| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাজুক ছেলে......
বড়ই লাজুক ছেলে আমি, একটু নির্লজ্জ হওয়ার চেষ্টায় আছি.....
কিছুদিন ধরে শুনছি ভারতীয় কিছু চ্যানেল বন্ধ করে দেয়া হবে, এই নিয়ে নাকি মামলাও হয়েছে।আমার অতিরিক্ত ভারতপ্রিতী বা ভারতবিদ্বেষী ভাব নেই।আমার আসলে জানতে ইচ্ছা করে কে আসলে কি চাই আর কেনই বা চাই? ধরলাম কাল থেকেই আপত্তিকর ৩ টি চ্যানেল বন্ধ করে দেয়া হল...বেশির ভাগ পুরুষ(আমি নিজেও)এতে মনে হয় খুশিই হব। কারন ঐ চ্যানেলগুলোর সাথে আমার কোন বন্ধন নেই।আর আমার জানা মতে আমার বাবা,চাচা,মামা,খালু তারাও অফিস থেকে ফিরে
হয়ত চায়ের দোকানে নয়ত বন্ধুদের সাথে আড্ডা দিতে বসে যা্বে আর যদিও বা টিভি দ্যাখে তাহলে স্পোর্টস,ডিসকভারি দ্যাখার সম্ভাবনা-ই বেশী।
এবার আসি আসল কথায়... “মহলে অন্তরীন মহিলাকুল এর কি রহিল উপায়!”
“......ক্যানো...বাংলাদেশী বাংলা চ্যানেল।“
ঘোড়ার মাথার দুই পাশে কি যেন একটা লাগাইতে দেখছি(এই মুহূর্তে ঐ টার নাম মনে আসছে না),ওই টা দিলে ঘোড়া নাকি আর এদিক ওদিক তাকাইতে পারে না সামনে যা আছে বাধ্য হয়ে তাই দ্যাখে । এখন আপনারাও কি অন্য চ্যানেল বন্ধ করে কি আমাদের মাথার দুই পাশে অদৃশ্য পর্দা লাগাতে ব্যাবস্থা নিচ্ছেন?
দয়া করে আমারদেশপ্রেম বা বাংলা প্রেম নিয়ে সন্দিহান হবেন না। বাংলাদেশী নাটক এর মত নাটক বা আমাদের অভিনয় শিল্পীদের মত অভিনয় এখন পর্যন্ত কলিকাতা করতে পারেনি(এটা একান্তই আমার ব্যাক্তিগত বিবেচনা।)আমাদের মোশারফকরিম,চঞ্চল,তারিন,সুবরনা মোস্তফা এদের অভিনয় এর ধারেও কাছেও কলিকাতার নাটক আসতে পারবে না।
তাহলে সমস্যাটা কোথায়?
আপনারও এতক্ষণে আমার ইংগিত বুঝতে পারছেন। হ্যা আমি বিজ্ঞাপন এর কথায় বলছি। এই মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন প্রচার-ই আমদের ভারতপ্রিতি বাড়িয়েছে। নাটক এর আগে বিজ্ঞাপন...নাটক প্রচার এর ঘোষণা দিয়ে বিজ্ঞাপন...নাটকের নাম দেখিয়ে আরেকবার বিজ্ঞাপন...আর নিয়মিত বিরতির মাঝে অনিয়মিত বিজ্ঞাপন তো থাকলই।
আমাকে কেন বাধ্য করা হবে বিজ্ঞাপন দেখতে... আমি যদি বিদেশী রেস্টুরেন্টে খেতে পারি, বিদেশী জামা-জুতো কিনতে পারি তাহলে ভিনদেশী চ্যানেল কেন দেখতে পারব না।আমি হলফ করে বলতে পারি এই বিজ্ঞাপন-ই(অতিরিক্ত)আসলে ঘরের শত্রু বিভীষণ। আপনাদের তো লজ্জিত হওয়া উচিত যে ভাল নাটক বানাচ্ছেন কিন্তু কেউ দেখছে না...তাই জোর করে দেখাতে চাইছেন। টাকার লোভ আপনারা সামলাতে পারছেন না অথচ বিভিন্ন টক শো তে বলে বেড়াচ্ছেন আমাদের দেশপ্রেম এর অভাব আছে বলে আমরা বাংলাদেশী চ্যানেল দেখি না। দর্শক ধরে রাখার দায়িত্ব আপনাদের... আপনাদের থিংক ট্যাংক,চ্যানেল মালিক টি.আর.পি’র চিন্তা করে না...চিন্তা করে শুধুই টাকার। আপনাদের কাছে এখন “বি” ফর বাংলাদেশী চ্যানেল... “বি” ফর বিজ্ঞাপন। নাটকের মাঝে বিজ্ঞাপন কম দিলে আমরাই রিমোট ধরবোনা চ্যানেল বদলাবার জন্য। আমরা বাংলাদেশী সংস্কৃতির সাথে আছি...থাকতে চাই...আপনারাই আমাদের দূরে ঠেলে দিচ্ছেন।
যদি ভাবেন যে অন্যদেশী চ্যানেল বন্ধ করে দিলে আমরা খুব আগ্রহ নিয়ে শুয়ে বসে মাসে মাসে টাকা দিয়ে আপনাদের বিজ্ঞাপন দেখব তাহলে কারও কাছ থেকে পাবনা হেমায়েতপুরের ঠিকানা টা সংগ্রহ করে নিয়েন। শুনেছি ওখানে পাগলদের চিকিৎসা নাকি ভালই করে। আপনারা ওখানে যেতে চান যান...আমাদের বিজ্ঞাপনের অত্যাচারে পাগল করে ওখানে পাঠিয়েন না.....।
আগনিত দর্শক এর পক্ষেঃ
" এক অসহায় দর্শক"
©somewhere in net ltd.