকেই রোল মডেল মনে করেন।

জিয়া অনেক মুক্তিযোদ্ধা হত্যার সাথে জড়িত, জামাত এবং বঙ্গবন্ধু হত্যার খুনিদের মদদ দিয়েছিলো। তিনি কারুর নায়ক হতে পারেন না।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩০

রানার ব্লগ বলেছেন: চিকাউর রাহমান নায়ক না কি??!!!

নিজের স্বার্থের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কে পংগু করে দেয়ার মুল ক্রিমিনাল নায়ক হয়ে কেমনে??!!

বিশ্ববিদ্যালয়ের ছাত্রের হাতে হাতিয়ার তুলে দেয়া ক্রিমিনাল নায়ক হয় কেমনে??!!

অজস্র মুক্তিযোদ্ধা হত্যাকারী ক্রিমানাল নায়ক???

জামাতকে বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ করতে সহায়তাকারী ক্রিমিনাল নায়ক?

খুনী রাজাকার আলবদর আল শামছদের প্রস্রয় দেয়া ক্রিমিনাল টি নায়ক??

বাংগবন্ধুর হত্যাকারীদের আদর করে কোলে বসানো ক্রিমিনাল নায়ক???

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জিয়ার মতো খারাপ লোকদেরই নায়ক জিয়া।জিয়া আইনের চোখে অপরাধী,অবৈধ ক্ষমতা দখলকারী।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:০০

রাজীব নুর বলেছেন: যদি বলতেন ডিপজল আপনার প্রিয় নায়ক তবু মেনে নিতাম।

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০০

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: ভালো বলেছেন, এই সংস্কৃতি বন্ধ করা উচিত...

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০১

রানার ব্লগ বলেছেন: জিয়া আপনার নায়ক মে বি আপনি তার বয়ফ্রেন্ড!! চিকাউর রহমানের এই দোষ ছিলো এই পোস্ট না হলে জানতামই না।

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনার মতো মানুষদের কারণে জিয়া টিকে গিয়েছিলো, এরশাদ এসেছিলো, বেগম জিয়া এসেছিলো, শেখ হাসিনা আপনাকে গর্তের কাছে রেখেছে।

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৯

নীল আকাশ বলেছেন: পালে হাওয়া লাগিয়ে এখন অনেক সারমেয়দের চিৎকার শোনা যায়। অথচঃ
শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তাঁর রক্তের ওপর পা দিয়ে ক্ষমতায় বসেন মোশতাক আহমেদ। বঙ্গবন্ধুর চেয়ার দখল করে দেশের রাষ্ট্রপতি বনে যান তাঁরই মন্ত্রিসভার সদস্য মোশতাক। অবশ্য বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার পরপরই এই খুনের সঙ্গে মোশতাকের জড়িত থাকার বিষয়টিও স্পষ্ট হয়ে যায়। হত্যা পরিকল্পনায় তার সরাসরি জড়িত থাকার বিষয়টি পরবর্তীতে প্রমাণও পাওয়া যায়। মোশতাকের পাশাপাশি বাকশাল সরকারের মন্ত্রিসভার সদস্য তাহের উদ্দিন ঠাকুরেরও সম্পৃক্ততা ছিল বঙ্গবন্ধু হত্যার পেছনে। দু’জনই মূলত একইসঙ্গে পরিকল্পনা করেন। হত্যার পেছনে বঙ্গবন্ধু সরকারের অন্য কোনও সদস্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া না গেলেও বঙ্গবন্ধুর মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই যোগ দিয়েছিলেন মোশতাকের মন্ত্রিসভায়। মোশতাকের মন্ত্রিসভায় যারা স্থান পেয়েছিলেন, তাদের মধ্যে মাত্র একজন ছিলেন নতুন। বাকিরা সবাই ছিলেন বাকশাল সরকারের মন্ত্রিসভার সদস্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দায়িত্ব নেওয়ার পর ওই বছরের ৩ নভেম্বর খালেদ মোশাররফ অভ্যুত্থান ঘটালে ৮৩ দিনের মাথায় ৫ নভেম্বর ক্ষমতাচ্যুত হয় মোশতাক সরকার। পরে ৭ নভেম্বর আরেকটি পাল্টা সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় আসেন জিয়াউর রহমান।

খন্দকার মোশতাক ১২ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে তার মন্ত্রিসভা গঠন করেন। মন্ত্রিসভার ২৩ সদস্যের মধ্যে ২১ জনই ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন বাকশালের কেবিনেট সদস্য। তাদের দফতরও খুব একটা পরিবর্তন করা হয়নি। প্রায় সবাইকে আগের দফতর দেওয়া হয়েছিল। বাকশালের মন্ত্রিসভার বাইরে খন্দকার মোশতাক কেবলমাত্র একজনকে তার মন্ত্রিসভায় নতুন করে যুক্ত করেন। এছাড়া মোশতাকের মন্ত্রিসভার প্রতিমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য ছিলেন না, ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ। মোশতাক ক্ষমতা গ্রহণের সময় প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করা হয়। ফলে তার সরকারে কোনও প্রধানমন্ত্রী ছিলেন না। বাংলাদেশে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৮ সালের ২৯ জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত ছিল।
সূত্রঃ

তখন কোন বিএনপি ছিল না। বাকশাল ছাড়া কিছুই ছিল না। এরা সবাই আওয়ামী লীগের লোকজন। এরা আজন্ম বেইমানের দল। ক্ষমতা ছাড়লে দেখবেন এরাই সবচেয়ে বেশি বেইমানী করবে।

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: @ হাসান কালবৈশাখী -
বঙ্গবন্ধু অন্তত জিয়াকে নিজের পরিবারের লোক মনে করত। আপনি বা আপনারা করেন?
বঙ্গবন্ধু জিয়াকে বাই চান্স মুক্তিযোদ্ধা, পাকিস্তানী চর মনে করেননি, উপাধি দিয়েছেন, বেঁচে থাকলে সেনাপ্রধানও করতেন। আপনি বা আপনারা তা সমর্থন করছেন?

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: আপনি ভুল মানুষকে নায়ক হিসেবে বেছে নিয়েছেন।

২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৮

রানার ব্লগ বলেছেন: বঙ্গবন্ধুর একটাই দোষ ছিলো , তিনি দেশ গড়ার নামে কিছু বদমাইশ কে স্থান দিয়েছিলেন তার ফলাফল আপনার এই পোষ্ট !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.