নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
সত্যি আমি বাকরুদ্ধ। খুব বেশি করে মনে- প্রানে চাচ্ছিলাম যেন শাহরিয়ার নাফিস ভালো করে আর মাসরাফির হাতে কাপ উঠে। খেলা যেন এক তরফা না হয়। কাপালি দল পেয়েছিল না। সে আক্ষেপ করে বলেছিল আগের বার যেখানে সিলেটের আইকন প্লেয়ার ছিলাম আর এবার কোন দল না পাওয়াটা সত্যি হতাশা জনক। তার পরের দিন আমাদের নড়াইল এক্সপ্রেস কাপালিকে দলে ভিড়িয়ে ছিল। যখন সবাই ম্যাসের কাছে কারন জানতে চেয়েছিল তখন সে একটি কথা বলেছিল বলা তো যায় না এই কাপলিই কাপ জিতিয়ে দিতে পারে। মাসরাফি জিতলে মনে হয় যেন বাংলাদেশই জিতে গেছে। সত্যি কাপালিই কাপ জেতাল। আর আমাদের ইমরুল কায়েসের কথা কিবা বলবো ইনজুরি নিয়ে সে যে খেলা দেখাল এক কথায় অসাধারণ। দল মনে হয় নতুন কোন পাগলা কে পেল।
পছন্দের একটি গানের একটি লাইন দিয়েই শেষ করলাম,"যতটা চেয়েছি তার চেয়েও বেশি"..............................।।
©somewhere in net ltd.