নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
মেয়ের হত্যার বিচার চেয়ে ১৬ বৎসর আদালতে আদালতে ঘুরলেন অবশেষে
খুনিরা সর্বোচ্চ আদালতে খালাস পেয়েছে!!
-
আদালতের রায়ের বিরুদ্ধে কথা বলা সম্ভাবত রাষ্ট্রদ্রোহিতার সামিল। ভাল থাকুক
রাষ্ট্র ও তার আইন-আদালতের সবাই। বুশরা নামে মনে করি কেউ কখনোই
ছিল না। অহেতুক অতিরিক্ত পুলিশ সুপার পিতা কাল্পনিক মেয়ে মারা যাবার
শোকে নিজেই চলে গেলেন অন্যপারে আর মা ১৬ বছর ধরে আদালতের দ্বারে
করা নাড়েন, সপ্নে দেখছেন মেয়ে হত্যাকারীরা সাঁজা পাবে!!
শেষ করছি একটি জনপ্রিয় দেশাত্মবোধক গান দিয়ে---------
"বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা, এই জনতা।।
তোমার গুলির, তোমার ফাঁসির,
তোমার কারাগারের পেষণ শুধবে তারা
ও জনতা এই জনতা এই জনতা।।
তোমার সভায় আমীর যারা,
ফাঁসির কাঠে ঝুলবে তারা।।
তোমার রাজা মহারাজা,
করজোরে মাগবে বিচার।।
ঠিক যেন তা এই জনতা।
তারা নতুন প্রাতে প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে।
তারা ক্ষুদিরামের রক্তে ভিজে প্রাণ পেয়েছে।।
তারা জালিয়ানের রক্তস্নানে প্রাণ পেয়েছে।।
তারা ফাঁসির কাঠে জীবন দিয়ে
প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে।।
গুলির ঘায়ে কলজে ছিঁড়ে প্রাণ পেয়েছে,
প্রাণ পেয়েছে এই জনতা।
নিঃস্ব যারা সর্বহারা তোমার বিচারে।
সেই নিপীড়িত জনগণের পায়ের ধারে।।
ক্ষমা তোমায় চাইতে হবে
নামিয়ে মাথা হে বিধাতা।।
রক্ত দিয়ে শুধতে হবে।
নামিয়ে মাথা হে বিধাতা।।
ঠিক যেন তা এই জনতা।
বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা, এই জনতা।।"
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০৯
আল-শাহ্রিয়ার বলেছেন: এটি একটি প্রতিবাদী গান।
২| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: জাস্টিস হ্যাজবিন ডিনাইড!!!!!!!
গানটার ভবিষ্যতের স্বপ্নাশার! কোন একদিন বিবেক জেগে উঠলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে - যে অনুভব হবে তারই প্রকাশ
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৮
আল-শাহ্রিয়ার বলেছেন: আশায় বাঁচে মানুষ।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হায়রে বাংলাদেশের আইন...
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
সাদা মনের মানুষ বলেছেন:
বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা, এই জনতা।
...........বুঝতে পারলাম না কেম্নে কি?