নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
অভিনন্দন জনাব ট্রাম্প অ্যামেরিকার ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচিত হবার জন্য।
আশাকরি আপনি জনাব পুতিনকে সাথে নিয়ে আমাদের জন্য একটি ভালো
পৃথিবী উপহার দিবেন।
গতকাল একটি পোস্ট দিয়েছিলাম "দেখা যাক মিডিয়া নাকি ব্যাক্তি কার জয় হয়!!"
ক্রমাগতভাবে প্রথমআলো, বিবিসি যখন প্রচার করে চলছে হিলারি জেতার সম্ভাবনা
৭০%। ট্রাম্প ২০০ এর বেশি ইলেক্ট্রোরাল পাবে না হিলারি ৩৩০ এর বেশি
ইলেক্ট্রোরাল পেয়ে জিততে যাচ্ছে। ইস্পাহানিক ভোটে হিলারি ব্যাবধান বাড়াবেন!
যখন ট্রাম্পকে ম্যাসেজ দিয়ে সবাই চিকন পিনের চার্জার আর চালর বলছিল তখন
একমাত্র বাংলাদেশী সম্ভাবত আমি যে কিনা ট্রামকে ম্যাসেজে লিখেছিলাম,"
congratulation for upcoming success and hope for better world,
support from Bangladesh."
and "Best wishes from Bangladesh as a citizen of world."
নির্বাচনের দুইদিন আগেই আমি ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছি বিশ্বাস ছিল
American জনগন ভুল করবে ন।
পূর্ববর্তী পোস্টঃ ক্ষমতায় হিলারির আগমন তৃতীয় বিশ্বযুদ্ধের বার্তা বহন করে!!
হিটলার থেকে ট্রাম্প এগিয়ে যাও - আছি তোমাদের সাথে।।
০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪
আল-শাহ্রিয়ার বলেছেন: আশাকরি ভালো কিছুই হবে যেহেতু ট্রাম্প পুতিনের একজন সমর্থক এবং চীনও তাকে সমর্থন করছে।
২| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮
হাবিব শুভ বলেছেন: ট্রাম্প সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করবে.। বিশ্ব ভালো কিছুর আশায় .।।।
০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮
আল-শাহ্রিয়ার বলেছেন: মনে করি না।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩
সুলতানা সালমা বলেছেন: ৪৫ তম না, ৪৬ তম হবে!
০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭
আল-শাহ্রিয়ার বলেছেন: http://www.bbc.com/bengali/news-37918344
০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭
আল-শাহ্রিয়ার বলেছেন: ৪৫ তম
৪| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ট্রাম্প-276
হেলারি- 218
০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫২
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত। রিপাবলিকান পার্টি সব ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।
৫| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মিডিয়ার পরাজয় ভালোলেগেছে।
০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯
আল-শাহ্রিয়ার বলেছেন: ঠিক বলেছেন বিবিসি আর প্রথমআলো তো হিলারিকে নির্বাচনের আগেই জিতিয়ে দিয়েছিল।
৬| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭
দেবজ্যোতিকাজল বলেছেন: সারা আমেরিকা সাম্প্রদায়িক হয়ে গেলো ? কিন্তু কেনো ?
০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০২
আল-শাহ্রিয়ার বলেছেন: আমি মনে করি বিশ্বের বিভিন্ন সম্প্রদায়কে রক্ষায় এই নির্বাচন ভুমিকা রাখবে।
৭| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯
দেবজ্যোতিকাজল বলেছেন: যদি তাই রাখে তবে কোনো দেশ আর দেশ রইবে না ।
০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫
আল-শাহ্রিয়ার বলেছেন: ঠিক নয় বরং এগুলো অপপ্রচার
৮| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪
সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: মিড়িয়া আজকাল দিনকে রাত রাতকে দিন বানিয়ে দিচ্ছে।
০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮
আল-শাহ্রিয়ার বলেছেন: ঠিক বলেছেন
৯| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:১৯
সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: ভাই মনে হয় সফল হতে পারবোনা! প্রথম পাতায় সুযোগ পাবোনা। কি করা যায় অনুগ্রহ করে পরামর্শ দিবেন।
১৪ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:১৯
আল-শাহ্রিয়ার বলেছেন: অপেক্ষা করুন, বেশী বেশী পোস্ট করুন অবশ্যই ১ম পাতায় সুযোগ পাবেন।
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৪
চাঁদগাজী বলেছেন:
কি হবে, কেহ কিছু জানে না; বিশ্বকে অপেক্ষা করতে হবে।