নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

গত কালকের স্লোগান ভারতকে কি মানুষ করবে?

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:৩২


(ছবি, নেট)


দুঃখিত কিছু শব্দ অরুকির, আপনার অস্বস্তি হতে পারে এড়িয়ে যান।

গতকাল আমি বিজয় মিছিলে কাঁচপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত গিয়েছি, কি পরিমান মানুষ উপস্থিতি হয়েছে তা আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমি শুধু মানুষের ক্ষোভ প্রকাশ করার ভাষাগুলো শুনছিলাম।

স্লোগানগুলো ছিল-
ভুয়া, ভুয়া শেখ হাসিনা ভুয়া
ভেগেছে রে ভেগেছে মোদী বউ ভেগেছে

আর এত নোংরা ভাষায় তাকে তিরস্কার করেছে যদি শেখ হাসিনা দেখে না জানি লজ্জায় সুসাইড করে বসে। (আমি সেই শব্দগুলি লিখলাম না)

হাসিনা পতনের মধ্যে দিয়ে ভারত তার চারিপাশের শেষ বন্ধু রাষ্ট্রটি হারালো। কেন এমন হলো? শুধু দাদাগিরি দেখাতে গিয়ে আর বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে হাসিনাকে বেশি গুরুত্ব দিয়ে উচিত ছিল জনগনের সাথে সম্পর্ক তৈরি। এখন ভারতের উচিত নতুন করে সবার সাথে বন্ধুত্ব তৈরির জন্য আলোচনা শুরু করা। ভারতের খাদ্য আছে আর তার চারিপাশের সবার খাবার দরকার (চীন বাদে) ভারত এটাকে দিয়ে বন্ধত্ব করতে পারত কিন্তু তারা দাদাগিরি পথ বেঁচে নিয়ে এখন শূণ্য হস্তে।

যাই হোক এই বিজয় নায়কদের কাছে আমার একটা দাবি তারা যেন সংবিধানে একটি ধারা যুক্ত করে কেউ দুইবারের বেশি ক্ষমতা থাকতে পারবে না ।

আসুন সব ভেদাভেদ ভুলে, নতুন বাংলাদেশের সুন্দর সকাল উপভোগ করি।


মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:০২

আরেফিন৩৩৬ বলেছেন: অরুচিকর হওয়ার কিছু নাই, হাসিনার মুখের ভাষা আরো খারাপ। যেভাবে রাজাকারের বাচ্চা বলছে, কল্পনার বাইরে। আর ভারত যা করেছে সেটিও অত্যান্ত দুঃখজনক। সেখানে আমি সাধারণ মানুষকে ভালোই বলি।

২| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:০২

আরেফিন৩৩৬ বলেছেন: রাষ্ট্র হিসেবে ভারত বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না।

৩| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪১

সামরিন হক বলেছেন: অভিনন্দন আপনাকে।
আমিও আপনার সাথে একমত। কেউ দু’বারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না -এটা নিশ্চিত করতে হবে।

৪| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৬

রানার ব্লগ বলেছেন: ভালো হইছে। যেমন কাজ তেমন ফল

৫| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: কেউ দুইবারের বেশি প্রধানমন্তী হতে পারবে না এই আঈনটা এদেশের জন্য খুব দরকার।

৬| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২১

কামাল১৮ বলেছেন: কুকুরের কাজ কুকুর করেছে কামড়ে———-।

৭| ০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪২

অগ্নিবেশ বলেছেন: আগে নিজেরা পুন্দাপুন্দি করিয়া লন, ভারত আইব পরে পুটকির মলম বেচতে।

০৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০৭

শাহিন-৯৯ বলেছেন:

এগুলো খান আপাতত, ফুরিয়ে গেলে আরো হবে। হাসিনা তো চোরের মত পালিয়েছে আর তোরা তো তার পা চাটা কুত্তা।

৮| ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৫

ধুলো মেঘ বলেছেন: হাসিনার কিছু মুখের ভাষার নমুনাঃ
১। খালেদা জিয়া বিদেশে গিয়ে হোটেলে থাকেন কেন? ভদ্রলোকের বৌরা কি হোটেলে থাকে?
২। তত্ত্বাবধায়ক সরকার চেয়ে কি করবেন? ওরা কি আপনাকে কোলে করে ক্ষমতায় বসাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.