নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সাইদীর ফাসির আদেশে যাদের চোখে ....জল এসেছে ...শুধু তাদের জন্য এই ব্লগটি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

......................দেলু কেন ফাসীর আসামী ................



চামচা-১-# তু..তু...তু...তুতু ..তারা দেলু মিয়া খাইছে ধরা

দেলুঃ- এই বেয়াদপ ব্যাটা দেলু আবার কে রে? মাথায় টুপি দিয়া ইন্ডিয়ার সিনেমার গান গাও আবার....নাউজুবিল্লা নাউজিবুল্লা.............



চামচা-২# ভাইজানেরা সইরা খাড়ান , মা বোনেরা তালি বাজান



দেলুঃ এই ব্যাটা তুই ও ছন্দ মিলাইয়া গান গাইতাছো তোগো মনে কী এতই রস আইছে? ব্যাটা নাফারমানি শুরু করছো ? এইখানে মাহফিলে আইসা গান জুড়ছোস।



চামচা-১# ( হাসতে হাসতে ) হুজুর আপনার লগে সারাডা জীবন কাটাইছি কিন্তু মনডায় এহন যেন কেমন কেমন লাগে বুঝতে পারি না । কেন জানি কারন ছাড়া মনটা আনন্দে ফাল পারত্যাছে ।



দেলুঃ বলো কী সের আনন্দ?



চামচা-১# হুজুর সরম লাগে .......কইতে .....আপনে কেমনে হিন্দুগো জোর কইরা হিন্দু থেইকা মুসলমান বানাইছিলেন ? ওগো কী খৎনা করাইছিলেন ?



দেলুঃ ওই ব্যাটা মুসলমান যে কেউ হইতে পারে.....খালি কলমাটা পড়লেই হইলো ।



চামচা-২# হুজুর ঠিকই কইছে ...হুজুরের তুলনা হয়না ...দেহস না হুজুরের ক্যাসেট কেমনে শেষ হইয়া যায় বাজারে ছাড়লেই ..........



(চামচা-১ চামচা -২ কে বলছে খোশমেজাজে )

কাইলকা রাতে হুজুরের বাসায় হেব্বি একটা হিন্দি সিনেমা দেখছি.....তুমিতো ঘুমাইয়া পড়ছিলা ।



চামচা-২# হুজুরে কী ফিলিমডা দেখছিল?



চামচা-১# হয় দেখছে শুধু মাধুরীর নাচের সিনডা । হুজুরের মনে রস আছে কিন্তু........



চামচা-২# তয় আমি শুনছি হুজুরে গন্ডগোলেরকালে সে অনেকরেই সাহায্য করছে ......তুলনা হয় না লোকটার।



দেলুঃ এই তোরা এইখানে কিকরতে আইছো ? এত গল্পে মশগুল কেন....মাইকগুলা ঠিক ঠাক লাগাও আসরের পর পর মাহফিল শুরু হবে । আবার কাইলক্যা নোয়াখালীতে ট্রিপ আছে ...ওরা পয়সা বেশী দেবে , জলদি সব ঠিক কর ।

আবার সামনের মাসে মিডিলইষ্টে যাওয়ার কথা ।

হঠাত দেলুর মোবাইলে ফোন আসে ......বাড়ী থেকে

হ্যা কও .......হ্যা ওদের কাছারীঘর ডা খুইলা দ্যাও । ....ওরা আমার খুবই কাছের লোক ...সময়ে অসময়ে ডাকলে ওদের পাওয়া যায় ্ ....হ্যা হ্যা সবাই ওদের সর্বহারা নামে চেনে......কিন্তু ওদের সবই আছে ।

হঠাৎ আরেকটা ফোন আসে ......খুলনা থেকে..... ওয়ালিকুম .....বলো.....ওপাশ থেকে বলে হুজুর গ্রেনেড টা ফাটে নাই......কোথা থেকে আনছেন ......বদলাইয়া আনান। আবারো মিস করলাম হারামিডারে...। ঠিক আছে পরে কথা বলবো ......দেলু ফোন লম্বা জামার পকেটে ঢকিয়ে রাখে ।



কিছুক্ষণ পর ওয়াজ শুরু হবে ,,দেলু মঞ্চে উঠে বসলেন .....

চামচা-১# কি খশবু বাহির হইত্যাছে...........হুজুরের শরীর থেইকা ।



চামচা-২# হইবো না ক্যান?ওইডা তো হুজুরে ইন্ডিয়া থেকে আনাইছে ....



চামচা-১# তয় হুজুর মাহফিলে ইন্ডিয়াগো বদনাম দিয়া কথা কয় ক্যান ?



চামচা-২#তুই বুজবিনা কাম কর কাম কর





দেলু ওয়াজ মাহফিল শুরুর আগে একটু ঘুমের ঝিমুনিতে চোখ বন্ধ হয়ে যায় ...ভাবতে থাকে এই ব্যবসা বেশী দিন টিকবে না । সরকারে যা শুরু করছে .........

দেলু ঘুমিয়ে পড়ে...ঘুমরে ভেতর ....স্বপে বিভোর হয়ে যায় .....দেখতে থাকে গলায় সাপের মতন কি যেন একটা পেচিয়ে ধরছে ......এবং দেলুর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে যেন.....হঠাৎ ঘুম ভেঙ্গে যায় দেলুর .....গলায় হাত দিয়ে দেখে যে মাফলার রয়েছে গলায় কাশ্মির থেকে আনা । বাইরে তাকিয়ে দেখে যে সে কাশিমপুর কারাগারের নির্জনকক্ষে ফাসীর দন্ড নিয়ে বসে আছে .......বাইরে একজন কারারক্ষী তার গায়ে যেন থু নিক্ষেপ করল । দেলু মনে মনে বলে দেশের মানুয়েরা সব ইহুদি নাছারে ভরে গেছে আমি বাইরে থাকলে ওয়াজ মাহফিল করে সু-পথে আনতে পারতাম । ......................

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

১১স্টার বলেছেন: মেশিন আর চলবেনা :( :(

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৭

শাহীন ভূইঁয়া বলেছেন: they will import Laskar E Toieba's machin

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

এই আমি রবীন বলেছেন: রাজাকার আলবদর কিছু রবে নারে/
সব রাজাকার ভাইসা যাইব বঙ্গোপসাগরে...........

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

শাহীন ভূইঁয়া বলেছেন: kichu kichu thakbe telapokara sab more na kichu thakbei

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

হাঁড় = ঘাঁড় বলেছেন: অপরাধীর শাস্তি হবেই। যতবড় অপরাধ ততবড়শাস্তি

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

শাহীন ভূইঁয়া বলেছেন: Joy bangla

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

মামুণ বলেছেন: প্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাস
প্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাসপ্লাস

৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১:১৯

শাহীন ভূইঁয়া বলেছেন: Joybangla

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.