নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
কিছুদিন পূর্বে একটি ব্লগ লিখেছিলাম, বাংলাদেশ কাঁদে, বদি হাসে!
কাল সকালে আর একটি ব্লগ লিখেছিলাম, 'আবারও আশাবাদী হতে ইচ্ছা করে!!!!
আমি নিজেকে আশাবাদী বলিনাই অথবা বলতে পারিনাই, কিন্তু কারণ হিসাবে আর একটি লেখা দায়মুক্তি চাই সব চোরের!!!!!!!!!
হ্যাঁ এটাই আমাদের দেশ না আমাদের মানুষ নয় বরং সমস্যা আমাদের শাসন ব্যবস্থায়।
বাংলাদেশের সবথেকে বড় ইয়াবা গডফাদার কক্সবাজার-৪ আসনের এমপি জনাব বদি কে পর্যাপ্ত তথ্য প্রমান থাকার পরও জামিন দেওয়া হয়েছে। শুধুমাত্র জামিন প্রদান করেই তার আশ্রয় দাতার ক্ষান্ত হয়নাই বরং এখন ২০০ তোরণ আর ৩০০ গাড়ির বহরের মাধ্যমে তাকে সন্মানিত করা হচ্ছে!!!!!!!!
একটি প্রবাদ আছে যে জাতি গুণীর কদর করতে পারেনা তাদের ভেতর গুণীর জন্ম হয় না। ড.ইউনুস, ফজলে হাসান'রা আন্তর্জাতিক ভাবে সন্মানিত হলেও আমাদের কাছে সন্মানিত নন তারা আমাদের জাতীয় স্টার নন বরং বদি'রা আমাদের কাছে স্টার, সুতরাং আমাদের দেশে নতুন নতুন বদিরা জন্ম নিবে কিন্তু আবেদ বা ইউনুস রা আর জন্ম নিবে না।
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ২:২৩
আল-শাহ্রিয়ার বলেছেন: ভাই আমারও তেমন টাই মনে হচ্ছে।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮
এম আর ইকবাল বলেছেন: অপরের মাথায় বাড়ি দিযে উপাজির্ত টাকা খরচ করতে গায়ে লাগে না । এটাও এক ধরণের বিনিয়োগ ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ২:০০
খেলাঘর বলেছেন:
তোরণের নীচে চাপা পড়বে।