নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস করুন আর নাই করুন ঘটনাটি সত্যি.....প্রত্যক্ষদর্শীর বচন

২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২১

আজকে কয়েকজন ব্লগার কে দেখলাম ভূত নিয়ে লিখছে .....তাই আমিও ধার করে পোষ্ট দিলাম ঃ আশাকরি ভালো লাগবে এবং কমেন্টস করবেন বৈজ্ঞানিক ব্যাখাসহ ঃ





মাছরাঙ্গা টিভি'র গতকালের ( ২৮/০৫/১৩ )মধ্যরাতের ট্রেনের পর্বটা সবচাইতে রোমাঞ্চকর লেগেছে ঃ

একজন চাকুরীজিবী ভদ্রলোক বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়ান একবার গিয়েছিলেন গোপালগঞ্জ শহরে । তখন অনেক রাত যখন ফিরছিলেন একটা লোকাল বাসে করে । ঐ বাসে সর্বমোট ৫/৬ জন যাত্রী ছিলেন । সবাই এক এক করে নেমে গেলেন রয়ে গেলেন শুধু ্ভ্রমন পিপাসু ভদ্রলোক । গা ছম ছম করা নিশুতি রাতে মহাসড়কের উপর দিয়ে বাস টা চলছে । বাসে মোট তিনজন একজন চালক , ২য় জন হেলপার আর একজন মাত্র যাত্রী যিনি প্রত্যক্ষদর্শী এক ভয়ানক ও লোমহর্ষক অভিজ্ঞতায় । বাসটি গোপালগঞ্জ ছেড়ে ফরিদপুরের দিকে আসছিলো ...যখন ঘোনাপাড়া নামক জায়গা দিয়ে অতিক্রম করছিলেন তখন বাসের হেড লাইটে দুজন হুজুর গোছের লোক বাসটিকে সিগন্যাল দিলেন । তো চালকের পিছনে বসা যাত্রীটিকে জিজ্ঞেস করলেন কী করবো ভাই? যাত্রী ভদ্রলোক বলেন ঠিক আছে এত রাতে দুজন হুজুর নিশ্চয় বিপদে পড়েছেন । আপনি ব্রেক করেন । বাসটি থামতেই ঐ দুই হুজুর বাসে উঠে পড়লেন এবং একেবারে পিছনের সারিতে গিয়ে দুজন বসলেন । যাত্রী ভদ্রলোকের কৌতুহল হলো সামনে এত সিট থাকতে তারা পিছনে গিয়ে কেন বসলেন ? ভদ্রলোক দেখার চেষ্টা করলেন আড়নয়নে দেখলেন একজনের কাছে একটা শিশু রয়েছে মনে হয় সদ্য জন্ম নেওয়া । কিছুক্ষন পর বাচ্চার কান্নার আওয়াজ হচ্ছে এবং ভদ্রলোক দেখলেন একজন হুজুরের মুখ ও পাঞ্জাবীর উপরভাগ রক্তাত্ত ....ভদ্রলোক ভাবলেন ভুল দেখলেন আবারো চেষ্টা করে দেখলেন ঐ দুই হুজুর ঐ বাচ্চাটির মাংস গিলে খাচ্ছে । ভদ্রলোক প্রচন্ড ভয়ে নিজেকে সাহসী ভাবার চেষ্টা করছেন আর ব্যপারটি গোপন রেখে শুধুমাত্র বাসচালকটিকে বললেন গাড়ী আরো দ্রুত চালাতে । হেলপার ছেলেটি গেটে দাড়িয়ে আছে ও কিছুই বুঝেতে পারেনি । ও যখন পিছনে তাকালো তখন বাস একটু ধীরে চলাতে হেলপার বাস থেকে দৌড়ে পালিয়ে যায় ।গাড়ী খুবই দ্রুত চলছে ঐ হুজুর এদিকে লোকদুটি বাসের সামনের দিকে উঠে আসছে এবং যাত্রী ভদ্রলোক দেখলেন তাদের হাতে ঐ বাচ্চাটি আর নেই তারা খেয়ে ফেলেছে । লোকদুটি বাসের সামনের দিকে যতই এগিয়ে আসছে বাসচালক আর ভদ্রলোক যাত্রীটির অবস্থা কাহিল হচ্ছে .....হঠাৎ একজন হুজুর বললেন এই গাড়ী থামা " একথা শুনতেই বাস চালক যাত্রীটির মুখের দিকে তাকালেন সেই দৃষ্টিতে ছিল সে থামাবে কী না । যাত্রী ভদ্রলোক বললেন হ্যা থামাও , গাড়ী থামতেই দুজন হুজুর ভদ্র ভাবে নেমে গেলেন এবং পিছনের জনের কোন চোখ নেই , চোখের স্থানে শুধু একটা গর্ত । যাত্রী ভদ্রলোক ব্যপারটি ভৌতিক হিসেবে নিয়ে বাস চালককে বললেন ...দ্রুত গাড়ী চালাতে । বাস চালক গাড়ী খুব দ্রুত চালিয়ে একটি পেট্রল পাম্পের ভেতর গিয়ে একটা দেয়ালের সাথে ধাক্কা দিয়ে স্ট্রার্ট বন্ধ করে চালক ও যাত্রী হাপাতে লাগলেন । পাম্পের লোকজন ছুটে এলেন এসে জিজ্ঞেষ করে ঘটনাটা কী ...তারা দুজনে নির্বাক । লোকজন দুজনের মাথায় পানি দিলেন তারপর তারা খানিক পর সবকিছু খুলে বলেন । এবং পাম্পের লোকজন বাসটিতে উঠে ঘটনার জায়গাটি দেখে রক্তে সয়লাব বাসের পাদানী এবং ফ্লোর রক্তে ভেজা ..........



ঘটনাটি ২৮/০৫/১৩ তারিখে মাছরাঙ্গা টেলিভিশন 'মধ্যরাতের ট্রেন " অনুসথেকে দেখা.......জানি না এর রহস্য কী ? বিজ্ঞান প্রতিদিন নতুন নতুন বিষয় আবিস্কার করছে কিন্তু এই সব রহস্যজনক ঘটনার কারন সর্বদা প্রশ্নবোধক হয়েই থাকছে প্রত্যক্ষদর্শীদের কাছে ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

মাক্স বলেছেন: বাসযাত্রী ভদ্রলোক জিজ্ঞেস করে নাই টেস্ট কেমন ছিল? ;)

২| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

শাহীন ভূইঁয়া বলেছেন: ঐ সময়ে জান নিয়ে টানা টানি --------ভাই .....টেষ্টের কথা জানার কী মনে থাকে ?

৩| ২৯ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

ড. জেকিল বলেছেন: এই গল্প যে কত জায়গার নামে প্রচলিত আল্লাহ মালুম। সবাই বলে সত্য কতখানি সত্য কে জানে !!

৪| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:২৪

মাক্স বলেছেন: ও হ্যা প্রথম লাইনে লিখসেন "কয়েকটি" ব্লগার, শব্দটা ভাল্লাগে না "কয়েকজন" করে দেন!

৩০ শে মে, ২০১৩ সকাল ১১:১৬

শাহীন ভূইঁয়া বলেছেন: কয়েকটি ব্লগ লিখতে গিয়ে ব্লগার হয়ে গেছে ....দুঃিখত

৫| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:২৫

শুটকাভাই বলেছেন: কতখানি সত্য কে জানে !!

৩০ শে মে, ২০১৩ সকাল ১১:১৭

শাহীন ভূইঁয়া বলেছেন: রহস্যময় যেটা সেটা সত্যি আর মিথ্যার উর্ধ্বে ধন্যবাদ

৬| ২৯ শে মে, ২০১৩ রাত ৮:৩৬

ভাবী জিওলজিস্ট বলেছেন: আমি ওই হজুর গো লগে দেখা করতে চাই

৩০ শে মে, ২০১৩ সকাল ১১:১৮

শাহীন ভূইঁয়া বলেছেন: অমাবশ্যার কোন এক রাতে শশ্মান ঘাটে যান .....দেখা হলে হতে পারে

৭| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:০৮

বাংগাল গাজী বলেছেন: :D :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.