নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলার এজাহারভুক্ত আসামি সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সাত আসামিকে অব্যাহতি দিয়েছেন আদালত।
এ বিষয়ে দৈনিকের কিছু পাঠক মন্তব্য তুলে ধরছিঃ
#দুর্নীতি থেকে মুক্তির জন্য সার্টিফিকেট দেয়া হোক
#অব্যাহতি সাথে একটা দেশ প্রেমিকের সার্টিফিকেট দিলে ভাল হত।
#দুদকের এখন শুধু আবুলদের প্রশংসাপত্র দিতে বাকী
#Excellent !! Ssoopperrr Excellent !!!
#এগিয়ে চল, সামনে কোন বাধা থাকবেনা
#দেশ প্রেমিকেরা অব্যহতি পাবে এটাইতো স্বভাবিক !!!!!!!!!!!!!!!!!
#এবার সাত আসামিকে পুরসকার দেয়ে উচিত !!
#যাক দুদক বুঝতে পারছে এরা কত গুনি ব্যাক্তি !
#দায়মুক্তি কমিশন যে তাদের দায় মুক্তির সনদ দেবে সেতো জানা কথা ! সরকার দলীয় দুর্নীতিবাজরা যে দুধে ধোয়া তুলসী পাতা !
#দুর্নীতি অব্যাহতি মন্ত্রণালয় নামে একটা নতুন মন্ত্রণালয়ের দাবি জানাই!!!!!!!!!!!!!!!!!!!!
#দুদক = দুর্নীতি দায়মুক্তি কমিশন
#এখন সৈয়দ আবুল হোসেনের মন্ত্রীত্ব ফেরত দেয়া হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে দেশপ্রমিক আর দুদকের দৃষ্টিতে নির্দোষ আবুল হোসেন কোন দোষে মন্ত্রীত্ববঞ্চিত থাকবেন? পদ্মাসেতু নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সদাহাস্যোজ্জ্বল আবুল হোসেনকে দেখতে চাই।
বিদ্রঃ লেখক মন্তব্য নিষ্প্রয়োজন।
২| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪২
খেলাঘর বলেছেন:
শেখ হাসিনার নাম ইতিহাসে যাবে মিথ্যুক হিসেবে।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫১
খেলাঘর বলেছেন:
শুধু পদ্মাসেতু নিয়ে হাসিনা যে অদক্ষতা ও চুরির ইতিহাস স্হাপন করলো, সেটা উনার জন্য বড় ধরণের সমস্যা হবে, জেল হওয়ার সম্ভাবনা।
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: ডিজিটাইজেশন অব দূর্নীতি!!!!!!!!!!!!!!!!!!!
এখন মহাউৎসাহে সকলরের এরাম বড় মাত্রায় দূর্নীতিতে জড়িয়ে দেশপ্রেমিক উপাধী পাওয়ার প্রতিযোগীতা করা উচিত!!!!!!!!!!!!!!!!!!!!!!!
তবে ছুডুখাট কইরা ধরা খাইলে কিন্তু জামিন নাই!!!
হলমার্ক, পদ্মা সেতু এইরম বড় হওয়া চাই