![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের পরাজয় বলতে কিছু নেই, পরাজিত বলতে যা দেখি তা হল কুচক্রিদের সাময়কি সাফল্য, সত্যের জয় চিরন্তন
ছবি-নেট:
বাংলাদেশের রাজনীতিতে এখন হট টপিক হচ্ছে বিএনপি আর জামায়াত!! ফেসবুকে তাদের ফাউল পোস্ট আর মিথ্যা তথ্যে ছেয়ে আছে। আমি ব্লগারদের কাছে যদি প্রশ্ন করি- গণতন্ত্রের ভিত্তি হচ্ছে ভোট, সেই ভোটের রাজনীতিতে কি বিএনপির সাথে জামায়াতের তুলনা চলে? আমি নিশ্চিত আপনারা বলবেন- না, কারণ জামায়াত সাংগঠনিক দিক থেকে বিএনপির সম পর্যায়ে কিন্তু ভোট ব্যাংক? অনেক পিছিয়ে।
যে দুইটি নির্বাচন দলগুলো এককভাবে করেছে যেগুলো যদি তাহলে জামায়াত ১৯৯১ সালে ১২%+ (১৮ আসন) কাছাকাছি, ১৯৯৬ সালে ৮.৫%+ (৩ আসন )কাছাকাছি। এখন কত শতাংশ হতে পারে? আমার ধারণ ১৫-১৭%, আপনার ভিন্ন মত থাকতেই পারে। তাহলে বিএনপি কেন জামায়াত ইস্যু নিয়ে এত হাউকাউ?
আসুন কিছু কারণ খুঁজি-
জামায়াত নিয়ে বিএনপির প্রধানত মাথা ব্যাথার কারণ হচ্ছে জামায়াত ইসলামী দলগুলো নিয়ে একটি রাজনৈতিক প্লার্টফর্ম তৈরি করতে চাচ্ছে এবং তা অনেকটা এগিয়ে গেছে, (বিএনপির সেই সব দলের সাথে যোগাযোগ আলাপ বৈঠক সেটা আরো দৃঢ় হয়) জোট যদি হয়ে যায় তখন ভোটের হিসার প্রায় ২৫%+ দাঁড়াবে!! তখন বাংলাদেশের রাজনীতিতে বিশাল একটা পরিবর্তন আসবে (সেটা ভাল হবে কি মন্দ হবে তা আলোচনায় আনছি না) আপনি ধর্মীয় দলগুলোকে যেভাবে দেখেন না কেন তারা একটা বিষয় বিএনপির চেয়ে সবচেয়ে এগিয়ে থাকবে তাহলে দখল, চাঁদাবাজি এই সব তারা অনেক কম করবে অনেক ক্ষেত্রে তা শূণ্য হবে। এই সব বিএনপির জন্য খুব সুখকর হবে না ভবিষ্যতের জন্য অনেক চ্যলেন্জ আসবে পদে পদে।
ইসলামি দলগুলোর যখনই ভোট এক বাক্সে আসবে তখন সুইং ভোটারদের একটা অংশ তাদের ভোট দিবে কারণ বিএনপির অতীত তাদের কাছে অতটা ভাল নয়, মন্দের ভাল হিসাবে অনেকে বিএনপিকে বেছে নিতো।
বিএনপি মনে হয় চেষ্টা করছে যাতে জোট না হয় এই জন্য হয়তো কিছু ইসলামি দল একটা ভাল প্রস্তাবও পাচ্ছে, দেখা যাক কি হয় সামনে।
আমার চারিদিকের একটা গল্প দিয়ে লেখাটা শেষ করি, আমি ব্লগে থাকি, বই চেয়েচিন্তে পড়ি এটা কাছের সবাই জানে তাদের ধারণা আমি অনেক কিছু খোঁজখবর রাখি কিন্তু আমি তো জানি আমার দেীঁড় কতদূর!! তাদের এখন কমন প্রশ্ন জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে কি হতে পারে দেশে? আমি যে যেমন তাকে তেমন উত্তর দিয়ে দেই। আসলে জামায়াত ক্ষমতায় আসলে কি হতে পারে? আপনার ধারণা কি? বাংলাদেশ আবার পূর্ব পাকিস্থান হয়ে যাবে?
একজনকে একটু মজা করে বলেছিলাম- জামায়াত ক্ষমতায় আসলে সবচেয়ে আলোচিত যেটা হতে পারে তা হল- পাকিস্থানের সাথে সামরিক চুক্তি হতে পারে অনেকটা ন্যাটো স্টাইলে, এমনকি কিছু ফটাস বোম ভারতকে ভয় দেখাতে এখানে আনতে পারে? সে বলল-সত্যিই!! আমি বললাম- হতে পারে!! হাসি হাসি মুখে বলল- তাহলে তো ভাল হয়, ভারত তখন আর বেশি লাফাবে না!! আমি বললাম- এর বিপরীত কিন্তু অনেক সমস্যা সামনে এসে দাঁড়াবে!! মুখ কালো করে বলল- কি সমস্যা? বললাম- আর একদিন বলবো।
চীন আর পাকিস্থান খুব করে চাচ্ছে এই সরকারের আমলেই একটা চুক্তি হোক, যে চুক্তির মাধ্যমে ভারতের কাছে আর বাংলাদেশ ঘেষবে না আমার ধারণা সেদিকেই যাচ্ছে, অনেকগুলো হিসাব তাই বলে।
লেখাটি আমার সল্প জানা থেকে লেখা অতএব ভুল হওয়ার সম্ভবনা ১০০%।
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১২
শাহিন-৯৯ বলেছেন:
সব ইসলামি দল এক হলে সেটা বিএনপির জন্য ভয়ের কারন
এই একটি বিষয় ছাড়া জামায়াত বিএনপি জন্য ভোটের রাজনীতিতে হুমকি নয়।
কিন্তু হেফাজত, ইস্লামি ঐক্য জোট, চরমোনাই এরা কখনো জামাতের সাথে জোট করবেনা।
কখনো শব্দটি রাজনীতি চলে না, জামায়াত মুক্তিযোদ্ধের বিরোধী জেনেও লীগের সাথে শুধু ভোটের ব্যলেন্স করতে বিএনপি জামায়াতের সাথে জোট করেছিল অতএব অসম্ভব বলে কোন কথা নেই।
২| ২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৯
কামাল১৮ বলেছেন: ন্যাটো আমেরিকার নেতৃত্বে ইউরোপকে রক্ষার জোট।বেশির ভাগ খরচ আমেরিকাই বহন করে।ভারতের সাথে যুদ্ধ লাগলে কাকে কে রক্ষা করবে।
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৩
শাহিন-৯৯ বলেছেন:
আপনি সম্ভবত এখনো অনেক পিছিয়ে বর্তমান সময় থেকে।
৩| ২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৯
অপু তানভীর বলেছেন: আপনার লেখা অবশ্যই ভুল হওয়ার সম্ভবনা আসলেই ১০০%। বাংলাদেশে কখনই জামাত বা ইসলামী দলগুলো ক্ষমতায় আসবে না। তাদের সিটের সংখ্যা সব মিলিয়ে ১০/১৫টা হয় কিনা দেখেন। একটা ব্যাপার সবাই ভুলে যাচ্ছেন যে দেশের অর্ধেক ভোটার নারী। আর বিশ্বাস করেন শিক্ষিত নারী কখনই ইসলামী দল বা জামাতকে ভোট দিবে না।
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৬
শাহিন-৯৯ বলেছেন:
ইসলামী দলগুলো এই মুহূর্তে ক্ষমতায় আসবে না সেটা সবাই বুঝে কিন্তু তারা যে রাজনীতিতে বড় প্রভাব বিস্তার করতে চলেছে তা জনাব ফখরুল স্যারের চোরমোনাই অফিসে গিয়ে দুই ঘন্টা আলোচনা প্রমাণ করে।
৪| ২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: বর্তমানে সবচেয়ে ভালো অবস্থানে আছে জামায়াত। ভোট ব্যাংক বিএনপির মতো না থাকলেও বৈষম্যবিরোধীরা যেহেতু তাদের পছন্দ করছে, ওরা দল করলে এবং অন্য ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিয়ে ক্ষমতায় যেতেও পারে। বিএনপির তৃণমূল পর্যায়ের কাজকর্মে জনগণ বিরক্ত হয়ে আছে। নির্বাচন যত পেছাবে, ততই দলটা জনপ্রিয়তা হারাবে।
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৯
শাহিন-৯৯ বলেছেন:
বিএনপির তৃণমূল পর্যায়ের কাজকর্মে জনগণ বিরক্ত হয়ে আছে। নির্বাচন যত পেছাবে, ততই দলটা জনপ্রিয়তা হারাবে।
এটা ১০০% সঠিক আমার চোখে।
তবে জামায়াত ক্ষমতায় আসবে না, তবে তারা একটা প্রভাব বলয় তৈরি করতে চাচ্ছে, অনেকটা এগিয়েও গেছে। জামায়াত ক্ষমতায় আসলেও তিনমাস টিকে থাকা মুশকিল হবে।
৫| ২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: আমি সাধারণ মানুষের সাথে যা মিশেছি আপনার এনালাইসিসে তার প্রতিফলন ঘটেনি।
চাদাবাজীর কারণে মানুষ বেশ বিরক্ত।
হামলা, আতংক এটাও একটা সমস্যা।
আস্থা বিশ্বাসের ঘাটতিও একটা সমস্যা।
সবচেয়ে মজার ব্যাপার, শিক্ষিত অশিক্ষিত, অজপাড়া গাঁয়ের মানুষও ইউটিউব ফেসবুকের দর্শক। বিশেষত আলীগ সরকারের সময় থেকে এই ধারাই অভ্যস্ত।
যাহোক, আগামীতে জনমত গঠনে অনলাইন মিডিয়া বিরট একটা ভূমিকা রাখবে। যা আনেক হিসাব নিকেশ পরিবর্তন করে দিবে।
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২১
শাহিন-৯৯ বলেছেন:
আপনার চোখে কারা এবার ভাল করতে পারে বা পুরাতন গুলোর বাহিরে কারা চমক নিয়ে আসতে পারে?
৬| ২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের দেশের লোক বিএনপি এবং আওয়ামীলীগের অতীত কৃতকর্ম দেখার পরেও এদেরকে ভোট দেয়। যে কারণে দেশের অবস্থা ৫৪ বছর ধরে একই রকম। জনগণ না বদলালে দেশ বদলাবে না। দেশের অসংখ্য বুদ্ধিজীবী (তথাকথিত) আওয়ামীলীগকে সমর্থন করেছে এবং করে। তাহলে এই দেশের পরিবর্তন কিভাবে হবে। হাসিনাকে ভোট দেয় শেখের বেটি বলে আর খালেদা জিয়াকে ভোট দেয় হয় চেহারা দেখে নয়তো জিয়ার বউ হিসাবে। শিক্ষিত লোকেরাও একই কাজ করে। তাই দেশ কিভাবে পরিবর্তন হবে।
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২২
শাহিন-৯৯ বলেছেন:
এবার চমক থাকবে কম হোক বা বেশি, তবে আমার ধারণা বিএনপি ক্ষমতায় আসবে তবে নিরুঙ্কুশ যে ক্ষমতা তা পাবে না।
৭| ২৮ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিএনপি এবারও জামাতও ইসলামী দলগুলোর সাথে জোট করবে।
নৈলে আলীগকে ঠেকানো কঠিন হবে।
মির্জা ও তারেক সাহেব এটা ভালোই বুঝেন।
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৩
শাহিন-৯৯ বলেছেন:
লীগ ও জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে বলে মনে হয় না।
৮| ২৮ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৬:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভারতের প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীরও বড় ইউনূছ সাহেবকে ২৭ দিন বিলম্ব করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু কেন এই বিলম্ব?
মিস্টার মোদীর অফিসে কি কোন ক্যালেন্ডার ছিল না। পুরাতন ২০২৪ বছর শেষ হয়ে যে নতুন ২০২৫ বছর চলে এসেছে এটা কি তিনি লক্ষ্য করেন না?
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৫
শাহিন-৯৯ বলেছেন:
রাজনীতিতে চমক আসছে-----
একটু অপেক্ষা।
৯| ২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩২
রাসেল বলেছেন: শুধু ফেসবুক না, প্রায় সকল গণমাধ্যম গুজব ছড়াচ্ছে। ফলে কোনো শক্তি যদি ভালো কাজ করে, সেটার উপর আমরা আস্থা রাখতে পারছি না। যারা গুজব ছড়াচ্ছে, তারা শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য ছড়াচ্ছে না, অবশ্যই ব্যক্তিগত লাভ অর্জন এবং জাতীয় স্বার্থ নষ্ট করার জন্য এই কাজ করছে।
একটি গুজব হল, বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তানে পরিণত হবে। পাকিস্তানি জনগণ এখনো বাংলাদেশের মানুষের সাথে অহংকার প্রদর্শন করে, পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র। বাংলাদেশের রাজনীতিবিদরা পাকিস্তানের সাথে একীভূতকরণ চাইবে না, কারণ এতে তাদের কোনো ব্যক্তিগত লাভ হবে না।
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২৯
শাহিন-৯৯ বলেছেন:
একটি গুজব হল, বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তানে পরিণত হবে।
এটা যারা বিশ্বাস করে তারা রাম ছাগল ছাড়া কিছুই নয়, সামরিক চুক্তি আর কিছু ব্যাণিজ্যিক চুক্তি হতে পারে, এই হবে বড়জোর।
১০| ২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২১
রাজীব নুর বলেছেন: জামাত এবার অনেক আশাবাদী। তারা এতটাই আশাবাদী যে বিএনপিকে পেছনে ফেলে তারা এগিয়ে যাবে। জামাত এরকম দিনের জন্য ৬০ বছর ধরে অপেক্ষা করছে।
জামাত মূলত জল্লাদ। এরা দেশের জন্য ক্ষতিকর।
২৮ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩০
শাহিন-৯৯ বলেছেন:
আপনি নিচিন্ত থাকুন জামায়াত ক্ষমতায় আসবে না, কিন্তু তারা রাজনীতিতে একটা বড় প্রভাব বলয় তৈরি করতে চাচ্ছে যা লীগের জন্য অশনি সংকেত।
১১| ২৮ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন:
লীগ ও জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে বলে মনে হয় না।
সেটা হলে কি নিরপেক্ষ নির্বাচন হবে?
সেই নির্বাচন তো রাতের ভোটের চেয়েও খারাপ হবে।
সারা পৃথিবীর লোক সেই নির্বাচনকে গ্রহণ করবে কি?
২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫১
শাহিন-৯৯ বলেছেন:
নাৎসী বাহিনীর মত স্বৈরাচারীরা নির্বাচন করলো কি করলো না তা গনতন্ত্র বিশ্বাসীদের কাছে তা বিবেচ্য নয়।
১২| ২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩০
নীল আকাশ বলেছেন: হেফাজত, ইস্লামি ঐক্য জোট, চরমোনাই এরা কখনো জামাতের সাথে জোট করবে না।
দিন শেষে এরা কেউ একে অপরকে সহ্য করতে পারে না ।
বিএনপির বর্তমান নেতাদের আচরণ আমার কাছে এখন ভালো লাগছে না।
দেখে মনে হচ্ছে বহু বছরের অভুক্ত, গলা হা করে বসে আছ..
২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫৬
শাহিন-৯৯ বলেছেন:
হেফাজত, ইস্লামি ঐক্য জোট, চরমোনাই এরা কখনো জামাতের সাথে জোট করবে না।
এতদিন এরকমই জানতাম কিন্তু আলোচনা নাকি বেশ এগিয়েছে।
অনেক দিন পর ব্লগে উঁকি দিয়েছেন, নিয়মিত হোন আপনারা না থাকলে পানসে লাগে ব্লগ।
১৩| ২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৩
পথিকের পাঁচালী বলেছেন: জামাতের ইতিহাস হল দালালীর ইতিহাস। দালালী ওদের মজ্জাগত। ওরা ব্রিটিশের দালালী দিয়ে শুরু।অতঃপর আইয়ুব, ইয়াহিয়া,জিয়া, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা সবার দালালী করেছে। এখন আছে পোলাপানের সাথে।
১৪| ২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৪
পথিকের পাঁচালী বলেছেন: জামাতের ইতিহাস হল দালালীর ইতিহাস। দালালী ওদের মজ্জাগত। ওরা ব্রিটিশের দালালী দিয়ে শুরু।অতঃপর আইয়ুব, ইয়াহিয়া,জিয়া, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা সবার দালালী করেছে। এখন আছে পোলাপানের সাথে।
২৮ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪
শাহিন-৯৯ বলেছেন:
এক রকম একটা দালাল সাথে কি বিএনপির জোট করা উচিত হয়েছিল?
১৫| ২৮ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:১০
ধুলো মেঘ বলেছেন: জামায়াত কোনদিন যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেও - ছয় মাস বড়জোর এক বছরের বেশি টিকবেনা। দূর্নীতি হল এদেশে সরকারী কর্মকর্তা আর চাঁদাবাজি হল এই দেশে রাজনৈতিক নেতাদের আয়ের সবচেয়ে বড় উৎস।। জামায়াতের কথাবার্তায় স্পষ্ট যে সরকারে গেলে আর কিছু না হোক - এই দুটি তারা বন্ধ করবেই। আর সেটা হলে এই দুই ব্যবসার সুবিধাভোগিরা কি চুপচাপ বসে থাকবে? জামায়াত কেন, কোন দলেরই ক্ষমতা নেই এই দুই গ্রুপের সহায়তা ছাড়া ক্ষমতায় টিকে থাকে।
তাই ক্ষমতায় যাবার ইচ্ছে থাকলে জামায়াতের উচিত আগে বিরোধী দলে থেকে যতটা সম্ভব দেশে প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কার এসেছে - সেটা নিশ্চিত করা।
২৮ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬
শাহিন-৯৯ বলেছেন:
তাই ক্ষমতায় যাবার ইচ্ছে থাকলে জামায়াতের উচিত আগে বিরোধী দলে থেকে যতটা সম্ভব দেশে প্রশাসনিক ও রাজনৈতিক সংস্কার এসেছে - সেটা নিশ্চিত করা।
আমি যতটুকু জানি তা হলো তারা আলাদা একটি সংস্কৃতি প্লার্টফর্ম তৈরি করছে। প্রশাসনে বা মিডিয়ায় তাদের বেশ প্রভাব আছে বলে মনে হচ্ছে না বাংলাদেশ টেলিশন বা বেতারে তাদের নিউজ নিয়মিত হওয়ার কথা নয়। (নেতাদের বক্তব্য)
১৬| ২৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৭| ৩০ শে জানুয়ারি, ২০২৫ ভোর ৫:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভুলে গেলে চলবে না বাংলাদেশে কম করে হলেও আড়াই কোটি কঠিন আলীগ সাপোর্টার আছেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব ইসলামি দল এক হলে সেটা বিএনপির জন্য ভয়ের কারন কিন্তু হেফাজত, ইস্লামি ঐক্য জোট, চরমোনাই এরা কখনো জামাতের সাথে জোট করবেনা।