নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভদ্রতার মানে এই না যে তাঁর ভেতরে ছেড়ে দেয়ার যথেষ্ট অন্ধকার স্বত্বা নেই! ভদ্রতা দিয়ে সেই অন্ধকারকে মানুষ সংযমে রাখে।প্রতিকূল পরিবেশের সাপেক্ষে তাই আমরা সবাই ভদ্রতার ভান করি।আমিও তাঁদের মাঝে একজন!!

শাহিন মিশু

লাফ দিলেই পাখি হওয়া যায়না,উড়তে গেলে পাখা লাগে!

শাহিন মিশু › বিস্তারিত পোস্টঃ

নকলের উপর পুরষ্কার :P

০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৪

সকলের জন্য ডিম পোজ।আরেকটি 3D কপি করে আঁকার আপ্রাণ চেষ্টা।
মাধ্যমঃকালার পেন্সিল,রাবার, 2B পেন্সিল, কাগজ ও ১ জন এমেচার আমি :P
সোর্সঃ ইউটিউব।

আমার জীবনে এই প্রথম পুরষ্কার নামের জিনিষটির ডিজারভ হয়েছি নকল করে ছবি একে,তাও আবার প্রথম নির্বাচিত !
পুরষ্কারের আস্বাদনটা অনেক পরে এসেও অনুভব করলাম,এর স্বাধ অতীব মিষ্ট!!! B-) B-) ;)









মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৬

শায়মা বলেছেন: মানুষ দেখে দেখেই শেখে!

শেখার জন্য স্কুল লাগবে আমি এটা কোনোমতেই মানতে রাজী নই।

একাডেমিক্যালী শেখার কিছু সুবিধা আছে বটে তবে ইচ্ছা থাকলে সবই শেখা সম্ভব!

আর সুযোগ থাকলে তার সৎ ব্যবহার করে ফেলাটাই জীবনের আনন্দ! :)

০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২০

শাহিন মিশু বলেছেন: আপনাকে এত্তোগুলা ধন্যবাদ!!

২| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৮

শাহিন বিন রফিক বলেছেন: কিভাবে করলেন আমাদের যদি একটু শিখাতেন, বা ভিডিওটির লিংক দিতেন খুব ভাল হত। এই ছবিগুলো দেখে মনে হচ্ছে জুয়েল আইচ এর জাদু হয়েছে এখানে।

০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫০

শাহিন মিশু বলেছেন: :D :D :D :D
https://www.youtube.com/watch?v=TsvEcVLmAxM

লিঙ্ক দিলাম।অতি দ্রুত শিল্প দেখার অপেক্ষায় থাকলাম,মিয়া ভাই।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: শিক্ষা যে ভাবেই আসুক, তা সে শিক্ষা। আপনার প্রচেষ্টা দেখে ভাল লাগল।
শুভ কামনা রইল।

০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫১

শাহিন মিশু বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ,ভাই এপ্রিশিয়েট করার জন্য!

৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: সুন্দর।
শিখতে ইচ্ছা করছে।

০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২

শাহিন মিশু বলেছেন: ;)

৫| ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৮

শাহিন বিন রফিক বলেছেন: ধন্যবাদ লিংকটি দেওয়ার জন্য।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: এটাতো ম্যাজিক দেখায়ে দিলেন! ধন্যবাদ। দেখা যাক আপনার ঝুলিতে আর কি কি ভেলকি রয়েছে! অনেক শুভকামনা।

০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

শাহিন মিশু বলেছেন: লজ্জায় ফেলে দিলেন,ভাই!! :`>

৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১০

নূর-ই-হাফসা বলেছেন: নিজে আঁকতে পারিনা । অন্য দের গুলো দেখতে ভালো লাগে ।
ভীষণ ভালো হয়েছে আঁকা গুলো ।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮

শাহিন মিশু বলেছেন: ধন্যবাদ আপনাকে। ইউটিউবের মত মিডিয়া থাকতে না আঁকতে পারার কি আছে,আপু? ট্রাই করতে থাকেন আমার মতই পেরে যাবেন!

৮| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২৩

সুমন কর বলেছেন: দারুণ !! কিভাবে যে এইসব পারেন !! +।

০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২২

শাহিন মিশু বলেছেন: দেখে দেখে কি না পারা সম্ভব!?

৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৮

মনিরুল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০২

শাহিন মিশু বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.