নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
সহজ জীবনটাকে আসলে আমরাই জটিল করে তুলছি।
সবখানেই না পাবার হতাশা , হিংসা, বিদ্বেষ, হানাহানি,
রেষারেষি, অহেতুক দ্বন্দ্ব/বিবাদ।
সন্তুষ্টি শব্দটি কেন যেন অপরিচিত হয়ে গেছে আমাদের কাছে।
বেঁচে আছি এটাই কি যথেষ্ট নয়? জীবনটাই তো আমাদের জন্য সব থেকে বড় উপহার।
ঘুম থেকে উঠে ঘরের বাহিরে বার হয়ে যে আকাশ দেখেন
সেটা কত বিশাল অই আকাশ আপনাকে বলে হৃদয়টাকে প্রসস্থ করুন।
যেখানে জীবনের ওপর নাম পানি , অথচ তার কোন রং বা আকৃতি নেই সে কতটা সরল।
আর আমরা কেন জীবনটাকে সরল পথে পরিচালিত না করে বক্রতার দিকে এগিয়ে দেই!
আজ বেঁচে আছি নতুন একটি দিন আমাকে স্বাগত জানাচ্ছে এটাই কি অমূল্য নয়? কাল তো আমি অতীত হয়ে যেতেই পারি! প্রতেকে যদি এই উপলব্ধিটুকু করতে পারত তবে পৃথিবী সত্যিই বেহেশত হয়ে যেত।
গঠন মূলক কিছু করুন বা করতে চেষ্টা করুন।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:০১
খেলাঘর বলেছেন:
বোকা বোকা কথা