![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না
বছর দশেক আগে খুলনা শহর থেকে চুকনগর হয়ে খর্ণিয়া নামক জায়গায় বাইক চালিয়ে যাচ্ছিলাম । কিন্তু এবড়ো থেবড়ো ভাংগা রাস্তা বাইক চালানো সমস্য হচ্ছিল । পরে চিন্তা করে পথিমধ্যে একজায়গা থেকে বিশাল ওজনের মেদওয়লা আরেক বন্ধুকে নিয়ে সেই জায়গায় পৌছেছিলাম । ওকে নামিয়ে দেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করে কেন বেহুদা তাকে সময় নষ্ট করলাম তার । প্রতিত্তরে ওকে বল্লাম দোস্ত তোকে আমি বাটখারা হিসেবে নিয়ে গেছিলাম । মনে কিছু করিসনে। তো বাংলাদেশের বড় দল আওয়ামী লীগ ও বিএনপি বিভিন্ন সময়ে জামাতকে সাথে করে চলতে চায় যাতে সরকার গঠন বা অন্যান্য সুবিধে পাওয়া যায় । বর্তমান গণজাগরণের আন্দোলনকারীদের ক্ষমতাসীন দল ও তাদের সহযোগীদল যতই মঞ্চ গরম করুক না কেন জামাত থাকবে । এ মতামত আমার ব্যক্তিগত । আর এই মতমতের সাথে যখন আজ দেখলাম প্রথম আলোর সংবাদে তাতে অবাক হইনি । খবরটি নীচে সেটে দেওয়া হলঃhttp://www.prothom-alo.com/detail/date/2013-02-26/news/332139
ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার চিন্তা সরকারের নেই
সরকার কেবল যুদ্ধাপরাধীদের বিচার করবে। কোনো ধর্মীয় সংগঠন বা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার চিন্তাভাবনা সরকারের নেই। বরং ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা করবে।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর এক আলোচনায় এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো বিষয়ে সিদ্ধান্ত ছাড়া মন্ত্রীদের কথা বলতে নিষেধ করেন। সংসদে মন্ত্রীদের কম উপস্থিতির জন্য অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলে এসব জানা গেছে।
জানা যায়, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে কয়েকজন মন্ত্রীর আগাম বক্তব্যে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। বৈঠকে তিনি বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এমনকি আওয়ামী লীগের দলীয় ফোরামেও এ নিয়ে কোনো আলোচনা হয়নি। অথচ দিন-তারিখ দিয়ে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার আগাম বক্তব্য দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ কয়েকজন মন্ত্রী জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে বলে আগাম বক্তব্য দিয়েছেন।
বৈঠকে আলোচনা হয়, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে সরকার আদালতের নির্দেশনার বাইরে কিছু করবে না। নির্বাহী আদেশে বা সংসদে আইন পাস করে এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। আদালত কী সিদ্ধান্ত দেন, সে বিষয়টা দেখে সরকার পরবর্তী পদক্ষেপ নেবে। প্রধানমন্ত্রী তাঁর সহকর্মীদের বিচারাধীন বিষয়ে সংযত ভাষায় কথা বলতে বলেন। কারণ, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা-সংক্রান্ত একটি রিট মামলা ২০০৯ সাল থেকে উচ্চ আদালতে বিচারাধীন।
জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে কয়েকজন মন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, সময়ই বলে দেবে কী করতে হবে। জনমত পর্যবেক্ষণ করুন, বাস্তবতা দেখুন।
বৈঠক সূত্র জানায়, ধর্মভিত্তিক দলগুলোকে আন্দোলনের উসকানি দেওয়ায় তিনটি পত্রিকার বিরুদ্ধে প্রেস কাউন্সিল আইন অনুযায়ী ব্যবস্থা নিতে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, এসব পত্রিকার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিধান আইনে নেই। এ ক্ষেত্রে প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করতে হবে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সবকিছু আইনের দৃষ্টিতে দেখতে হবে। কোনো ব্যক্তি বা সংবাদপত্র অপরাধ করে থাকলে তার আইনগত দিক দেখে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন। তবে প্রধানমন্ত্রী এ কথাও বলেন যে কিছু বিষয় আছে, যা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য একজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া জামায়াতে ইসলামী যাতে ধর্ম ব্যবহার করে ফায়দা হাসিল করতে না পারে, সে জন্য মন্ত্রীদের নিজ নিজ এলাকার মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান বা ইমামদের সঙ্গে আলোচনা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
শাহীন ভূইঁয়া বলেছেন: Mr Nandanpuri your request has not been reached at Allah .....so I'm also hopeless . thanks for your commented
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
সাদা রং- বলেছেন: আমিন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
শাহীন ভূইঁয়া বলেছেন: subhanallah
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
অজানাবন্ধু বলেছেন: এদেশ আমাদের আমারা সবাই যেটা চাইব তাই হবে প্রয়োজন শুধু সচেতনতা আর ত্যাগ।
জয় বাংলা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
শাহীন ভূইঁয়া বলেছেন: But we have some youth as our by product always they are sinking ........it should be protect us ...thanks for comment and same feeling
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
মশিকুর বলেছেন:
এরকম হলে সত্যিই দুঃখজনক ব্যাপার হবে।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
শাহীন ভূইঁয়া বলেছেন: It would be our old cancer .....no way to remove? Dont know that clearly very much ...........yet hopping . Ok thanks for commented here
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
অনা-বিল বলেছেন: ততটুকুই হবে যতটুকু ক্ষমতাসীন দলের জন্য প্রয়োজন । দেশ আর দশের প্রয়োজন দেখার টাইম তাদের নাই ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২
শাহীন ভূইঁয়া বলেছেন: State owner actual our political leaders........and peoples are their pinpong ball ......till now many peoples has killed coz political reason but their no loss .......they pull and push to peoples and we dancing .....no more else. Thanks for comments
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৭
ফার্ুক পারভেজ বলেছেন: প্রবল সহমত
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
শাহীন ভূইঁয়া বলেছেন: thanks for comments
১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
দর্পন বলেছেন: আমার আছে আওয়ামী লীগ খুব ভয়ানক একটা বাকশালী দানব , তারপরও বলছি ।
জামাত নিষিদ্ধ করলে আমি রোজা রেখে শেখ হাসিনার আয়ু বৃদ্ধির জন্য দোয়া করবো এবং আমি ভোট কেন্দ্রে যাব না, যাতে আওয়ামী লীগের বপক্ষে ভোট না দিতে পারি ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯
শাহীন ভূইঁয়া বলেছেন: Its may be your personal opinion but don't avoid injustice......you just think you victim by any violence and this period was at 1971 war . Ok thanks
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
মুনতাশীর বলেছেন: আওয়ামী লীগ সরকার চাইলেই জাতীয় সংসদের মাত্র ৫ মিনিটে জামায়াত শিবির নিষিদ্ধ করতে পারে-কিন্তু আওয়ামী লীগ সরকার কখনোই তা করবেনা-কারন, আওয়ামী লীগের অস্তিত্ব অনেকটাই নির্ভর করে জামায়াতের বিরুদ্ধে বক্তৃতা বিবৃতি দিয়ে জনগনকে বিভ্রান্ত করতে পারার উপর।
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪
শাহীন ভূইঁয়া বলেছেন: Yes they can do anything agst Jamat but every political party is a business center and normally business owner wants always income........But public is only their working capital. And you know Bangabandu and Ziaur Rahman killing cases also a capital for AL & BNP .thanks for commented
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
নন্দনপুরী বলেছেন: হে আল্লাহ..........জামাত শিবিরের হাত থেকে ইসলাম ও দেশকে বাচাও