নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
মাশরাফি, বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় একজন খেলোয়াড় ছিলেন কিন্তু কিছু ভুল সিধান্ত তাকে অনেক বেশ নিচে দিকে নিয়ে গেছে। রাজনীতি করা গণতান্ত্রিক অধিকার মাশরাফিরও সেই অধিকার আছে কিন্তু একই সাথে খেলা চালিয়ে যাওয়া আবার রাজনীতি করা বড়ই বেমানান এই নিয়ে সে প্রচুর কথা শুনেছে, প্রচুর সমালোচনা তো আছেই আর থাকাটাই স্বাভাবিক।
আজ অনলাইনে তার আত্নপক্ষ সমর্থন করে দেওয়া বক্তব্য শুনলাম, তার জায়গায় সে ঠিক, সোহেল তাজ যে কথাগুলি আন্দোলনের সময় বলেছিল মাশরাফিও এই কথাগুলি বলতে পারতো কিন্তু সে বলেনি সে দলের কাছে দায়বন্ধ ছিল।
কিছু নিউজ দেখলাম বর্তমান ক্রীড়া উপদেষ্টা চাচ্ছে মাশরাফি ত্রিুকেট বোর্ডের সভাপতি হোক (সত্য-মিথ্যা জানি না) আমার চাওয়া তাকে সভাপতি করা হোক। মানুষ ভুল করে আবার ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করে আমার বিশ্বাস মাশরাফি তাই করবেন, সে যদি সভাপতি পদে আসে আমার ধারণা আগামী দুই তিন বছরের মধ্যে ত্রিুকেট আমূল পবিবর্তন হবে। সে খুবই যোগ্য অন্তত এই পদে।
আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই আর সেই বাংলাদেশের সাথে মাশরাফি যোগ দিবে আমার এই প্রার্থনা।
২| ১৬ ই আগস্ট, ২০২৪ ভোর ৪:৫৬
রবিন_২০২০ বলেছেন: তার দলের কাছে দায়বদ্ধতা শত শত মানুষের জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ ? মানবতা বলে কি কিছু নাই তার?
১৬ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:০৬
শাহিন-৯৯ বলেছেন:
তাঁর পুরো বক্তব্য শুনার চেষ্টা করবেন তাহলে হয়তো বিষয়টি বুঝতে পারবেন তাছাড়া সে নিজের এই ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন।
৩| ১৬ ই আগস্ট, ২০২৪ ভোর ৫:১৮
রবিন_২০২০ বলেছেন: পুরা বক্তব্য আমি দেখেছি। MP হবার পর তার উদ্যত ভাবসাব ও দেখেছি।
পরাজিতের ক্ষমা চাওয়ার কিইবা মূল্য আছে ?
৪| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:২৩
সোনাগাজী বলেছেন:
আপনি এই আন্দোলন থেকে কিছু পাবেন, নাকি আবার লুংগীর দোকান দেবেন?
৫| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০২
সাড়ে চুয়াত্তর বলেছেন: এখন মাফ চেয়ে গা বাঁচাতে পারলেও মানুষ তাকে চিনেছে ছাত্র আন্দোলনে নিঃস্পৃহ থাকার কারণে। এমনিতেও সে এই ধরণের পদের যোগ্য বলে আমি মনে করি না।
৬| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৯
ভুয়া মফিজ বলেছেন: ম্যাশ বিসিবি সভাপতি হলে ভালোই হবে। আম্লীগে যে দু'চারজন ''মানুষ'' আছে, সে তাদের মধ্যে অন্যতম।
৭| ১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৯
আরেফিন৩৩৬ বলেছেন: মাশরাফি-কে একটা কাজে রাখা যায়, তা হলো বাংলাদেশে কে কে স্বৈরাচার হয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে তা গুণে রাখবে। আর যারা মাশরাফিকে নিয়ে দরদে মোস্তাফিজ তাদের বলি, মাশরাফি হলো স্বৈরাচার টিকে থাকার সফট পাওয়ার।
সো সী ইউ নট ফর মাইন।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৩:১৬
কামাল১৮ বলেছেন: তার একটা সাক্ষাৎকার দেখলাম।পরিণত মনে হলো তাকে।