নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
আজ আমাদের ভার্সিটির এক বন্ধুর জন্মদিন ছিল।
বিকাল ৪ টায় বের হয়ে আমরা ৬ বন্ধু এ উপলক্ষে ধানমণ্ডি লেকে ছোট একটি পার্টি + আড্ডা দিলাম। আড্ডা শেষ করে পণে ৮ টার দিকে কেয়ারী প্লাজার সামনে দাঁড়িয়েছি একবন্ধুকে ইন্দিরা নামক লেগুনায় তুলে দিব। হটাত বিকট শব্দ শুনে খানিকটা ঘাবড়ে গেলাম, দেখি ইউ আই ইউ ইউনিভার্সিটির সামনে একটি বাস থেমে গেছে। ভাবলাম হয়ত বাসের চাকা বাস্ট হয়ে গিয়েছে। কিন্তু টা নয় বরং আলমাস প্লাজা আর কেয়ারী প্লাজার সামনে কয়েক সেকেন্ডের ভেতর অপর দুইটি ককটেলের বিস্ফোরণ ঘটল।
জীবনে প্রথম বার চোখের সামনে ককটেল বিস্ফোরণ দেখলাম।
পরপর ৩ টি ককটেল বিস্ফোরণে অনেক দিন পর ভয় পেয়েছি।
পড়ে দ্রুতই বাসায় ফিরে এসে হাফ ছেড়ে বাঁচলাম। আজ পর্যন্ত কখনোই ভূত দেখার দুর্ভাগ্য বা সৌভাগ্য হয়নাই। কিন্তু আকস্মিক ভাবে এমন ভয় পেয়েছি আজ যার ফলে এতটুকু অনুভব করতে পারছি ভূতের ভয় অপেক্ষা ককটেলের ভয় অধিক তীব্র।
©somewhere in net ltd.