নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
(ছবি, নেট)
এ দেশের মানুষ একদিন সভ্য হবে
বিবেক হবে
সত্য-মিথ্যা বিচার করার বুদ্ধি হবে
শুধু অমানুষ আর জংলী রবে
হাসিনার পা চাটা দাস।
কুত্তার লেজ একদিন সোজা হতে পারে
থেমে যেতে পারে একদিন তাদের ঘেউ ঘেউ
শুধু বদলাবে না এক দলের আচরণ আর জংলী কথন
তারা কারা?
হাসিনার পা চাটা দাস।
ভারত একদিন ফারাক্কা ভেঙ্গে দিতে পারে
বিবেকের শুদ্ধিতে-
তবে সেদিন দুঃখিত হবে
এ দেশে তাদের পালা ড্যাশ ড্যাশগুলো
তারা কারা?
হাসিনার পা চাটা দাস।
২৬ শে জুলাই, ২০২৪ রাত ৯:১৪
শাহিন-৯৯ বলেছেন:
আপাতত বন্ধ। একটি ঘঠনায় বড় অংকের আর্থিক জরিমানায় ব্যবসা বন্ধ করতে হয়েছে।
২| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ১০:৫৯
সোনাগাজী বলেছেন:
অন্যকিছু করছেন?
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ৯:০৪
সোনাগাজী বলেছেন:
কাপড়ের ব্যবসা কেমন চলছে?