নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
দেশ এখন বেশ বহুমুখী চ্যালেন্জ মুখাবেলা করছে বিশেষ করে ভারতের মিডিয়াগুলোর সর্বদা মিথ্যচার বেশ অস্বস্থিকর অবস্থা তৈরি হচ্ছে।
বর্তমান সরকার অবশ্য বেশ শান্ত মেজাজে সব কিছু চমৎকারভাবে হ্যান্ডেল করছে তবুও জনপ্রতিনিধির মত অত পারদর্শিতা হচ্ছে না, হওয়ার আশা করাও বোকামী, মনে রাখতে হবে তারা বিশেষ কারণে সরকারে এসেছে।
এখন দেশের এই সময় সবচেয়ে ভাল অবদান রাখার সুযোগ আছে এক জনের তিনি জনাব তারেক রহমান। যে যতই গান ধরুক যদি দেশে বড় ধরনের কোন গোলমেলে পরিবেশ তৈরি না হয় তাহলে পরবর্তী নির্বাচনে বিএনপি জয়ী হবে আর জনাব তারেক রহমান এ দেশের প্রধানমন্ত্রী।
জনাব তারেক রহমান এখন দল গোছাতে বেশ ব্যস্ত কিন্তু তিনি যেহেতু এখন সবচেয়ে জনপ্রিয় দলটির দায়িত্বে আবার ভবিষ্যতে দেশের ক্ষমতার ভার তার হাতে যাওয়ার সম্ভবনা বেশি তাই তাকে দেশের এই সময়ে বেশি দায়িত্বশীল হতে হবে। বিদেশী যে সব চ্যলেন্জ সামনে আসছে সেই সব বিষয় তার উন্মুক্ত অবস্থান জানাতে হবে হয়তো গোপনে সরকারের সাথে যোগাযোগ রেখে তার অবস্থান বা কিছু পরামর্শ হয়তো হচ্ছে তবে তা এই মূহুর্তে জনগনের আশা পূরণ হচ্ছে না তাকে উন্মুক্তভাবে ভারতের বিষয় নিজের অবস্থান পরিস্কার করতে হবে জনগনকে বলতে হবে জীবনের বিনিয়ম হলেও দেশের সম্মান সে রক্ষা করতে প্রতিশ্রুতিবন্ধ।
জনাব তারেক রহমানের দ্রুত দেশের আসার খুব প্রয়োজন, তিনি দেশে এলে অনেক সমস্যা দূর হবে অন্তত বিএনপির এক এক নেতার এক এক বক্তব্য বন্ধ হবে।
০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩
শাহিন-৯৯ বলেছেন:
মৃত্য মানুষ লীগের দরকার ভোটের জন্য, সুস্থ মানুষ তো লীগকে ভোট দিবে না তাই মৃত্য মানুষ লীগের দরকার। ক্লিয়ার?
২| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯
জেনারেশন৭১ বলেছেন:
আদানী নাকি মাদানী বিদ্যউৎ দিবে না বলছে; খাম্বা কোম্পানী বিদ্যুৎ উদপাদন না'করলে গার্মেন্টস শেষ হবে।
০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
শাহিন-৯৯ বলেছেন:
জেনারেশন৭১ বাবু কিছু কারোর জন্য থেমে থাকে না শুধু সাময়িক অসুবিধা হয় তারপর শূণ্য স্থান পূরণ হয়।
৩| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৫
জেনারেশন৭১ বলেছেন:
লেখক বলেছেন, "জেনারেশন৭১ বাবু কিছু কারোর জন্য থেমে থাকে না শুধু সাময়িক অসুবিধা হয় তারপর শূণ্য স্থান পূরণ হয়। "
-সেটা সঠিক, হাওয়াভবন ও উহার ৪০ ডাকাতের অভাবে বাংলাদেশ থেমে যাবে না।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৫২
শাহিন-৯৯ বলেছেন:
-সেটা সঠিক, হাওয়াভবন ও উহার ৪০ ডাকাতের অভাবে বাংলাদেশ থেমে যাবে না।
চোর ডাকাত তো যে কোন সময় জুতা মেরে তাড়িয়ে দেওয়া যায় কিন্তু স্বৈরাচার তো রক্ত পিপাসু তারা ক্ষমতায় থাকার জন্য রক্ত দিয়ে রাজপথ লাল করে দেয় সেই জন্য আমার চোখে স্বৈরাচারের চেয়ে চোর ডাকাত ভাল।
৪| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৮
সৈয়দ কুতুব বলেছেন: ছাত্রদের আন্দোলনের ফায়দা পাচ্ছে তারেক রহমান। ৮৪ টি মামলার মধ্যে মাত্র ৪ টি বাকি আছে!
০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৫৪
শাহিন-৯৯ বলেছেন:
খুনি হাসিনার নামেও তিন উদ্দিনের সময় অনেক মামলা ছিল, সেগুলো কি বহাল ছিল? থাকে না, ট্রাম্প নামের মামলাও ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। রাজনৈতিক মামলা এই রকমই হয়।
৫| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: দেশের প্রাইম মিনিস্টার হওয়ার জন্য একজন প্রজ্ঞাবান ও ম্যাচিউর নেতৃত্বের দরকার। এ গুণাবলি অর্জনের জন্য গ্রাউন্ড এক্সপেরিয়েন্সের দরকার, যা পাবার জন্য তার পর্যাপ্ত সুযোগ ছিল না। তার আগের নেগেটিভ রেকর্ডগুলো যাতে মাথাচাড়া দিয়ে না ওঠে, সেদিকেও তাকে সতর্ক থাকতে হবে।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৫৫
শাহিন-৯৯ বলেছেন:
এটাই উনার শেষ সুযোগ এবার ফেল করলে বাংলাদেশে উনার আর কোন অবস্থান থাকবে না।
৬| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৪
কামাল১৮ বলেছেন: দলের ভিতরে গনতন্ত্রের চর্চা না হলে যে দলই ক্ষমতায় যাক দেশের কোন মঙ্গল হবে না।বিএনপিতে গনতন্ত্রের গ ও নাই।এটি চলে একটি ক্লাবের মতো।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:৫৭
শাহিন-৯৯ বলেছেন:
কামাল১৮ বলেছেন: দলের ভিতরে গনতন্ত্রের চর্চা না হলে যে দলই ক্ষমতায় যাক দেশের কোন মঙ্গল হবে না।বিএনপিতে গনতন্ত্রের গ ও নাই।এটি চলে একটি ক্লাবের মতো।
লীগে কি পরিমাণ গণতন্ত্র আছে? বাংলাদেশে জামায়াত বাদে সব দল চলে পরিবার কেন্দ্রীক।
দলীয় গণতন্ত্র চর্চা না আসা পর্যন্ত দেশে পূর্ণ গণতন্ত্র আসবে না এই বিষয়ে আপনার সাথে সহমত।
৭| ০২ রা ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৭
উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: তারেক রহমানের সামনে একটি বিরাট সুযোগ এসেছে। দুই সহস্রাধিক ছাত্র-জনতার আত্মদান তাকে এই সুযোগ করে দিয়েছে। তাঁর পিতা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানও হঠাৎ এমন সুযোগ পেয়ে গিয়েছিলেন। তিনি সেই সুযোগ কাজে লাগিয়ে মাত্র সাড়ে চার বছরের কর্মতৎপরতার মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিতে পেরেছিলেন। এখন তারেক রহমানের পালা। পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে নিজেকে প্রমাণ করার। আশা করি নিন্দুকের মুখে জুতা ঘসে দিয়ে তিনি সফল হবেন।
প্রতিহিংসা পরায়ন ফ্যাসিস্ট হাসিনা তাকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে তার ব্যক্তি এবং রাজনৈতিক জীবন ধ্বংস করে দিতে চেয়েছিলেন। কিন্তু মহান আল্লাহর কি অপার মহিমা। সকল মিথ্যা অপসারিত হয়েছে। মিথ্যার নেত্রী পালিয়ে গেছে।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:০১
শাহিন-৯৯ বলেছেন:
উদাসীন মেঘ ১২১৯-
তাঁর পিতা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানও হঠাৎ এমন সুযোগ পেয়ে গিয়েছিলেন। তিনি সেই সুযোগ কাজে লাগিয়ে মাত্র সাড়ে চার বছরের কর্মতৎপরতার মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিতে পেরেছিলেন।
দ্বিমত করার সুযোগ নেই। জনাব তারেক রহমানের এটাই শেষ সুযোগ।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:১৮
আমি ব্লগার হইছি! বলেছেন: স্লেজে চড়ে ডিসেম্বরে আসবে তারেক স্যার
দেশের পাছায় গুজে দেবে প্রীতি উপহার
০৩ রা ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৪
শাহিন-৯৯ বলেছেন:
আপনার প্রোফাইল পিকচার বলে দেয় আপনি মানুষ নন হাম্মালীগ। আপনাদের চিন্তায় এ রকম কবিতা আসবে এটাই স্বাভাবিক।
৯| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫২
নতুন বলেছেন: যারা মি: টেন পারসেন্ট কে প্রধানমন্ত্রী বানাতে চায় তারা ১০ দশে ১০০ গুন দূনিতি করে পুষিয়ে নিতে চায়।
০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬
শাহিন-৯৯ বলেছেন:
নতুন দল তৈরি, সেই দল ক্ষমতায় আসবে এটা ভাবা আকাশ কুসুম। সে পরবর্তী প্রধানমন্ত্রী যদি বড় গোলমেলে না তৈরি হয়।
আমি ব্যক্তিগতভাবে কোন রাজনীতি দলের সাথে জড়িত নই। আমি লোকালে থাকা মানুষ, বাস্তবতা বুঝি।
১০| ০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
নতুন বলেছেন: নতুন দল তৈরি, সেই দল ক্ষমতায় আসবে এটা ভাবা আকাশ কুসুম। সে পরবর্তী প্রধানমন্ত্রী যদি বড় গোলমেলে না তৈরি হয়।
আমি ব্যক্তিগতভাবে কোন রাজনীতি দলের সাথে জড়িত নই। আমি লোকালে থাকা মানুষ, বাস্তবতা বুঝি।
আপনি জনগন হইলে আপনাকে বিএনপি ভুল বোঝাইতেছে। যদি জনগন পরিবর্তন না চাইতে তবে শেখ হাসিনা অমৃত্যু ক্ষমতায় থাকতো।
জনগনকে ডিমোটিভেট করার জন্যই নতুল দল ক্ষমতায় আশা সম্ভবন না সেটা প্রচার করছে বিএনপি/জামাত
০৩ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
শাহিন-৯৯ বলেছেন: আপনি জনগন হইলে আপনাকে বিএনপি ভুল বোঝাইতেছে। যদি জনগন পরিবর্তন না চাইতে তবে শেখ হাসিনা অমৃত্যু ক্ষমতায় থাকতো।
জনগনকে ডিমোটিভেট করার জন্যই নতুল দল ক্ষমতায় আশা সম্ভবন না সেটা প্রচার করছে বিএনপি/জামাত
আমি স্বাক্ষর শিক্ষিত তবে রাম ভোদাই নই কেউ বলল আর আমি অন্ধের মত বিশ্বাস করে ফেললাম। আপনি সম্ভবত পত্রিকার উপর ভরসা করে দেশের অবস্থা বুঝতে চান।
যদি জনগন পরিবর্তন না চাইতে তবে শেখ হাসিনা অমৃত্যু ক্ষমতায় থাকতো।
আমি নিজে বিএনপি জামায়াতের লোকদের দেখেছি কাঁচপুর ব্রীজ অবরোধ করে রাখতে, বলতে আমিও গেছি উদ্দেশ্য যাই থাক, গিয়েছিলাম।
বিএনপি এবার ক্ষমতায় অন্তত ৫-৬ জন পূর্ণ মন্ত্রী দিবে শরীক থেকে, বিএনপি হেলায় কখনো এই সুযোগ হারাবে না তারা কখনো লীগের ফিরে আসার মত পরিবেশ সৃষ্টি হতে দিবে না।
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৩
নতুন বলেছেন: বিএনপি যেই ভাবে ঈদের পরে সরকার পতনের আন্দলনে যাবার কথা বলছিলো সেই ঈদ জুলাইয়ের আগে আসেনাই। আর আসতো না।
মানুষ সচেতন হলে নতুন দল তৌরি করেই নতুন সরকার ক্ষমতায় আনা উচিত। তবেই দেশের উন্নতি হবে
বিএনপি চাইবেই জনগনকে নতুন নেতা নিয়ে আসার কাজে বাধা দিতে। সেই জন্যই জনগনকে ভুল বুঝিয়ে তারা চাইবে বিএনপি ক্ষমতায় আসতে।
মি: ১০% প্রধানমন্ত্রী হলে যে লাউ সেই কদুই রয়ে যাবে...
আশা করি দেশের জনগন দেশ পরিবর্তনের এই সুযোগ হারালে দেশের দূনিতিবাজ রাজনিতিকদের বদলানোর সুযোগ পাবেনা।
শেখ হাসিনাকে তাড়িয়ে মি: ১০% কে প্রধানমন্ত্রী বানালে কি লাভ হলো?
১২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৬
জুল ভার্ন বলেছেন: তৃনমুল থেকে মাঠের রাজনীতি শুরু করায় জনাব তারেক রহমানের রাজনৈতিক ম্যাচুরিটি যথেষ্ট।
০৫ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২২
শাহিন-৯৯ বলেছেন:
তবে বড় ভাই উনি যদি এবার ভুল করেন তাহলে বিএনপির তো ক্ষতি হবেই বাংলাদেশ নামক রাষ্ট্রটি অনেক বিপদে পড়ে যাবে। উনাকে তৃণমূল নিয়ে আরো কাজ করতে হবে, বিশেষ করে মাদক কারবারীদের কোনভাবেই দলে রাখা যাবে না যতই ক্ষমতা থাকুক স্থানীয়ভাবে মনে রাখতে হবে বিএনপির মূল শক্তি এ দেশের মধ্যবিত্ত্ ভদ্র শ্রেনীর সমর্থন, এটা নিশ্চিত করতে পারলে উনি অনেক সুনাম পাবেন।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬
জেনারেশন৭১ বলেছেন:
এখন কোকোকেও দরকার, উনার লন্চগুলো চালু করলে মানুষের চাকুরী হতো।