নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন ছিল ঘাতক রাজাকারদের বিচার ও বঙ্গবন্ধু হত্যার বিচার জীবদ্দশায় দেখার। আমার আর কোনো চাওয়া নেই তবে জামাতের সব ব্যবসা প্রতিস্ঠান অচিরেই বাংলাদেশে বন্ধকরা উচিত। না হলে ওরা আবার অঙ্কুর উদগম করবে এই মাটিতেই।

শাহীন ভূইঁয়া

বঙ্গদেশের জীবনযাত্রার মান ইওরোপীয় স্ট্যান্ডারডে পৌছতে চললেও পুলিশ পুলিশই রইয়া গেল মানুষ হইলো না

শাহীন ভূইঁয়া › বিস্তারিত পোস্টঃ

ফরহাদ মাজহার----এর মতে দেশজুড়ে বোমা-পটকা বিস্ফোরন কম হয়েছে আর সাংবাদিকগণ হলো সন্ত্রাসি ।

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩

গত পরশুদিবাগত মধ্যরাতে সাংবাদিক মনির সাহেবের সঞ্চালনায় একুশের রাত দেখছিলাম একুশের টিভিতে । ওখানে আরো কয়েকজন রাজনিতিক উপস্থিত ছিলেন। আর অবাক হয়েছিলাম ১৬ আনা বাঙালীয়ানায় লুঙ্গি-ফতুয়া পরিহিত ফরহাদ মাজহারের উপস্থিতিতে।

উনি বর্তমান সংকটনিয়ে বললেন ......এই যে পটকা ফুটছে এটা কম হয়েছে আরো উচিত ছিল । এটা কিছুই না । এর সাংবাদিক সহ বিভিন্নি মিডিয়ার সামনে বোমা বর্ষনকে স্বগত জানিয়ে বললেন ....এই সব মিডিয়ার সাংবাদিক তো সব সন্ত্রাসী । বিটিভি, একাত্তর, একুশে, মোহনা , ভোরের কাগজ সহ বিভিন্ন ভবনে বোমাসহ সাংবাদিকগণ বোমায় আক্রান্ত করার জন্য উনি উস্কানিমূলক কথা বলেছেনে ।



তা এই সব বোমা যদি অল্পই হয়ে যায় আমরা চেষ্টাকরতে পারি তার বাসায় বোমা মারলে কি তার অনুভূতি হয় অথবা তার লঙ্গির নীচে একটা পটকা ফোটানো যেতে পারে ......বোমার কার্যকারিতা দেখার জন্য । সে আবার ঐ টক'শোতো বলেছেন একটা কথায় .....আমরা যারা বুদ্ধিজীবি ।



সমাজের এই কীটগুলোকে চিনে রাখুন । সতর্ক থাকুন দেশমাতৃকার রক্ষার্থে ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: রাস্টের সম্মান এবং সম্মানিত লোকের সম্মান বিনষ্ট কারিদের
বর্জন করে চলাই উত্তম ।।

৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫২

শাহীন ভূইঁয়া বলেছেন: Now should have taken right secession.

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৯

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: ফালতু একজন লোক ...

৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৩

শাহীন ভূইঁয়া বলেছেন: I dont know this kind of mens wants to highlight may be .

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯

বোধহীন স্বপ্ন বলেছেন: ঠিক শুনেছেন তো?? এতটা উদ্ভট কথা কেউ বলতে পারে আমার বিশ্বাস হয় না ।

৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৫

শাহীন ভূইঁয়া বলেছেন: নিজেকে অবিশ্বাস -অস্বীকার সবই করতে পারি .......কিন্তু নিজের চোখ কানকে অস্বীকার করতে পারি না ......সে সময় এখনো হয়নি দাদা ......মাইরি বলছি

৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯

বোধহীন স্বপ্ন বলেছেন: ঠিক শুনেছেন তো?? এতটা উদ্ভট কথা কেউ বলতে পারে আমার বিশ্বাস হয় না ।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯

দুঃস্বপ্০০৭ বলেছেন: তিনি দেশ জুড়ে ককটেল হামলার কথা বলেননি। তিনি বলছেন হলুদ মিডিয়া যেগুলো দালালি করে ও মিথ্যা সংবাদ পরিবেশন করে দেশের মানুষকে বিভ্রান্ত করে সেখানে ককটেল নয় বোমা মারা উচিত।

হ্যা দলকানা সাংবাদিক যারা মিথ্যা সংবাদ দিয়ে কোন একটি দলের দালালি করে তাকে তথ্য সন্ত্রাসি বলা হয়।

৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০০

শাহীন ভূইঁয়া বলেছেন: হলুদ সাংবাদিকতা কথাটি উচ্চারনই করেন নি .......আমি একসময় তার কলাম পড়ে পন্ডিত ভাবতাম ......কিন্তু ইত্যবসরে যে সব বিতর্কিত কর্মকান্ড করছে তাকে সমর্থন করার কোন কারণ দেখি না । বাংলাদেশের মিডিয়া এখন বিরোধীদলের ভূমিকা নিয়ে কাজ করছে আর আপনি......মফস্বলের হলুদ সাংবাদিকতা দিয়ে শাজহার সাহেবকে দেবতা ভাবছেন .....জানি না কোন জগৎে বাস করছেন

৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫

rafiq buet বলেছেন: ফালতু ....... X( X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.