নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
বাজেট ঘার্তি প্রায় এক লক্ষ কোটি টাকা!(৩০ শতাংশ ঋণ)
একজন Finance এর ছাত্র হিসেবে এবারের বাজেটের সব থেকে বড় দুর্বলতা এই
বৃহৎ অংকের ঋণকেই মনে হয়েছে।
বাজেটে শিশু আর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ব্যাবহরিত বইয়ের দাম বাড়ানো হয়েছে!
বিষয়টি আসলেই আশ্চর্যজনক! মন্ত্রী মহাদয় কি চান না শিক্ষার্থীরা শিক্ষিত হোক!
অথচ নতুন গাড়ির ওপর কর কমানো হয়েছে!! যেখানে নগর পরিকল্পনাবিদরা বলে
আসছেন ঢাকার রাস্তায় প্রাইভেট গাড়ি ব্যাবহার কমানর জন্য সেখানে মন্ত্রী আরও যানজট
বাড়ানোর জন্য আমদানি শুল্ক ১৫% কমিয়ে দিয়েছেন!
একজন স্বঘোষিত প্রতিবন্ধী মন্ত্রীর কাছ থেকে এর থেকে বেশী আর কি আশা করা যায়!
০৩ রা জুন, ২০১৬ দুপুর ১২:৩৬
আল-শাহ্রিয়ার বলেছেন: সংশোধিত।
২| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১২:২৯
গেম চেঞ্জার বলেছেন: একটি ক্লাবের তত্বাবধান যদি চিটার বাটপার জোচ্চুরদের হাতে থাকে তাহলে সেটার কি অবস্থা হবে আন্দাজ করেন। আমাদের একটা ক্লাব ছিল। ঐ ক্লাবে আমরা প্রতি সপ্তাহে ৫০০ টাকা করে দিতাম।
১ বছর পরে যখন অডিট রিপোর্ট দেখলাম তখন দেখি নানান খাতে যথেচ্ছা অংক বসিয়ে টাকাগুলো লোপাট করা হয়েছে। ক্লাব সদস্যদের অনাস্থায় পরে ঐ ক্লাবটিই আর টিকেনি।
আমাদের সরকারের এই অবস্থাই হয়েছে তবে পার্থক্য হইলো সরকার টিকে থাকবে কারণ জনগণ নিজেদের টাকার হিসেব নিবে কৈ থেকে। এই টাকার মালিক তারা নিজেদের ভাবতেই পারে না সেখানে...
০৩ রা জুন, ২০১৬ দুপুর ১২:৩৯
আল-শাহ্রিয়ার বলেছেন: আমাদের দেশে তথ্য আইন আছে কিন্তু সরকারী কোন অফিসেই তথ্য কেন্দ্র থেকে সেভাবে জানতে প্যারা যায় না। আর এই অসচ্ছতা হল দুর্নীতি ঢাকবার একটি কৌশল!
৩| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১২:৫৬
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: কোন বাজেট ঘাটতি থাকবে না, বরাদ্দ থাকবে, ব্যয় হবে না। আমার কেবল একটাই দাবী, সিগারেটের উপর যত ভ্যাট আচে প্রত্যাহার করা হোক। একটা বেনসনের প্রক্রিত উতপাদন মুল্য ১ টাকার মতন, আমরা ১০-১১ টাকায় কিনি। অমানবিক মাত্রার ট্যাক্স। আমি বিড়ির দামে বেনসন চাই।
০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:১৯
আল-শাহ্রিয়ার বলেছেন: দ্বিমত পোষণ করছি বরং শিক্ষা উপকরনের উপর ভ্যাট প্রত্যাহার করে সিগারেট/মদ জাতীয় ক্ষতিকর পণ্যের ওপর অতিরিক্ত সারচার্য আরোপ করা হউক।
৪| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:৪৩
খস্তগীর হোসেন বলেছেন: ঋণ না কর্লে এই ঘাটতি মিটাইবেন কেম্নে? নতুন ফেকটরি দিবেন, উতপাদনে বিষ্ফোরন ঘটাইবেন? ঋণ না কৈরা সেইটা কর্বেন কেম্নে?
০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:০৬
আল-শাহ্রিয়ার বলেছেন: জনাব হোসেন উৎপাদনের জন্য সরকারী বরাদ্দ কই দেখলেন? সেটা হলে তো ঋণ নিয়ে কথা উঠত না! মজুরি ও বেতন ৪০ শতাংশ ১৭ শতাংশ ঋণের সুদ! সেখানে আপনি কিসের বিস্ফোরণ দেখলেন কে জানে! তবে রুশ সহায়াতায় যে পরমানু কেন্দ্র নির্মাণ চলছে সেখানে বিস্ফোরণ ঘটলেও অবাক হব না!
৫| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৪৯
খস্তগীর হোসেন বলেছেন: সরকারের বরাদ্দটা কুন্খান থিক্যা আস্পে? ঋণ না কর্লে? এইটা কি এম্যেরেকার ফেডারেল রিজার্প পাইসেন?
০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
আল-শাহ্রিয়ার বলেছেন: সরকার নয় বরং মনে হয় আপনার ভাগেও কিছু পরবে! বাজেট থেকে!!
০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
আল-শাহ্রিয়ার বলেছেন: আর রিজার্ভ ব্যাংকের টাকাও তো লুট করে ফেলেছে!
৬| ০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:২০
খস্তগীর হোসেন বলেছেন: আপনে কি চাঁদগাজীর মাল্টি নাকি? উত্তরগুলা হের মতই দিতাসেন, জিগাইসি একটা দিতাসেন কি আপনেই জানেন।
১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৫
আল-শাহ্রিয়ার বলেছেন: চাঁদ গাজি আপনার থেকে শিক্ষিত তাকে বোঝালে বুঝতে পারে আপনি তো আবার অন্ধ সমর্থক কি জন্য সমর্থন করেন নিজেই জানেন না।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১২:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনুগ্রহ করে পোস্টের শিরোনাম সংশোধন করুন। অযাচিত শব্দ ব্যবহার করে কোন আলোচনা, সমালোচনা হলে তা নীতিমালা অনুযায়ীয় ব্যবস্থা গ্রহন করা হবে।