নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

বিলিভ ইট অর নট....বাংলাদেশে ড্যান মজিনার ৫ প্রেমিকা!

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮





খুলনানিউজ.ডটকম:: বাংলাদেশে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বিভিন্ন কারণেই ব্যাপক আলোচিত। ইতিপূর্বে কোনো মার্কিন কূটনৈতিক ব্যক্তিকে নিয়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে এতো কৌতুহুল লক্ষ্য করা যায়নি। ড্যান মজিনা এদেশের সবকিছু উপভোগ করছেন নিজের মতো করে।



দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে বেড়াচ্ছেন চারণ সাংবাদিকের মতো কিংবা মরমী কবির মতো। কোন পরিচিত এদেশীয় মানুষ কিংবা সংগঠন তাকে যে কোন অনুষ্ঠানে আমন্ত্রণ করলে নির্ধিদায় উপস্থিত হন। কখনো একাকী আবার কখনো স্বপরিবারে।



বাংলাদেশের এক পরিচিত ব্যাবসায়ীর বাসায় বেড়াতে এসেছেন ড্যান মজিনা। উপস্থিত রাজনীতিবিদ, সাংবাদিক ও ব্যাবসায়ীদের সঙ্গে তুমুল আড্ডা চলছিলো। প্রাণখুলে হাসছিলেন তিনি। আমন্ত্রিত অতিথিগণের মধ্যে কয়েকজন সুন্দরী ভদ্র মহিলাও ছিলেন। কথা প্রসঙ্গে তিনি জানালেন, বাংলাদেশে আমার ৫ জন প্রেমিকা রয়েছে। সবারতো চক্ষু চরকগাছ! বলৈ কি! পাঁচজন প্রেমিকা? তাও আবার বাংলাদেশী ! তিনি উপস্থিত অভ্যাগতদের বিস্ময়ভরা চোখ লক্ষ করে পুনরায় দৃঢ়তার সঙ্গে বললেন হ্যা অবশ্যই পাঁচজন প্রেমিকা। তাদের সবাই এদেশের খুবই নামকরা এবং আপনারা সকলেই নাম বলার সঙ্গে সঙ্গে চিনবেন। জানতে চান তাদের নাম? উপস্থিত মেহমানগণ আরো বিস্ময়াভূত হয়ে পড়লো। বললো হ্যা হ্যা বলুন! অবশ্যই জানতে চাই।



মজিনা বললেন, আমার এক নম্বর প্রেমিকার নাম রিকশা। এর পরের জন হলো ইলিশ মাছ। তারপর লাউ, কাঁঠাল এবং দেশী মোরগ। ড্যান মজিনার কথা শুনে সবাই খুব মজা পেলো। কথা প্রসঙ্গে তিনি জানালেন যে, পৃথিবীর যেখানেই থাকেন না কেনো বাংলাদেশের এই পাঁচটি জিনিসের কথা আমি কোনো দিন ভুলতে পারবো না। হৃদয়ের গভীরে ভালবাসার অর্ঘ হয়ে এই জিনিসগুলো আমাকে স্মরণ করিয়ে দেবে আমি এক সময় বাংলাদেশে ছিলাম। বলার সাথে সাথে তাঁর চোখ অনেকটা অশ্রুসজল হয়ে পড়লো

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: রাষ্ট্রদূতের কামই তো এইসব। বিভিন্ন হ্যাংলামি দেখাইয়া জনপ্রিয়তা অর্জন করা।

২| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

শাহীন ভূইঁয়া বলেছেন: Exactly more again USA

৩| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

মনিরুল হাসান বলেছেন: আমেরিকাতে কাঁঠাল কিংবা রিকশা কোনোটাই পাওয়া যায়না, সুতরাং ড্যান মজিনা এগুলোকে পছন্দ করতেও পারে।

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৭

শাহীন ভূইঁয়া বলেছেন: Mojina joking with us

৪| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

মাক্স বলেছেন: খুব টাচি সংবাদ!
মন ছুয়ে গেল।

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮

শাহীন ভূইঁয়া বলেছেন: দয়া করে কাদঁবেন না .......

৫| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

এেলক্সান বলেছেন: এই খবর !

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯

শাহীন ভূইঁয়া বলেছেন: I thinks every bodies should have knows their interest in BD

৬| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: মাক্স বলেছেন: খুব টাচি সংবাদ
মন ছুয়ে গেল।

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৯

শাহীন ভূইঁয়া বলেছেন: দয়া করে কাদঁবেন না .......

৭| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মোহাম্মদ হারুন বলেছেন: ভাল লাগলো , তার এই বাংলাদেশ প্রেম চির জীবি হোক।

৮| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

শান্তা273 বলেছেন: মাক্স বলেছেন: খুব টাচি সংবাদ!
মন ছুয়ে গেল।

০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

শাহীন ভূইঁয়া বলেছেন: আমি ও আপনার মত এই আশা করবো। ধন্যবাদ

৯| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

শাহীন ভূইঁয়া বলেছেন: Plz dont cry

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.