নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন.........

কিতা কইতাম..... আমি বড় ভাল লোক ছিলাম

লাজুক ছেলে......

বড়ই লাজুক ছেলে আমি, একটু নির্লজ্জ হওয়ার চেষ্টায় আছি.....

লাজুক ছেলে...... › বিস্তারিত পোস্টঃ

রোমান্টিক দৃষ্টি বনাম আমার বউ....

৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

নতুন বাবা হইছি...( তিন মাস )। পরথম ২ মাস মাস বউ আছিল বাপের(তার) বাসায়। তাই নয়া বাবু'র আনন্দ বা যন্ত্রনা টের পায়নাই। কিন্তু গত কয়দিন ধইরা পোলাডা নিশাচর টাইপ হইয়া গ্যাছে। রাইত ১২ ডা বাজলেই হ্যার মাথায় অ্যালার্ম ঘড়ি বাইজা উঠে। ভোর ৪/৫ টা পর্যন্ত তার সাথে সঙ্গ দেওন লাগে।একদিক দিয়া ভাল আছে.... নো কান্নাকাটি। তয় সারারাত বিদ্ঘুট্যা ভাষায় তার সাথে কথা বলা লাগে। পরথম কয়দিন
পোলার হাসি দেইখা ভালায় লাগত। মাগার করিতো প্রাইভেট চাক্রি,পরদিন অফিস করতে খবর হইয়া যায়। তো গতকাল রাইতে আড়াইটা - তিনটা হবে ।পোলায় হ্যার ডিউটি করতাছে। আমি আশায় আশায় আছি এই বুঝি ঘুমাইবো.... আমিও অনেকদিন পর বউ এর লগে একটু অন্য ডিউটি করুম। এই উদ্দেশ্যে ম্যাডাম এর দিকে বারকয়েক অর্থপূর্ণ রোমান্টিক দৃষ্টি নিক্ষেপ কইরা প্রতিউত্তরের আশায় ছিলাম।এই বুঝি চার চোখের মিলন ঘটিল....ব্যাকগ্রাউন্ড এ মিউজিক বাজিল... ফুলে ফুলে বাড়ি খাইলো। মাগার পোলায় তো আমার সেয়ানা...ঘুম আর আসে না। মেজাজ টা আস্তে আস্তে হট হউয়ার পথে X(। আমার "হট" এই কিনা জানি না পোলায় করলো "হাগু"। আর থাকতে পারলাম না..... ৫/৭ টা বিরক্তিপূর্ণ কথা জবান দিয়া যেই না বাইর করছি আর কই যামু বউ ধরলো সরকার বিরোধী দলের মহিলা নেতাগো মত। আমার ৫/৭ এর লগে উনি আরো একটা কইরা শূন্য যোগ কইরা ৫০/৭০ শুনাইয়া ফালাইলো.. টার্গেট আছিলো মনে হয় সেঞ্চুরি করার। আমি তো কাচা বোলার না...গেলাম গা মাঠের বাইরে(বেড রুম)। গেলাম বেড রুম থাইক্যা বাইর হইয়া খাইলাম আবার ধরা। আমি বাইর হউয়ার লগে লগে বউ দিলো দরজা লক কইরা।খালি কইতে শুনলাম আমার পোলা আমি দেখুম....কোন আকাইম্যা রে দরকার নাই,:((। হায় রে অবুঝ ললনা....... আমি যদি আকাইম্যা হই তাইলে তোমার পোলাডা তুমি কোন ওয়েবসাইট থাইক্যা ডাউনলোড করছো? মনে মনে কি কল্পনা কইচ্যিলাম আর নিয়তি আমারে কিয়্যা দিল। কি আর করুম বুকশেলফ থাইক্যা রবি গুরু'র গল্প গুচ্ছ নামাইয়া নিলাম। সোফায় শুইয়া পড়তাছিলাম আর ভাবতাছিলাম গল্পের মতই আমারো বুঝি " শেষ হইয়াও হইলোনা শেষ "।
( আইজ অফিসে সারা দিন ফার্মের মুরগির লাহান খালি ঝিমাইছি আর ভাবছি আমার রোমান্টিক দৃষ্টি'র যাদু আর বউ এর উপরে আছর করতাছে না। ভাবতেয়াছি দৃষ্টি বদলামু না ".." বদলামু " )

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: লাজুক ছেলের অভিব্যক্তি চমৎকার। কিছু দিন সহ্য করেন সব ঠিক হয়ে যাবে। কিছু দিনের মধ্যেই একটু অন্য ডিউটি করতে পারবেন।


কিন্তু ভায়া লাজুক ছেলে জুনিয়ারের নাম কি? ছবি কই? ইত্যাদি শেয়ার করেন না কেন?


জুনিয়ারটা ভাল থাকুক সব সময়, টিকাগুলো দেয়াবেন নিয়মিত।

০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৭

লাজুক ছেলে...... বলেছেন: উৎসাহিত করার জন্য, লেখাটা পড়ার জন্য, অন্য ডিউটি'র ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করার জন্য,আমার ব্যাটা কে দেখতে চাওয়ার জন্য,দোয়া করার জন্য, পরামর্শের জন্য ফরমালিন ফ্রি ধন্যবাদ গ্রহন করুন।
নাম রেখেছি ঃ মাশরুর শাহরিয়ার রায়্যাত ( আকিকা এখন করাই নাই)

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১

নুর ইসলাম রফিক বলেছেন: আপনার বউ দরজা লক কইরা বালাই করছে

০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৩২

লাজুক ছেলে...... বলেছেন: আমারে কষ্টে কষ্টিত না হওয়ার জন্য আপনার লাইগা আমি বিশেষ দোয়া'র ব্যাবস্থা করতেয়াছি....খাড়ান। আমার বউ তো খালি দরজা লক করছে আর আপনার বউ জানি হ্যার সব কিছু লক কইরা রাখে। নো এন্ট্রি................

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০০

সাদা মনের মানুষ বলেছেন: লেখায় ভাইটামিন চরম,,,,,,,,,শুভেচ্ছা থাকলো।

০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪০

লাজুক ছেলে...... বলেছেন: ধন্যবাদ সাদা মনের মানুষ। বাকের ভাইয়ের যুগে মাইরে ভাইটামিন আছিল আর এই যুগে লেখায়! ব্যাপক উতসাহিত হইলাম রে ভাই। খালি আফসোস....... স্কুল কলেজ এর স্যার রা এই ভাইটামিন খাইল না...।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

হেডস্যার বলেছেন:
:D :D মজা পাইলাম গো....

০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৩

লাজুক ছেলে...... বলেছেন: আপনার মজার ছোঁয়া লাইগা গ্যালো আমার প্রানে.........মজ্জায় মজা......

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

মদন বলেছেন: +++++++++++

০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৪

লাজুক ছেলে...... বলেছেন: এক লরি ধন্যবাদ পাঠায়লাম আপনার বাসায়।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫০

তিথীডোর বলেছেন: খুব মজা পেলাম পরে-- :D :D :#)

০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৫

লাজুক ছেলে...... বলেছেন: ধন্যবাদ তিথীডোর........ঈদের অগ্রিম শুভেচ্ছা।

৭| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৬

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~ মজা পাইলাম । :)

০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৬

লাজুক ছেলে...... বলেছেন: ধন্যবাদ ........ঈদের অগ্রিম শুভেচ্ছা।

৮| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১১:০০

অপূর্ণ রায়হান বলেছেন: ১ম ভালোলাগা ভ্রাতা ++++++++

আমি যদি আকাইম্যা হই তাইলে তোমার পোলাডা তুমি কোন ওয়েবসাইট থাইক্যা ডাউনলোড করছো?
=p~ =p~ =p~ =p~ B-) বানীটা শিখে রাখলাম , কাজে দিবে :)

দৃষ্টি পাল্টান ভ্রাতা , মাঠে যাওয়ার আগেই উপঢৌকন এর ব্যাবস্থা রাইখেন :)

ভালো থাকবেন সবসময় :)

০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫৭

লাজুক ছেলে...... বলেছেন: ভ্রাতা আপনার জন্যও ফরমালিন ফ্রি খাটি ঘী'য়ে ভাজা ধন্যবাদ। বানী কাজে লাগালে জানাইয়েন...... অপেক্ষায় রইলাম। হুম দৃষ্টি-ই পাল্টাইতে হবে( তার আগে ভাবতেছি বউ তার নাম এফিডেভিট কইরা "দৃষ্টি" রাখব)। উপঢৌকন এর আইডিয়াটা মাথায় রাখলাম। কঠিন আইডিয়া দিছেন। আগুনে মোম না গললেও মাইয়া মানুষ (অলমোস্ট সবাই মাইয়া ) গলবোই। আপনার অভিজ্ঞতা আমিও কাজে লাগাইব।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৪

ডরোথী সুমী বলেছেন: দারুণ মজা পেলাম লেখা পড়ে! রায়্যাত তো বিচ্ছু এমনি এমনি হয়নি, বোঝাই যাচ্ছে আপনারই কার্বন কপি।সোনামণির জন্য অনেক শুভকামনা রইল আর আপনার জন্য সমব্যাদনা!!!

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

লাজুক ছেলে...... বলেছেন: অনেক দিন পরে রিপ্লাই দিছেন তাতে মনে দুস্ক নাই..... দিছেন যে এইডাতেই দিল খুশ । হ্যারে ভাই রায়্যাত এক্কেরে উন্নত মানের কপি হইছে.... ঝকঝকা তকতকা । কপি মেশিন খুব একটা ভাল না হইলেও প্রডাক্ট মা শা আল্লাহ ভাল হইছে। সব আল্লাহ পাকের মেহেরবানি আর আপনাদের দোয়া।
সমব্যাদনা'র জইন্যে ধইন্যা। আমার ব্যাপক সমব্যাদনা দরকার। আইজকাল পোলাডার কি ভিমরতি ধরছে মাঝ রাইতে কুনো পুরবাভাস ছাড়াই জাইগা যায়। সময়-অসময় বোঝে না--- বোকাটা।

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

ডরোথী সুমী বলেছেন: আপনি এত বুকা কেন? ছেলে চলবে ডালে ডালে আর আপনি পাতায় পাতায়! সময় বদল করেন..... আমি ব্লগে আসিই অনেক দিন পর পর। কঠিন বিষয় বস্তু ভাল লাগেনারে ভাই। যেগুলি ভাল লাগে সেগুলিতে মন্তব্য করি। ভাল থাকেন।

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

লাজুক ছেলে...... বলেছেন: হ্যারে ভাই..... আমার ও কঠিন বিষয় ভাল লাগে না । টিভি,পেপার সব জাগায় খালি নেগেটিভ নিউজ। মেন্টাল প্রেসার বাইড়া যায়। এই জন্য আমিও মজার কিছু পোস্ট থাকলে পইড়া,কমেন্টস কইরা আনন্দ পাই। জীবন টাকে সহজ সরল করেই পার করতে চাই। দোয়া করেন আর ভাল থাকেন আপনিও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.