নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারণ মানুষ ৷দশের সাথে চলতে চাই ৷

শাহিন-৯৯

সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন

শাহিন-৯৯ › বিস্তারিত পোস্টঃ

বিএনপির কারণেই নির্বাচন কার্যক্রম শুরু করতে দেরী হচ্ছে বর্তমান সরকারের!!

২৬ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৬



জনাব ফখরুল স্যার তার জন্মদিনে সবার শুভেচ্ছা গ্রহণ করে অভিনন্দন জানিয়েছেন সাথে নির্বাচন দ্রুত দেওয়ার জন্য আহবান করেছেন!! বিএনপি সব নেতার মুখে একটাই শব্দ নির্বাচন! নির্বাচন!
নির্বাচনের বল কিন্তু বিএনপির কোটে এটা বিএনপি বুঝেও না বোঝার ভান করছে কারণ তারা বুঝলে তাদের অনেকের জন্য রাজনীতি করা কঠিন হয়ে যাবে, আসুন একটু ব্যাখ্যা করি।

এই সরকার মূলত এসেছে ছাত্র-জনতার সফল অভ্যুত্থানের ফলে বিএনপি জামায়ত সহ সরকার বিরোধী সব দলের অংশগ্রহন থাকলেও মূলত ছাত্ররা সম্মুখে সারিতে ছিল এই জন্য এই সরকারে তাদের একটি প্রভাব বলয় তো আছেই আবার সরকার তাদের মতামতকে যথেষ্ট সম্মান করছে। ছাত্ররা তাদের সহপাঠীদের লাশ আর রক্তে রাজপথে ভিজানো দৃশ্য দেখেছে অতএব কোনভাবেই যেনতেন নির্বাচন তারা আর চায় না, যে নির্বাচন অদূর ভবিষ্যতে আরো একটি দানব তৈরি হওয়ার সুযোগ থাকে, বরং তারা পূর্ণ সংস্কারের পরে নির্বাচন চায় আর এই জন্য সব দলের মধ্যে মতৈক্য আদায়ের চেষ্টা করছে কারণ সংস্কার হওয়ার পর তা পাশ করার জন্য নির্বাচিত সংসদ লাগবে অতএব মতৈক্য হয়ে গেলে আর সমস্যা থাকবে না কারণ লিখিত চুক্তি থাকবে।

বিএনপিও সংস্কার চাচ্ছে তবে অল্প কিছু সংস্কার যা নির্বাচন নির্বাচন খেলা পর্যন্ত যাওয়া যায়!! কেন?
কারণ সংবিধান সংস্কার কমিশন যে সুপারিশগুলো করেছে তার ভিতরের কয়েকটি মোটা দাগে বিএনপি কোনভাবেই মানবে না আবার প্রকাশ্যে বিরুদ্ধে যেতেও পারছে না কারণ ঐ পয়েন্টগুলি সাধারণ জনগনের পূর্ণ সম্মতিত।

এক, দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে পারবে না!! দুইবার প্রধানমন্ত্রী হলে পরে আর রাষ্ট্রপতি হতে পারবে না।
বিএনপি এটা মানবে না তারা ৩১ দফায় বলছে পরপর দুইবার হয়ে বিরতি নিয়ে আবার হতে পারবে!! পরিবারতন্ত্র বাঁচিয়ে রাখতে হলে এটার বিকল্প বিএনপির হাতে নেই!!
দুই, যে প্রধানমন্ত্রী হবে যে দলে প্রধান হতে পারবে না!!
এই প্রস্তাব মানলে পরিবারতন্ত্র বিলুপ্ত হবে কিন্তু যারা শহীদ জিয়ার নাম ভাঙ্গিয়ে রাজনীতি করে হালুয়া-রুটি উপার্জন করে তাদের মাথায় হাত উঠবে তারা কি প্রস্তাব মানবে?

তিন, চার বছর মেয়াদী হবে নিম্নকক্ষ ও উচ্চকক্ষ!!
এটা যারা রাজনীতিকে পেশা নিয়ে আয় রোজগার করে তাদের জন্য খুব সমস্যা হবে অতএব তারা মানবে না।

বিএনপি ৩১ দফায় উচ্চকক্ষের কথা বলেছে কিন্তু উচ্চকক্ষ কিভাবে হবে তা উল্লেখ করেনি তাদের কোন বক্তব্যে শুনেছি বলে মনে হয় না সম্ভত তারা চেয়েছিল সংরক্ষিত নারী আসনের মত করে নির্বাচিত করতে সংসদীয় আসনের উপর নির্ভর করতে কিন্তু এখন যেভাবে প্রস্তাব আছে তাতে কোন দল উচ্চকক্ষে সংখ্যাগরিষ্টতা পাবে না আর আইন পাশ করতে হলে উভয় কক্ষে পাশ হতে হবে!! এমন ঝামেলা কি বিএনপি মেনে নেবে? :D

বল তাহলে কিভাবে বিএনপি কোটে?
বিএনপি যতই লাফালাফি করুক আন্দোলনের ভয় দেখাক একটা ভারসম্য সংস্কার না আসা পর্যন্ত ছাত্ররা নির্বাচন করতে দিবে না, দেশের সাধারণ জনগন ও ডিপ স্টেট তাদের সাথেই আছে। বিএনপি এর পরেও যদি আন্দোলন করতে মাঠে নামে তাহলে তাদের সাথে নামবে লীগের সন্ত্রাসীগোষ্টি ইউনুচ সরকার উৎখাত হলেও মধু কিন্তু বিএনপি খেতে পারবে না, লীগ এখনো দমে যায়নি তাছাড়া তাদের কাছ থেকে টাকা নিয়ে এলাকায় তাদের মামলা থেকে বিএনপি চমৎকারভাবে দূরে রেখে লালন করছে।
বিএনপি সবচেয়ে ভাল হয় যত দ্রুত পারে সংস্কার বিষয়ে তাদের মতামত প্রকাশ করা প্রয়োজনে নিজেদের উদ্যোগে সর্বদলীয় বৈঠক আহবান করে দেশের বুদ্ধিজীবিদের অংগ্রহণ নিশ্চিত করে আলোচনা চালিয়ে যাওয়া যতক্ষন পর্যন্ত একটা মতৈক্য না আসে। বিএনপি যদি ভাবে আমরা বড় দল হেন করবো তেন করবো তাহলে বোকার স্বর্গে বাস করছে।

সংস্কারের একটা ভাল অবস্থান তৈরি হলে সাধারণ জনগনও নির্বাচনমূখী হওয়ার জন্য আওয়াজ তুলবে তখন বিএনপি তাদের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ পাবে।

বিএনপির এক হাফ সেলেব্রেটি দেখি নাহিদকে শিশু উপদেষ্টা বলে টিটকারী দিয়ে পোষ্ট করছে নিয়মিত কিন্তু তাকে দেখলাম সালাউদ্দিনের ব্যাগ টেনে বিমান বন্দরের বিদায় জানাতে গেছে!! শিশু উপদেষ্টারা যোগ্যাতায় মন্ত্রালয় চালাচ্ছে আর এরা হালুয়া রুটির আশায় ইতিমধ্যে সিনিয়রদের তেলমারা শুরু করেছে!!

বিএনপি যদি ধরা খায় এবার তা খাবে তাদের অতি আত্নবিশ্বাস আর অংহকারের জন্য।







মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:০০

মোহামমদ কামরুজজামান বলেছেন: সঠিক বিশ্লেষণ ।

বাকী সব রাজনৈতিক দলের তুলনায় বিএনপির সামনেই সবচেয়ে বেশী সুযোগ এটা যেমন ঠিক,আবার তেমনি বিএনপিই এখন সবচেয়ে বেশী রাজনৈতিক ঝুকিতে আছে - এটাও সত্যি।

২৭ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫২

শাহিন-৯৯ বলেছেন:


আপনাকে আন্তরিক ধন্যবাদ।
বিএনপি ভুল করলে শুধু যে তাদের ক্ষতি হবে এমন না দেশের অনেক সমীকরণ বদলে যাবে যা আমাদের দেশের জন্য ভাল হবে না।

২| ২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:২০

সৈয়দ কুতুব বলেছেন: জামাতের তো আরো বেশি সমস্যা। ১০০ জন নারী সিটে সরাসরি ইলেকশন হলে সব বিএনপির পক্ষে যাবে। জামাতের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি দ্রুত নির্বাচনের কথা বললে সমন্বয়করা নিরব থাকে কিন্তু বিএনপি বলে কোন কোন জায়গায় ব্যথা শুরু হয়?

রসুন কোয়া কোয়া হলেও টিয়া একটাই। ;)

২৭ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৬

শাহিন-৯৯ বলেছেন:

দ্রুত নির্বাচন তো বিএনপির বলাই উচিত নয়, তাদের এখন সবচেয়ে বেশি বলা দরকার সংস্কার, সংস্কার। জনগণই তখন বলবে নির্বাচন নির্বাচন। বিএনপির উচিত জনগনের পালস বোঝা কিন্তু তা সব ক্ষেত্রে শুধু তাদের দলীয় লাভ ক্ষতি। এটা নব্বই দশক নয় যে পরিবার দেখে ব্যাক্তি দেখে মানুষ রায় দিবে।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৫

ঢাবিয়ান বলেছেন: বিএনপি সম্পর্কে জনমনে ব্যপক সন্দেহ তৈরী হয়েছে। বিশেষ করে তাদের নেতাদের আচার আচরনে বৈষম্যবিরোধী আন্দলোনের স্পিরিট পুরোপুরি অনুপস্থিত। ফ্যসিস্ট আওয়ামিলীগ ও ভারতীয় আধিপত্যাদের বিরুদ্ধে তাদের স্পষ্ট কোন বক্তব্য নাই। সংস্কার ও জুলাই-অগাস্ট বিপ্লবের ঘোষনাপত্রেও তাদের এলার্জি। এই দলকে মানুষ কেন বিশ্বাস করবে?

২৭ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৮

শাহিন-৯৯ বলেছেন:


বিএনপির অনেক নেতার অহংকার ইতিমধ্যে লীগকেও ছাড়িয়ে গেছে। তারা সারাক্ষণ দলের লাভ ক্ষতি দেখছে। এটা তাদের অনেক ক্ষতি হচ্ছে তা তারা বুঝতে পারছে না।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৮

কামাল১৮ বলেছেন: তারা এমন একটা নির্বাচন চায় যেন তারাই ক্ষমতায় আসতে পারে।তাহলে আওয়ামী দের দোষ কি ছিলে।
কিন্তু এবার বোধ হয় সেই পাতানো নির্বাচন সম্ভব হবে না।এবার নির্বাচনের দিকে অনের পরাশক্তির নজর থাকবে।তাছাড়া পঞ্চদশ সংশোধনী বাতিল হলে তত্ত্বাবদায়ক সরকার ব্যবস্থা চলে আসবে সংবিধানে।তখন তত্ত্বাবদায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে।

২৭ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৮

শাহিন-৯৯ বলেছেন:


নির্বাচন নির্বাচন খেলা এ দেশে আর হবে না।

৫| ২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:০৭

নিমো বলেছেন: তারেক এখনও তার রত্ন সভায় আপনাকে ও কতিপয় মন্তব্যকারীদের স্থান দেয় নাই দেখে, যারপরনাই অবাক হলাম।

২৭ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৯

শাহিন-৯৯ বলেছেন:


তারেক আমাকে বুদ্ধিজীবি হিসাবে নিয়োগ দিলে সে মহানায়ক হিসাবে থেকে যেত কিন্তু দুঃখের কথা সে আপনাদের মত হালুয়া রুটি খাদকদের পছন্দ করেন।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: অনেকে ভাবছেন দেশে একটা নির্বাচন হলেই দেশের পরিস্থিতি শান্ত হয়ে যাবে।
ধরে নিলাম, দেশে একটা নির্বাচন হলো। ক্ষমতায় এলো জামাত বা বিএনপি। তাহলেই দেশে শান্তি ফিরে আসবে। দেশের মানুষ ভালো থাকিবে?

২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৬

শাহিন-৯৯ বলেছেন:

ভাল থাকার ব্যাখা সবার দৃষ্টিভঙ্গিতে আলাদা, যেমন- খুনি হাসিনার আমলে যারা হালুয়া রুটি খেয়ে অভ্যস্থ বা অঢেল কামিয়েছে তারা হাসিনার আমলই একমাত্র ভাল থাকবে বলে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে।

ক্লিয়ার?

৭| ২৭ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


নির্বাচিত সংসদ ব্যতীত কেউই সংষ্কার করতে পারবে না।
তাহেল এই সব হাউকাউ করে লাভ কী?

বিএনপি প্রয়োজনে নির্বাচনের জন্য আন্দোলনে যাবে।
এটা এখন সময়ের ব্যাপার মাত্র।

২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০২

শাহিন-৯৯ বলেছেন:


নির্বাচিত সংসদ লাগবে সংস্কারকে আইনে রুপ দিতে কিন্তু সংস্কার হয় এভাবে কমিশন করে সব দলের মতৈক্যর মাধ্যমে।

বিএনপি প্রয়োজনে নির্বাচনের জন্য আন্দোলনে যাবে।
এটা এখন সময়ের ব্যাপার মাত্র।

বিএনপি পাগল হলেও এত পাগল হয়নি যে নিজের পাছা লাল করতে লীগকে আবার ডেকে আনবে রাস্তায়, সব সমাধান হবে টেবিলে আলোচনার মধ্যমে।

৮| ২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:১২

শেরজা তপন বলেছেন: বিএনপি নেতৃবৃন্দের ঘুমে জাগরনে শয়নে স্বপনে শুধু দেশ আর জনগনের চিন্তা- তাদের এই চিন্তায় কাউরো রাইতে ঘুম হয় না।
নির্বাচন দিলেই সব সমস্যার এককালীন সমাধান হয়ে যাবে।
হাসিনা কইছিল; দশ টাকা কেজি চাউল খাওয়াইবে। বিএনপির ভাবখানা এমন যে এর আগে যতবার ক্ষমতায় এসেছে প্রতিবারই তারা দুর্নীতি দুরাচার ছাড়া সহিহ তরিকাতে দেশ চালাইছে। নিজেদেরকে তারা তৃনমুল জনগনের কন্ঠস্বর ভাবে :) তাদের সব নেতা ফেরেশতাদের মত পুত ও পবিত্র।

২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১২

শাহিন-৯৯ বলেছেন: বিএনপি নেতৃবৃন্দের ঘুমে জাগরনে শয়নে স্বপনে শুধু দেশ আর জনগনের চিন্তা- তাদের এই চিন্তায় কাউরো রাইতে ঘুম হয় না।
এই কথা যে অস্বীকার করবে বা দ্বিমত করবেই যে রাজাকার!! আমি রাজাকার হতে চাই না

হাসিনা কইছিল; দশ টাকা কেজি চাউল খাওয়াইবে। বিএনপির ভাবখানা এমন যে এর আগে যতবার ক্ষমতায় এসেছে প্রতিবারই তারা দুর্নীতি দুরাচার ছাড়া সহিহ তরিকাতে দেশ চালাইছে।

এবার আর দূর্নীতি করবে না শুধু টেম্পুস্টান্ড ছাড়তে পারতেছে না, জনগনের স্বার্থে তাদের এই সমান্য ভুল আমরা ক্ষমা সুন্দরভাবে দেখতে পারি।

তাদের সব নেতা ফেরেশতাদের মত পুত ও পবিত্র।
এই কথা অস্বীকার করলে ঈমান নিয়ে প্রশ্ন আসতে পারে, অতএব আমি এই লাইনে অনলাইনে বিক্রিত খাঁটি মধুর মত বিশ্বাস করলাম।

চমৎকার মন্তব্যটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৯| ২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৩

ভুয়া মফিজ বলেছেন: ফাকা মাঠে বিএনপি আওয়ামী লীগ হয়ে ওঠার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে!!! B-)

২৭ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:২৪

শাহিন-৯৯ বলেছেন:

ফাকা মাঠে বিএনপি আওয়ামী লীগ হয়ে ওঠার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে!!!
এটা আমাদের জাতীয় ঐতিহ্য, সহজে যাবে না।
বিএনপি শুধু সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নিয়ে ঐমত্যে আসলেই হবে তখন নির্বাচন দিয়ে দিক, উচ্চ কক্ষ যেভাবে বলা হয়েছে ঐভাবে থাকলে আর যা হোক কেউ স্বৈরচারী আইন পাশ করতে পারবে না। উচ্চ কক্ষে কেউ সংখ্যাগরিষ্ট পাবে না।


১০| ২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভাল থাকার ব্যাখা সবার দৃষ্টিভঙ্গিতে আলাদা, যেমন- খুনি হাসিনার আমলে যারা হালুয়া রুটি খেয়ে অভ্যস্থ বা অঢেল কামিয়েছে তারা হাসিনার আমলই একমাত্র ভাল থাকবে বলে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে।

ক্লিয়ার?

হাসিনা কে খুনী বলছেন কেন? সে আবার কখন খুন করলো? কাকে খুন করলো?

২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৩

শাহিন-৯৯ বলেছেন:


হাসিনা কে খুনী বলছেন কেন? সে আবার কখন খুন করলো? কাকে খুন করলো?
কথা ঠিক!! আসলে কখন খুন করলো? হুমকদাতা খুনি হয় না!!
যে দিন চোখ থেকে লীগের চমশা খুলে খালি চোখে বাংলাদেশেকে দেখতে পারবেন সেদিন কিছুটা হলেও বাস্তবতা বুঝতে পারবেন কিন্তু আমার ধারণা সে সম্ভবনা নেই কারণ লীগ সমর্থকরা কখনো অনুশোচনা, আত্নসমলোচনা শব্দগুলো শিখেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.