নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
আজ তারানার হালিমের ডাকে সারা দিয়ে তাইরে নাইরে না করতে করতে বায়োমেট্রিক্
পদ্ধতিতে আমার একমাত্র সিম টাকে রেজিস্টেসন করতে সারা বিকাল পার করলাম।
মজার বিষয় হত এখন পর্যন্ত কনফরমেসন বার্তা পাইনাই! বাংলায় একটি প্রবাদ মনে
পরে গেল, "ঢাল নাই তরবারি নাই নিধিরাম সর্দার"
এখনো পর্যন্ত নেটয়ার্কই ঠিক মতন পাওয়া যায় না আর বায়োমেট্রিক্স পদ্ধতি প্রচলন করা
হয়েছে আমাদের দেশে! বার বার সার্ভারে error মাসেজ আসে! কারন সার্ভার ঠিক মতন
প্রস্তুত নয় একসাথে এতো পরিমান ডাটা হ্যান্ডেল করতে!
আর সিম যখন রেজিস্ট্রেশন করেছিলাম তখন তো নিজের জাতীয় পরিচয় পত্র দিয়েই
করেছিলাম। আর সেখানে আমার হাতের ছাপ তো সংরক্ষিত রয়েছে তাহলে পুনরায় এই
প্যারা নেবার কি প্রয়োজন?
আগে পর্যাপ্ত ইন্টারনেট সুবিধা সবার জন্য সহজলভ্য করুন তারপর নতুন পদ্ধতির দিকে
অগ্রসর হউন। নতুবা তুঘলকের মতন পস্তাবেন!
২| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮
আহমেদ জী এস বলেছেন: আল-শাহ্রিয়ার ,
আমিও তাইরে নাইরে না করতে করতে বায়োমেট্রিক্ করতে গিয়ে দেখি আমার জাতীয় পরিচয়পত্রের সময়ে নেয়া আঙুলের ছাপের সাথে এখনকার ছাপ মিলছেনা । বারবার error মাসেজ আসছে । ছাপ না মেলার তো কোনও কারন নেই । বললুম, আপনাদের যন্ত্রপাতি ভালো আছে তো ? ভালো থাকলে এখন কি করবো আমি ?
ওনারা বললেন , নির্বাচন কমিশনে গিয়ে ঠিক করে আনতে । আমার আর খেয়েদেয়ে কাজ নেই নির্বাচন কমিশনে গিয়ে ঠিক করে আনি !
কতক্ষন দাঁড়িয়ে থাকতে থাকতে জানলুম, একজনে নাকি ১০টির মতো সীম নিবন্ধন করতে পারেন । এইতো রাস্তা পাইছি ।
বউকে নিয়ে এলে তার আঙুলের ছাপে আমারটা সহ বাসার সবার সীম বায়োমেট্রিক্ নিবন্ধন হয়ে গেলো, আমার বউয়ের নামে । এখন প্রশ্ন, হলোটা কি ?
সরকার কি আসলে আঙুলের একটি যেন তেন ছাপ চাচ্ছে না কি জঙ্গি কর্মকান্ড ঠেকাতে চাচ্ছে ? কেম্মে কি ????????
পরে পত্রিকায় দেখি , এককোটি লোকের আঙুলের ছাপ নাকি ডাটাবেজ থেকে হারিয়ে গেছে ।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২২
হাসান মাহবুব বলেছেন: আমিও কনফার্মেশন ম্যাসেজ পাই নাই এখনও
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
আমি ভাল মানুষ বলেছেন: কথা সত্য