নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

পরিবেশ অফিসে একজন আলেমকে দেখলাম

২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

অল্প বযস ধরা যায়

মাথায় সাদা টুপী

শরীরে আতরের গন্ধ

হাতে তজবীহ্

কপালের মাঝখানে কালো দাগ

প্রতিদিন পাঁচবার প্রার্থনা করলে এরকম হতেই পারে ।।

আমরা এধরনের লোকদের দেখলে আলেম বা পন্ডিত মনে করে

শ্রদ্ধায় নত হয়ে যাই .......

কিন্তু ছালা যেটাকেই দেখি ছেটাই ভেজাল

লোকটি সরকারী পরিবেশ অফিসের একজন কেমিষ্ট

উনি আমার শিল্পকারখানার ছাড়পত্র দেবেন

তাই কয়েকদিন ধরে ঘুরছি

আজ উনি মুখ খুলেছে

মোবাইল নম্বর নিয়ে রেখেছে

সামনে ঈদের বাজার

উনার টাকার দরকার

ধর্ম-টর্ম বাদ

জীবনে যদি শান্তি করতে না পেলাম

তাহলে এই সাজে কেন সেজেছি

চুক্তি হলো কিছুক্ষণ আগে

টেলিফোনে ১০ হাজার দিলেই

ছাড়পত্র দেবেন ...........

বন্ধুগণ আপনারা বলবেন সবাই সমান নয়

কিন্তু মা্ইরি বলছি যেটাকে দেখি সেটাই মাল খায়

কিন্তু কজনই বা জানে এই ধর্মীয় লেবাস পরিহিত

লোকটি ধর্মরে বেশ-ভূষাকে মুলধন হিসেবে ব্যবহার করে

কাড়ি কাড়ি টাকা কামাচ্ছে ...................??????



আর আমরা ছোটলোক .......আমরা নাস্তিক

আমরা মসজিদে যাই না ...........ওদের গায়ের ঘষা

যেন আমাদের গায়ে না লাগে

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:১২

নেবুলাস বলেছেন: আপনি যার কথা বললেন তার পূর্ণ পরিচয় তো দিলেন না (সম্ভবত এটা ওপার বাংলায়)।
হ্যা সে হয়ত লোক দেখানো ধর্ম পালন করে। আর এদের কঠিন শাস্তি হবে দুনিয়াতে এবং আখিরাতে।

ধর্ম পালন করে যারা দুরনিতি করে তারাও ভালো না।
নাস্তিক যারা ধর্ম বিশ্বাস করেনা তারাও ভালো না।

২| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৮

আহলান বলেছেন: ভাই এর জন্য উনি একা দায়ী কি?

৩| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫১

আহলান বলেছেন: ভাই এর জন্য উনি একা দায়ী কি?

৪| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫২

আহলান বলেছেন: ভাই এর জন্য উনি একা দায়ী কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.