নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

Khulna নগরীতে ইসলামী ব্যাংক এটিএম বুথে আগুন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩

Ref. Local news paper" The Daily Purbanchal"



স্টাফ রিপোর্টারঃ মহানগরীতে ইসলামী ব্যাংকের অটোমেটেড টেলর মেশিন (এটিএম) বুথে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে ইসলামী ব্যাংকের এটিএম বুথে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ২০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, একদল মোটর সাইকেল আরোহী যুবক শিববাড়ির মোড়ে ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দ্রুত চলে যায়। পরে ফায়ার সার্ভিস সেখানে গিয়ে এক্সটিঙ্গুইসার (অগ্নিনির্বাপক গ্যাস) ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনার কোন খবর থানাকে দেয়নি ব্যাংক কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিসের বয়রাস্থ আঞ্চলিক কার্যালয়ের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটিএম বুথে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। তদন্ত কাজ শেষ হলে নিশ্চিত হওয়া যাবে কিভাবে আগুন লেগেছে।

ইসলামী ব্যাংক কেডিএ শাখার ম্যানেজার বি এম হাবিবুর রহমান অগ্নিকান্ডের সত্যতা স্বীকার করে বলেন, এটিএম বুথ থেকে কোন টাকা লুট হয়নি। বুথের বেশ কিছু ক্ষতি হয়েছে। কে বা কারা এ আগুন লাগিয়েছে তা’ তিনি নিশ্চিত নন।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৬

সবাক িনর্বাক বলেছেন: এরা জনতা নাকি ৭১-৭৫ এর ব্যাংক লুটেরাদের উত্তরসুরীরা?........................এক শালাও পার পাবেনা, ভারত হব সবার বাড়ি................

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

শাহীন ভূইঁয়া বলেছেন: বাচাঁ গেল পাকিস্থান বলেননি...............

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: কি যে শুরু হলো।

তবে সত্যের জয় হবে নিশ্চয়।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৩

মাসরুর প্রধান বলেছেন: কিছু লোক থাকেই সব ঘটনার. মধ্যে নিজের. আখের. গোছাতে এসব আন্দোলনকারী দের উদ্দেশ্য. নয়।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮

ধমাধম বলেছেন: @সবাক িনর্বাক/ খালি আগুন দিছে, নাকি টাকা নিয়ে ভাগছে ?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

শাহীন ভূইঁয়া বলেছেন: NO cant

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১০

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: +++++++++++++++

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১০

ক্রস ফায়ার০০৭ বলেছেন: সরকার তার আখের গোচাতে ব্যস্ত তাই বামদের ব্যবহার করছে। ব্যাংকের এটিএম বুথে আগুন দেয়া কোন আন্দোলনের নিদর্শন নয়। এটা ডাকাতী। এটি শুধু জামায়াতের টাকায় কেনা নয়।দেশের সকল ব্যংক বাংলাদেশের জনগণের টাকায় পরিচালিত । যারা জনগণের সম্পত্তি লুট করে আজ শাহবাগে রুটি বিতরণ করে তাদের পক্ষ্যেই এধরনের কাজ করা সম্ভব নয়।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৬

শাহীন ভূইঁয়া বলেছেন: 100% correct.....thanks for commented

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

স্বপ্ন পথিক বলেছেন: শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আছি আন্দোলনের সাথে, আন্দোলনের কেউ কখনোই এই ধরনের Hot Head মার্কা কাজ করেনাই। ভেবে দেখেন, এই ইস্যুতে আন্দোলন নষ্ট হলে লাভবান হবে কারা... :|

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭

শাহীন ভূইঁয়া বলেছেন: Rajakar Ra

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.