নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
আজ অনেক মৌসুমি দেশ দরদীরা একটি ইভেন্ট পালন করছে।
আজ ১৭ ও কাল ১৮ তারিখ তারা সবাই এয়ারটেল সিম ব্যবহার বন্ধ রাখবে। বাংলাদেশ কে নিয়ে ইন্ডিয়ানদের কটূক্তির প্রতিবাদে তাদের এই উদ্যোগ।
যেদিন থেকে ওয়ারিদ সিম এয়ারটেল হয়েছে সেদিন থেকে এই সিম ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। জেনেশুনে এবং বিকল্প পণ্য থাকতে কখনোই ইন্ডিয়ান পণ্য ব্যবহার করিনা।
বাংলাদেশ জন্মের আগে অথবা পরে থেকে কখনোই ইন্ডিয়া আমাদের ভালো চায়নি। কারনে অকারনে তারা অপমান করেছে আমাদের দেশকে, দেশের জনগণকে,আমাদের দেশের সম্পদ পাচার করেছে, নেশা দ্রব্য পাঠিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে দেশের তরুন পজন্মকে, আশ্রয় দিয়ে এসেছে এদেশের শীর্ষ সন্ত্রাসীদের, অহেতুক প্রভাবিত করেছে আমাদের রাজনীতি, অর্থনীতিকে, আঘাত করেছে সামাজিক মূল্যবোধকে, সিমান্তে প্রতিনিয়ত হত্যা করেছে অসংখ্য ফেলানিকে।
সুতরাং একদিনের জন্য নয় যদি বয়কট করতে চান তবে সকল ইন্ডিয়ান পণ্য বর্জন করুন সারা জীবনের জন্য।
২| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০২
মঞ্জু রানী সরকার বলেছেন: " একদিনের জন্য নয় যদি বয়কট করতে
চান তবে সকল ইন্ডিয়ান পণ্য বর্জন করুন সারা
জীবনের জন্য।"এটা করতে পারলেই জাতিগতভাবে বীরত্বের পরিচয়
৩| ১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০৮
পাভেলহক বলেছেন: সবাই টেলিটক ব্যবহার করুন সারা জীবনের জন্য
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৬
ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: " একদিনের জন্য নয় যদি বয়কট করতে
চান তবে সকল ইন্ডিয়ান পণ্য বর্জন করুন সারা
জীবনের জন্য।" সহমত