নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
যুদ্ধাপরাধী বা রাজাকার বলতে যা জেনেছি তা হচ্ছে যারা আমাদের দেশের মানুষকে অন্যায় ভাবে হত্যা করেছে, লাশ গুম করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, সম্পদ লুট করেছে, হিন্দুদের সম্পদ দখল করে দেশ ছাড়া করেছে, নারীদের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে।
এখন কিছু প্রশ্নঃ
১) নারায়ণগঞ্জের ৭ খুন, সাগর-রুনি হত্যার সাথে কোন রাজনৈতিক দল ও তাদের সদস্যরা জড়িত?
২) সম্প্রতি কালে প্রতিটি গুমের সাথে জড়িয়ে আছে কোন রাজনৈতিক দল ও তাদের সদস্যরা?
৩) সম্প্রতি সাতক্ষীরাতে হিন্দু সম্প্রদয়ের ওপর হামলা চালিয়ে তাদের সম্পদ লুট করার জন্য হিন্দু-বোদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কোন রাজনৈতিক দল ও তাদের সদস্যদের বিরুধে অভিযোগ করেছে?
৪) সম্প্রতি যশোরে ভাইকে বেঁধে রেখে তার সামনে বোনকে ধর্ষণ করেছে কোন রাজনৈতিক দল ও তাদের সদস্যরা?
যেই রাজনৈতিক দল ও তাদের সদস্যরা এসব ঘটনার সাথে যুক্ত তাদের কি রাজাকার বলা অন্যায় হবে!!!!
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৫
আল-শাহ্রিয়ার বলেছেন: ভাই দুঃখিত ! আপনার কৃতজ্ঞতা জানানোর ধরণ কেন যেন আমাকে মুগ্ধ করে নি। ব্লগিং করছি মাত্র ১ মাস ১ সপ্তাহ সুতরাং অনেক কিছুই ঠিক মতন বুঝতে পারিনা। তবে আপনি আমাকে হয়ত বিশেষ কোন ট্যাগ করেছেন বলে মনে করছি। সুতরাং ধন্যবাদ জানালাম না! তবে আমার প্রশ্নের উত্তর গুলো অন্তত পক্ষে নিজে নিজের মনকে দিবেন।
অবশ্যই ছোট ভাই হিসাবে কোন ভুল করলে শুধরে দিবেন আশা করছি ।
২| ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রাজাকার শব্দটা যদি ঘৃনা প্রকাশক শব্দ হয় , তাহলে আমি বলবো এরা অবশ্যই রাজাকার ।
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২০
আল-শাহ্রিয়ার বলেছেন: যেই সংজ্ঞা ব্যাবহার করেছি সেখানে অবশ্যই ঘৃনা প্রকাশ পেয়েছে।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:২২
খেলাঘর বলেছেন:
যারা রাজাকার গোলমাল আজমের জানাজায় গেছে, ওরা সবাই রাজাকার।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২১
রাফা বলেছেন: ড়াজাকার শব্দের মহাত্ব মনে হয় আপনিই উপলব্দি করতে পারছেন ভাইজান।
সমস্যা কোথায় আমাদের আপনার লেখাই তার প্রমাণ।
৫| ২৮ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪০
চলতি নিয়ম বলেছেন: যারা রাজাকার গোলমাল আজমের জানাজায় গেছে, ওরা সবাই রাজাকার।
৬| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৭
নীল আকাশ ২০১৪ বলেছেন: @খেলাঘর ও চলতি নিয়ম,
রাজাকারদেরকে এরকম জেনারেলাইজ করবেন না। আখেরে তা স্বাধীনতার সো কল্ড পক্ষের শক্তির জন্য বিপদই বয়ে আনবে।
৭| ২৮ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০১
চলতি নিয়ম বলেছেন: নীল আকাশ ২০১৪, গুাজোম রাজাকার কিনা ?
৮| ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৮
নীল আকাশ ২০১৪ বলেছেন: @চলতি নিয়ম, গুজম রাজাকার কিনা, সেটা ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার, সেদিকে আমি যাচ্ছিনা। কিন্তু জানাযায় যারা অংশ নিয়েছে, তাদের সবাইকে রাজাকার আখ্যা দেওয়া হলে রাজাকার গালিটার গুরুত্ব অনেক কমে যায় - আমি সেটাই বলতে চেয়েছি।
৯| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৩
চলতি নিয়ম বলেছেন: সেটা ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপার, !!
কিরকম??
১০| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৫
খাটাস বলেছেন: আল শাহারিয়ার তুমাগ মত ছাগলরে থাব্রাইয়া লাত্তি দিয়া মায়ের পেটে ঢুকাইয়া দিতে মন চায়। সাইদি নিজামি সহ এমন কি সাকার পক্ষে কথা কইলে অন্তত বুঝতাম, না সেটা কিছুটা হলে ও আলাদা ব্যাপার।
কিন্তু প্রমানিত রাজাকার গুরুর জন্য এত পীড়িত কেন তুমাগ?
লীগ চুর, শাহাবাগের নেতা চুর সব ই মানি, আপত্তি নাই।
কিন্তু বলদ কোন হান কার সবাইরে নাস্তিক, অপসংস্কৃতি, অমুসলিম মনে হয়?
আর স্বাধীনতার পরে কারা কি অপরাধ করছে, সেই জন্য যুদ্ধের সময়ের রাজাকার রে ভুইলা যাইতে হবে শুয়োরের বাচ্চা?
তরে দেইখা আর কথা শুইনাই বোঝা যায়, কোন গ্রাম থেইকা ঢাকায় আইসা ঢাকার উদ্ভট বড় লোকের বান্দি গুলোরে দেইখা লাল ফালাও, আর কউ সারা দেশে ইহুদি নাসারা দিয়া ভইরা গেছে।
আমি সিউর তোর আশে পাশে যারা আছে, সবাই হয়ত বেশ ধার্মিক। কিন্তু তারা ও যেমন শুইনা শুইনা ইসলাম সিখসস, না পরছস ইতিহাস।
সবাই লীগের নেতার বাল ফালাইয়া ইতিহাস শেখে না শুয়োরের বাচ্চা।
সাদা মাটা হইলেই মানুষ ভাল হয় না, যেমন তুই।
সব জায়গায় দেখি আবেগ দিয়া আলতু ফালতু কথা দিয়া ফাউ কথা কইয়া বেড়াস। তোর কারনে তোর বাপ মারে কিছু কউয়া ঠিক না। বিজরমা মানুষ নিজ গুনে হয়। তোর মত।
ইসলাম রে খালি তোরাই জানস, আর তোরাই ভালবাসো আর সবাই বাল ফালায়।
শুয়োরের বাচ্চা লীগেরে বাঁশ দে আপত্তি নাই, তাই বলা প্রমানিত রাজাকার প্রধানের জন্য কান্না কাটি কর ঘরে বইসা আপত্তি নাই, পাবলিক রে কি বুঝাইতে চাস? আমি সিউর তুই মাদ্রাসার ছাত্র।
এর লাইগা খালি হুজুরের থেইকা ইতিহাস সিখছস, বলদ খুন হানকার।
২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
আল-শাহ্রিয়ার বলেছেন: প্রিয় খাটাস তুমি যে বস্তি থেকে উঠে এসেছ এবিষয়ে আমার কোন সন্দেহ নেই।
তোমার মুখের ভাষাই তার প্রমান ( থাব্রাইয়া লাত্তি দিয়া মায়ের পেটে ঢুকাইয়া, শুয়োরের বাচ্চা, তরে দেইখা আর কথা শুইনাই, বান্দি গুলোরে দেইখা লাল ফালাও,বিজরমা, বলদ খুন হানকার, পীড়িত )
একজন বস্তিবাসীর সাথে তর্ক করার ইচ্ছা বা অভিপ্রায় আমার নেই।
তবে তোমার মতন বস্তিবাসীরাই কিন্তু সুযোগ- সুবিধা পাওয়ার আশায় রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিল।
আর একটি তথ্য আমি তো দূরের কথা আমার পরিবার এর সাথে যুক্ত এমন কেউ নেই যে মাদ্রাসায় লেখাপড়া করেছে।
আর আমি কোন রাজাকার/ অপরাধীর পক্ষে কথা বলেছি প্রমান করতে পারলে কাল থেকে সব ধরনের লেখা-লেখি বন্ধ করে দিব। পারলে প্রমান করার চেষ্টা করে দেখ! তবে তোমার মতন খাটাস দের যে সেই মুরোদ নাই তা আমি ভালো ভাবেই জানি। যদি থাকতো তবে নিজের প্রকৃত পরিচয় দিয়েই ব্লগে লিখতে।
১১| ২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
খাটাস বলেছেন: শোন বলদা তরে দিয়া ব্লগে দুই জন রে গালাইলাম দুই বছরে।
মেলা শিবির বিম্পির লিগের সাথে কথা হইছে, তর মত দেখি নাই। হেরা সরাসরি নিজের মত দেয়। তুই ত ইনায়ে বিনায়ে কুথা কস, তাই তর মত বলদ রে লাত্তি দেয়া দায়িত্ব।
আর শোন বলদা আমার নাম টাই খালি নিজের না, আমার নিজের পরিচয় ব্লগে অনেকেই জানে।
আর তর মত অপদার্থ গাইয়ার সাথে তর্ক করতে আসি নাই। অন্য কেও বস্তির পোলা কইলে খারাপ লাগত। তর মত অপদার্থের কথায় কি আসে যায়।
যা খোয়ারে যা বলদা কুন হাঙ্কার
২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৮
আল-শাহ্রিয়ার বলেছেন: তার মানে তুমি পরাজয় বরণ করেছ সুতরাং কিছুই বলার নাই।
ইহা সত্য দেশের প্রতি আমার টান কমিয়া গিয়াছে কিন্তু তার জন্য দায়ী তোমাদের মতন দল কানা গুলো। ভালো করলে সব দলকেই ভালো বলিব, কিন্তু নির্দিষ্ট কোন দলের পক্ষে চামচামি করিতে পারিব না।
একটি কথা সত্য করে বলতো ব্লগে লেখা লেখি করার উদ্দেশ্য কি?
তুমি যেটা ঠিক মনে করবে তা লিখবে, অযথা গাঞ্জাম বাধানোর জন্য ব্লগ নয়। আর কখন কোন হুমকি বা ধমক দিয়ে নিজের মত অন্যের ওপর চাপান যায় না। আমি যদি কারও নিন্দা করে থাকি আপনি প্রশংসা করে প্রমান করুন সে ভালো। কিন্তু আপনার সাথে আমার কোন বাক্তিগত দন্দ হবে কেন? নিজের মত প্রকাশ করুন অন্যের শেখানো বুলি নয়।
১২| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১০
খাটাস বলেছেন: আমি দল কানা?
মাফ চাই হে মহামতি আফনের মত গুণীর ওপর রাগ করছি, আমি নিজেই বলদ।
১৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১১
খাটাস বলেছেন: আপনি যে পথের ই হন, বিশ্বাসের হন, গালি দেয়া আর বাজে ভাষা ব্যবহার করা ঠিক হয় নি। আমি কাও কে গালি দেই না কখন ও। আপনার মত অনেক কের গোয়াজমের পক্ষ মুলক প্রচ্ছন্ন অস্পষ্ট ইঙ্গিত গুলো তে মেজাজ ধরে রাখতে পারি নি।
তাই ক্ষমা প্রার্থী। আপনি চাইলে আমার বিরুদ্ধে অভিযোগ করে পোস্ট দিতে পারেন।
শেষে এটুকু বলব, নিরপেক্ষ ভাবে জানার চেষ্টা করুন। সত্য জানুন।
ভাল থাকবেন।
৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৯
আল-শাহ্রিয়ার বলেছেন: ভাই আপনার বিরুদ্ধে অভিযোগ করে পোস্ট দেওয়ার কোন ইচ্ছাই আমার নেই। কিন্তু গালি দেয়া আর বাজে ভাষা ব্যবহার করায় একটু খারাপ লেগেছিল। নিরপেক্ষ ভাবে জানার জন্য সবসময় আমি চেষ্টা চালাই।
ভাই আপনি ভুল বুঝতে পেরেছেন এর থেকে বড় প্রাপ্তি আর কিবা হতে পারে। আমি আপনার মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা প্রার্থী।
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৪
অপূর্ণ রায়হান বলেছেন: জী , আপ্নাকে বিষেসঃ ক্রিতজ্ঞতা জানান হয় ে ছে