![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না
কয়েকদিন যাবত জামাত-শিবিরের সেই সব কর্মীরা এখন নিরব কেন? ভয় হচ্ছে আমার । ঝড়ের শুরুর আগে আকাশ-বাতাস নীরব হয়ে যায়। তারপর গর্জে ধেয়ে আসে । তেমন কোন পরিকল্পনা আবার আটছেনা তো তারা নতুন করে । হতে পারে শাহবাগ স্কয়ারের আন্দোলনকারীদের ভেতর ওতপেতে আছে , সময় সুযোগ বুঝে ২১ আগষ্ট এর মত কিছু করে না বসে । তার কী নিরাপত্তা আছে আন্দোলনকারী জনতার ? পুলিশ এমনিতেই ভীত হয়ে আছে । আর সরকারই বা কী করবে ........তারাতো জামাতীর সাথে আত্মীয়তা করে বসে আছে ।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
শাহীন ভূইঁয়া বলেছেন: Without corruption doesn't make a Politician in Bangladesh....Al-Shahin
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
উদাসীফাহিম বলেছেন: jamat jekuno shomoy chubol ante paare.eder bissas nai.sotorko thakun shobai
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
হাবিব০৪২০০২ বলেছেন: বুয়েটের পোলাপান প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে ভিসি এবং প্রো-ভিসির বিরুদ্ধে আন্দোলন করে সফল হওয়ার হওয়ার পেছনে কিন্তু তাদের মূলত সাহস যুগিয়েছে আন্দোলনের মাধ্যমে ২ দুষ্কৃতকারীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিঃস্কারের ঘটনার সফলতা।
আমার মনে হয় শাহবাগের চলমান আন্দোলন সফল হলে সারা বাংলার জনতার মাঝে বুয়েটের সাহসী বীরদের মতোই দৃঢ় মনোবল ফিরে আসবে,”আমরাও পারি,আমরাও পারব বর্তমানে চলতে থাকা রাজনীতিবিদদের দুঃশাসনের হাত থেকে দেশকে বাঁচাতে“ তাই এখনই সময় নিরপেক্ষ দৃষ্টিতে বিষয়টি চিন্তা করে নিজের ভালোর জন্যই চলমান আন্দোলনকে সমর্থন করে সমস্বরে আওয়াজ তুলি "৭১ এ আল বদর,আল শামস্ ,শান্তি কমিটির ব্যানারে যারা পশুর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তাদের বর্তমান পরিচয় বুঝি না, সে যে রাজনৈতিক দলের অনুসারীই হোক কিংবা রাজনীতি করে না এই ধরনের লোকই হোক উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের সবার বিচার চাই"
সকল রাজাকারের ফাসি চাই তবে এ দায়িত্বটা বিচারপতিদের উপর ছেড়ে দেই আর মুক্তিযোদ্ধা , শহীদ পরিবার তথা সাক্ষীদের উৎসাহিত করি তারা যেন আদালতে গিয়ে সাক্ষী দেন।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
শাহীন ভূইঁয়া বলেছেন: আমাদের যে ধর্যৈ কম
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯
দেশপ্রেমিক পোলা বলেছেন: ওহে রাজনীতি ব্যবসায়ীরা এর পরবর্তী আন্দোলন আপনাদের দূর্নীতির বিরূদ্ধে। আগে থাকতে সজাগ হওয়া দরকার আপনাদের। দেখেন বুকে হাত দিয়ে কোন দূর্নীতির সাথে আছেন কি না। এবার জেগেছে তারুণ্য। যুদ্ধাপোরাধীদের ফাঁসির পর। সরকারের দুর্ণীতি নিয়ে আন্দোলন হবে।