নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ স্কয়ার থেকে নেতা না পাওয়া গেলে যে কোন ভাবে উঠে আসবে একজন দিক নির্দেশক

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

আমি নেতার জন্য লেখা দিয়েছিলাম কিন্তু মন্তব্য দেখে বুঝলাম নেতার দরকার নেই । আমরা সবাই নেতা .............

তারপরও কথা থেকে যায় । আগের লেখাটি সরিয়ে নিয়ে একটা নতুন ভূমিষ্ট কবিতার মত কিছু একটা সাপটে দিলাম ।



তিউিনিসিয়া, বেনগাজী, মিশরের আন্দোলনকারীদের একজন কিন্তু কান্ডারী ছিলেন ....যার নেতৃত্বে মাঝি-মাল্লারা বৈঠা মেরে ছিল ...লগি নয় ।



তারপর ও একটা নেতা চাই........





প্রবেশ নিষেধ...





খুব পিপাসার্ত........শীতার্ত ...

মাথা গুজতে চাই কোথাও

ক্ষনিকের নয়....সারাক্ষন

ব্যর্থ....হতাশ......ক্লান্ত

ফিরে যাই নিজ ঘরে

পর্যবসিত কিছুই হয় না

অন্য কোথাও উড়ে যাই

শিকারীর ফাঁদে জড়িয়ে যাই

অথবা বিষটোপ...অপেক্ষা করে আমার জন্য

সীমানা একে দেয়া আছে

প্রবেশ নিষেধ.....

আমি চিরতরে শেষ হয়ে যাই ।।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

দ্য গডফাদার বলেছেন: আমি ম: খা অথবা ......কামুরল..এর নাম প্রস্তাব করছি
অথবা মহিলা হলে সাজেদা চেীধুরি কেমুন হবে ?

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

মুক্তির মিছিল বলেছেন: আপনি কোন নেতা চাচ্ছেন-সাজেদা চৌধুরী, হানিফ, মায়া, হাজী সেলিম, ডা ইকবালদেরমত কুখ্যাত নেতা?

ভাইরে, নেতা চাইনা-চাই রাজাকারদের ফাঁসি।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

খুব সাধারন একজন বলেছেন: নেতা হওয়ার যোগ্যতা তো ড. মুহম্মদ জাফর ইকবাল স্যারের মধ্যেই দেখি।


আর কাউকে নেতা বানাতে হলে তাঁর মতই গ্রহণযোগ্যতা থাকতে হবে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

শাহীন ভূইঁয়া বলেছেন: Perfect but may be now he is stay in Sylhet.....

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

ফিরেদেখা বলেছেন: আমরা সবাই নেতা-নতুন করে নেতা নামের কোনো দালালের মুখ শাহাবাগ চত্বরে দেখতে চাইনা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

শাহীন ভূইঁয়া বলেছেন: Who will be leader must be unknown

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

জিয়া চৌধুরী বলেছেন: অনলাইন একটিভিষ্টদের নেতা একজনই

অমি রহমান পিয়াল।

বাদ বাকিদের কথা জানিনা। উনিই সুনিশ্চিত ভাবে পথ দেখিয়েছেন এতদিন। লড়ে গেছেন। সংগঠিত করেছেন।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

সবখানে সবাই আছে বলেছেন: আমরা সবাই আজকে রাজা।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

কালবৈশাখীর ঝড় বলেছেন:
কোন দৃশ্যমান নেতা দরকার নেই
মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু নেপত্থে নেতৃত্ব দিচ্ছেন, ব্লগারদের একটি প্যানেল নেতৃত্ব দিচ্ছেন।

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

রাহী আবদুল্লাহ বলেছেন:
এই আন্দোলনে নতুন কোন নেতা দরকার নেই।

মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুও ওখান থেকে সরে দাড়ালে সাধারন আন্দোলন কারীরা খুশী হবেন। কারন, নাসিররুদ্দিন ইউসুফ, সৈয়দ সামশুল হক গং ছাড়াই এই আন্দোলন দেশ ব্যাপী বিস্তারলাভ করতে সক্ষম হয়েছে-চুড়ান্ত সাফল্য এখন সময়ের ব্যাপার মাত্র।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

বিবর্তনবাদী বলেছেন: ভাই নেতা খোজার দরকার নাই। নেতৃত্ব দেওয়ার মত কেউ এই সময়ে থাকলে এমনিতেই উঠে আসবে। নেতা খুজতে গেলে দালাল ধরা পরবে।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

মরমি বলেছেন: সময়ই নেতা তৈরী করে । প্রবীন সাংস্কৃতিজন,মুক্তিযোদ্ধা,প্রগতিশীল ও মুক্ত চিন্তার মানুষ এর নেপথ্যে আছেন। গতানুগতিক নেতার প্রয়োজন নেই,প্রয়োজন সতর্কতার।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

গন্ধহীন দুর্গন্ধ বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন। আপনে, আমি, হাজার হাজার মানুষ , সবাই নেতা। পারবেন না নেতৃত্ত্ব দিতে।?

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: নেতা দিয়া কি হইব? X(( X( আমরা সবাই নেতা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

শাহীন ভূইঁয়া বলেছেন: hmm

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

শাহীন ভূইঁয়া বলেছেন: I may proposed a name for Professor Abu Syed Sir

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০০

বিবর্তনবাদী বলেছেন: এইসব নাম প্রোপজের ঠেলায় অন্যরা রাজনীতির সুযোগ পায়। নেতা খুজে আনতে হয় না, সময় হলে উঠে আসবে। বঙ্গবন্ধু, ভাসানীএদের খুজে আনতে হয় নাই। যাদের খুজে আনা হয়েছিল রান্নাঘর বা বিদেশ থেকে তারাই আজ আমাদের বোঝা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.