![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না
হেফাজতি, জামাত, শিবির , ৭১ এর রাজাকার এর সন্তান যারা নব্য রাজার এবং তাদের অন্ধসমর্থক বিএনপি'র ভাই-বোন ও ক্যাডারদের বাংলা নববর্ষ ১৪২০ এর শুভেচ্ছা ....................আজ এই দিনটির অপেক্ষায় ছিলাম আশাকরি আপনারাও অপেক্ষায় ছিলেন ......দেখি আমাদের এত সমর্থন এবারের বর্ষবরণের পুজোতে কত লোকের সমাগম হয় ? তাই ঘরে না বসে আসুন সোহরাওয়ার্দী উ্দ্যান, রমনা পার্ক, টিএস সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও রবীন্দ্র সরোবরে কত সংখ্যাক নাস্তিকের উপস্থিতি একটু গুনে আসুন । বলে রাখা ভালো আপনাদের হেফাজতের সমাবেশে ২-৫ লাখ লোকের সমাবেশ দেখে মাথায় মাল উঠে গেছিল .....এই বলে আমরা ক্ষমতায় আসছি যদিও আপনার অন্তরে সীল মারা ছিল জামাত-বি এনপির তার উপর মাথা প্রতি কিছু টাকা ও নিয়েছিলেন । আজ এখানে কেউ টাকা নিয়ে খাটি বাঙালী সাজে পাজ্ঞাবী-ধুতি পরে .....রঙ্গীন বর্ণালী সাজে এখানে কেউ প্রবেশ করে নি । বরং গাটের পয়সা নিয়ে বাড়ী থেকে বের হয়েছে বাঙালী সংস্কৃতির বড় মিলন মেলায় । এদের এখানে যে আপনাদের কেউ আসেনি তা না .......অনেক হুজুর কে দেখেছি মাথার টুপি খুলে সিনেমা হলে প্রবেশ করতে এখানে ও এরকম আছে । কিন্তু ভয় নেই তাতে আমাদের খাটি বাঙালীয়ানাদের কেউ রক্ত , রগ-কাটা পছন্দ করে না । পেছন থেকে হামলা পছন্দ করে না , মসজিদ থেকে মিথ্যা প্রচার করে ধর্মের অপব্যবহার করে না । আসুন আপনারা দুর দেশের সংস্কৃতিকে ভালবেসে জীবন দিয়ে এবং জীবন কেড়ে কোন সুখ পাবেন না । বাঙালীরে কেউ দমায় রাখতে পারেনি আপনারা ও পারবেন না । কত বোমা টোমা মারলেন তারপরও ও কী বন্ধ করতে পেরেছেন কিছু.......যান বাড়ী বাড়ী গিয়ে মহিলাদের কাছে কানে কানে জিজ্ঞেষ করেন তোমরা আমাদের কিভাবে দেখ .....পাঠান আপনাদের মাদ্রাসার চাল উঠাতে সাহায্য চাইতে দেখি কি পরিমান সাহায্য দেয় বাঙালী মা বোনেরা ..?
এতিমখানার নাম করে এতদিন সাপ পুষেছিলাম , কোরবাণীর চামড়া দিয়ে আপনাদের রামদা আর কিরিচ যোগাড় করতে সাহায্য করেছিলাম ......সেই দিন শেষ .........দুপাতা আরবী পাঠ করে মানুষের কাছ থেকে জীবিকা গ্রহণ অচিরে বন্ধ হয়ে যাবে । তখন কে সমর্থন দেয় আপনাদের সেটাই দেখব।
২| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৯
শাহীন ভূইঁয়া বলেছেন: Go ahead..............keep it up should be deleted permanently from our Bangladesh , Shuvecha
৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০
কোবা সামসু বলেছেন: রাজাকারের বেয়াইন, নাস্তিক মুনফেক এবং তাদের অন্ধসমর্থকদের বাংলা নববর্ষ ১৪২০ এর শুভেচ্ছা
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২০
শাহীন ভূইঁয়া বলেছেন: ভাই নাস্তিক আর আস্তিকের পার্থক্য নিরুপণ করে একটা পোষ্ট দিলে বাধিত হইবো ...........ধন্যবাদ আপনাকেও নাস্তিকদের পক্ষ থেকে শুভেচ্ছা......মসজিদের মাইক ব্যবহার করে আমারে বাঘে খাইছে....তোমরা আসো এটাই তো আস্তিকের কাজ নাকি?
৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫
অগ্নি সারথি বলেছেন: @কোবা সামসু,ফাকিস্তান যাস না কেরে তোরা?
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০
শাহীন ভূইঁয়া বলেছেন: খাই রহিমের গান গাই কারিমের .........সেলুকাস জাতি আ্ম জনতার একজন কোবা সামচু
৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১
কোবা সামসু বলেছেন: @শাহীন ভূইঁয়া সেলুকাস শব্দটা আপনার মুখে মানায় না যারা কথায় কথায় রাজনিতি গন্ধ খুজে তাদের মুখে এসব মানায় না।
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯
শাহীন ভূইঁয়া বলেছেন: দেখুন আমি গত ১০ বছর যাবৎ কোন দলকে ভোট পর্যন্ত দেই না কিন্তু দেশের অস্তিত্ব'র প্রশ্ন এসে গেলে বসে থাকতেও পারি না । তাহলে নিজেকে কাপুরুশ ছাড়া কিছু ভাববো না । সরকারী আর বিরোধী যে দলেই দেশ বিরোধীরা অবস্থান করুক না কেন তাদের সমান ঘৃনা আমার । আর যে কোন মৃত্যুই আমার কাছে দুঃখের আর যারা মৃত্যু বরণ করছে তারা কিন্তু আপনার আমার মত খুবই সাধারন হোক সে জামাতের লোক হোক সে পুলিশ বিভাগের লোক সাবারই শান্তিপূর্ণ ভাবে বাচার অধিকার আছে । কিন্তু নোংরা রাজনীতির জন্য আমরা কেন ক্ষতিগ্রস্থ হবো ..........জোর করে যেমন ভালোবাসা পাওয়া যায় না তেমনি ক্ষমতায় ও যাওয়া ও যায় না । যেটা সঠিক সেটা জনগণ গণতান্ত্রিক ভাবে বেছে নেবে । বর্তমান সরকার তো জোর করে ক্ষমতায় আসেনি তাকে নামানোর জন্য কেন এত খুন হতে হচ্ছে আর যেখানে ধর্মের সুড়সুড়ি দিয়ে অর্ধশিক্ষিত মাদ্রাসার ক্ষধার্ত ছাত্রদের দিয়ে তান্ডব চালানো হচ্ছে? চাঁদ সহ কাবার গিলাফ পর্যন্ত ব্যবহার করা হয়েছে । বুকে হাত দিয়ে দেখুন আমরা খুবই শান্তিপ্রিয় জাতি জোর করে ধর্মযুদ্ধ বা গ্হযুদ্ধ বাধিয়ে দেয়া যায় না । @কোবা সামছু ভাইকে বলছি
৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২
কোবা সামসু বলেছেন: অগ্নি সারথি বলেছেন: @কোবা সামসু,ফাকিস্তান যাস না কেরে তোরা?
তোদের ভারত যাবার সময় হইছে র ভাদা।
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪
শাহীন ভূইঁয়া বলেছেন: ভারত বা পাকিস্থান আমাদের কোন তাবেদারি রাষ্ট্র নয় । তারা প্রতিবেশী মাত্র .............যে কোন দলকে সমর্থন করতে গেলে আপনি হয় ভারত বা পাকিস্থান হয়ে যাচ্ছেন । এটা আমাদের দোষ নয় , যে সব মুর্খ গন্ডার দল আমাদের পরিচালিত করে তাদেরই সৃষ্টি। আসুন না আমরা এই বর্ষবরনের দিনে নিজেকে শুধুমাত্র বাঙালী বা বাংলাদেশী ভাবি নিজ দেশের সার্বভৌমত্বকে স্বীকার করি । ভারতীয় আর পাকিস্থানের যে দেশ প্রেম আছে আমাদের ছিটেফোটাও থাকলেও আমরা অনেক এগিয়ে যেতে পারতাম । @কোবা সামছু এবং @অগ্নিসারথী দ্বয়কে
৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: লেখক বলেছেন: খাই রহিমের গান গাই কারিমের .........সেলুকাস জাতি আ্ম জনতার একজন কোবা সামচু
৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬
শাহীন ভূইঁয়া বলেছেন: হ্যা বলেছি তো.....বলা ছাড়া আমাদের আর কি করার আছে? ধন্যবাদ কাট পেষ্ট এর জন্য@দ্বায়িত্ববান নাগরিক
৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
কোবা সামসু বলেছেন: @শাহীন ভূইঁয়া আপনার ১৪নং মন্তব্য খুব ভালো লাগল একদম বাস্তব সম্মত কথা তবে আপনার এ কথা আমি মানতে পারলাম না
বর্তমান সরকার তো জোর করে ক্ষমতায় আসেনি তাকে নামানোর জন্য কেন এত খুন হতে হচ্ছে
আজকে যে এত খুন রাহাজানি এ সবের মুল কারন তত্তাবধায়ক ইস্যু সরকার এটা মেনে নিলে এত কিছু হত না, বিএনপি,জামাত যেমন দায়ি আওমিলিগ সমান ভাবে দায়ি।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৩
শাহীন ভূইঁয়া বলেছেন: তাহলে তত্বাবধায়ক সরকার বিলোপের সময় সংসদে তাদের ডেকেছিল তারা যদি না যায় তাহলে কিছু করার থাকে না । সংসদের বেতন ভাতা যদি গ্রহণ যায়েজ হয় তবে মৃত্যুসম পরিস্থিতিতে সংসদ বয়কট করা ঠিক নয় । আমি ও তত্বাবধায়ক সিষ্টেমের পক্ষে কিন্তু জামাত-শিবিরের সাথে সমর্থন , ভাঙচুর, হত্যা লীলা, রেলের পাটি খুলে ফেলা এটা কী আপনি সমর্থন করবেন ? আপনি ভেবে বলুন সামরিক সরকারের সময় হরতাল কারফিউ কম হয়নি কিন্তু কাউকে এতটা বিভৎস হতে দেখেছেন ? আর যদি তত্বাবধায়ক ইস্যুতে হরতাল হলে সেটা কেন তারা মুখে ধর্মের ধোয়া তুলছে? শাপলা চত্বরে টাকার বিনিময়ে সমাবেশ তৈরী করছে .......এর কোন মানে হয় না । আজ দেখুন পুরো দেশটাতে কী বণিল সাজে সেজেছে উৎসবে , আশাকরি সেটাতেও আপনি শরীক হয়েছেন....এই পুরো বাঙালী কি সব অধার্মিক? নাস্তিক? আমাকেও ও অনেকে নাস্তিক বলে ........আমার পরিচিতজন কিন্তু ওদের কাছে প্রশ্নকরি কোন আচরন বা লেখায় আমার নাস্কিক্যবাদিতা দেখেছে ...তার উত্তর হয়না ওরা দিতে পারে না । আমার ফেসবুকে রাজনীতির অপশনে লেখা আছে আই হেট ইট" তাই আমাকে কোন দলে ঠেলে না দিলে বাধিত হবো ধন্যবাদ @কোবা সামছু
১০| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
কোবা সামসু বলেছেন: @দায়িত্ববান নাগরিক তুমি অতি সত্তর ভালো কোনো Psychologist এর সাথে দেখা কর।
১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
কোবা সামসু বলেছেন: @শাহীন ভূইঁয়া আর একতা কথা কথায় আছে ইট মারলে পাটকেল খেতে হয়, আপনারা যেমন কথায় কথায় মানুকে রাজাকার নব্য রাজাকার বানাতেন তেমনি আজ আপনাদের সবাই নাস্তিক মুনাফেক বানায়।
১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৫
শাহীন ভূইঁয়া বলেছেন: রাজাকার শব্দটি অতিব ভদ্রজ....কিন্তু নাস্তিক্যবাদিদেরকে নাস্তিক বলাটাও ইসলামে নিষেধ আছে । তাহলে ধরে নেব আপনারা ইসলামের নিয়ম-কানুন মানেন না। এবং আরো নিষেধ আছে অন্যান্য ধর্মলম্বীদের সম্মান জানাতে .......সেটা দুরে থাক তাদের বাড়ীর ভেতর গিয়ে যা করার না তাও করছেন মন্দির ভাঙছেন ..........তত্বাবধায়ক সরকারের ব্যপারে এরা কী দোষী আপনি কী দোষী .........এবং নিজে ভাবুন আস্তিক ও নাস্তিক সমাজে কারা উপকারী ? আপনি যদি ইহকালে কাউকে শান্তি না দিতে পারেন পরকালে কী করবেন? রগকাটা, গলা কাটা , পুড়িয়ে মারা, রেল উৎপাটন (নতুন ) এগুলো কোন ধর্মগ্রন্থে আছে দয়া করে জানাবে ন । @কোবা সামছু ( আপনি কিন্তু এখানে আপনার নাম টি গোপন করে ছদ্ধ নাম ব্যবহার করেছেন তার মানে মিথ্যা নিয়ে আছেন অথবা একধরনের প্রতারণা , দেখুন আমি আমার বাপের দেয়া নামটা ব্যবহার করেছি ...আপনি বিচার করুন আপনাকে )
১২| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
অারমান বলেছেন: শাহরিয়ার কবির আর মুনতাসীর মামুনেরা, যারা এইসব ব্যাপার নিয়ে বেশি বাড়াবাড়ি করছে, এরা কেউই ৭১ এ যুদ্ধ করেনাই। ডা: জাফর উল্লাহ চৌধুরী.
Click This Link
১৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০
শাহীন ভূইঁয়া বলেছেন: Juddo na korle desh ke ki bhalo basha jai na ? ami apni ki juddo korechi? tahole keno amra eke oporrer sathe tarko kore jache?@Arman
১৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪
কোবা সামসু বলেছেন: @শাহীন ভূইঁয়া ভাই কোন রকম তরকে যাব না কারন বাংলা লিখা অনেক ঝামেলা।আপনার লিখা প্রত্যেকটার উত্তর আমার কাছে আসে লিখে শেষ করা যাবে না অল্প কথায় বলি সংসদ বয়কট এর ব্যাপারে আওমিলিগের কাছে বিএনপি একদম শিশু,শিবিরের সাথে সমর্থন আওমিলিগ কি করে নাই?ভাঙচুর, হত্যা লীলা> ভুলে গেসেন সাই লগি বইঠা??? তত্বাবধায়ক ইস্যু> ভুলে গেসেন সেই পাগলা আজিজ ও কে এম হাসান এর কথা???রগকাটা, গলা কাটা , পুড়িয়ে মারা> ছাত্রলীগ কি এসব করে নাই???
শাহীন ভাই একটা কথা ব্লগে মাঝে মাঝে দেখি লেঞ্জা ইস ভেরি ডিফিকেল্ট টু হাইড আপনি বলেন ভালো ভালো কথা কিন্তু সাপোর্ট নেন আওমি এটা তো ঠিক না।
১৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২০
শাহীন ভূইঁয়া বলেছেন: দেখুন আমার চিরশত্রু ও যদি মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলে তাকে আমার সমর্থন করতে হবে এই মুহুর্তে । আপনি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেনে বাংলাভাই গাছে ঝুলিয়ে কতলোক মেরেছে প্রকাশ্য দিবালোকে যেখানে প্রশাসন সহ পুলিশ সুপার পর্যন্ত গার্ড দিয়ে চলেছে তারা । ছাত্রলীগ যে ভালো কাজ করেছে বা করে তা আমি বলছি না । দেখেন কে কতটা ভয়ঙ্কর আমাদের ভুখন্ডের জন্য। আপনাকে আমার আর বলার কিছু নেই । আপনাকে বলে রাখি সেই ছোট্র শিশুকালে প্রেসিডেন্ট জিয়ার সাথে হাত মেলানোর সুযোগ হয়েছিল ।তারপর উনি মারা গেলেআমি বাড়ীতে খুব কেদেছিলাম । তারপর এরশাদ থেকে শুরু করে যা কিছু বুঝেছি আমাদের রাজনীতিকদের প্রকৃতি উদ্দেশ্য । তদপুরী কে দেশের জন্য বিপদজনক আর কে দেশবান্ধব সেটা বুঝেছি । আমাকে আওয়ামী সাপোর্টার হিসেবে দেখছেন পুর্বেই বলেছি আমি গত ১০ বছর যাবৎ কোন ভোট প্রদান করি না । ধন্যবাদ @ কোবা সামছু ভাই
১৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২
কোবা সামসু বলেছেন: @শাহীন ভূইঁয়া আপনি বললেন আমি গত ১০ বছর যাবৎ কোন ভোট প্রদান করি না _____
আর আপনার পোস্ট এর হেডলাইন হেফাজতি, জামাত, শিবির , ৭১ এর রাজাকার এর সন্তান যারা নব্য রাজার এবং তাদের অন্ধসমর্থক বিএনপি'র ভাই-বোন ও ক্যাডারদের বাংলা নববর্ষ ১৪২০ এর শুভেচ্ছা
আপনার কি মনে হই আপনার লেখার সাথে আপনার মন্তব্যের কোন মিল আছে?
১৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩
শাহীন ভূইঁয়া বলেছেন: I am which talking about everythings was against of Bd.......you can imagine who loves Bangladesh .......I have patrotism they have no a lttle bit. You demanded blasfemi laws ......but its not Afgan or Pakistan. And I dont like using to politics by any religious affairs. I think you have to understand what I am saying. So lets go to love people and own state.
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩
কলাবাগান১ বলেছেন: " মসজিদ থেকে মিথ্যা প্রচার করে ধর্মের অপব্যবহার করে না"
আমি পাবনাতে জেমসের কনসার্ট দেখছি NTVতে ... অভিভুত... যেন জনসমুদ্র
জামাতিরা এত চেষ্টা করছে যাতে কেউ প্রান খুলে বৈশাখ উদযাপন করতে না পারে.......