নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
আমরা সবাই জানি বিপিএলএ কালকের দিনের দুই পরাজিত দলের নাম হল ঢাকা ও রংপুর। যদিও এক দল ১ম হিসেবে সেমিতে পা রেখেছে আর অন্যদল ৫ম হিসেবে বাড়ির টিকিট কেটেছে। কিন্তু দ্বিতীয় দলের কিছু নাদান সমর্থক সন্দেহ করছে ঢাকা নাকি খুলনার সাথে ইচ্ছা করেই হেরেছে যেন সেমিতে তাদের চিটাগাংএর মুখোমুখি না হতে হয়। এখন আসুন আমরা কিছু দেখাই!!
এই পরিসংখন তাদের জন্য যারা বলছিলেন ঢাকা নাকি চিটাগাংকে সেমিতে ফেস করতে চায় না!! আর খুলনা নাকি তাদের জন্য সহজ প্রতিপক্ষ!!
14th Match : Chittagong vs Dhaka, Dhaka won by 19 runs
38th Match : Chittagong vs Dhaka; Dhaka won by 6 wickets
18th Match: Dhaka vs Khulna; Khulna Titans won by 9 run
42th Match: Dhaka vs Khulna; Khulna Titans won by 6 wickets
আর এক দলকে বলবো অন্যদলের অপর ভরসা বাদ দিয়ে নিজের দল কি করেছে চিন্তা করুন। কুমিল্লার সাথে হেরে আগেই বাড়ির টিকিট কেটে রেখেছিল আপনাদের দল। আর রাজশাহীর সাথে যা করেছে তা তদন্ত করলেই পরিস্কার জানা যাবে অনেক কিছুই।
দুর্নীতিবাজ ঢাকার সাবেক কর্মকর্তা কিন্তু আপনাদের দলেই!! এছাড়া জুপিটার ঘোষ, ফাঁস হওয়া ফোনালাপ সব কিছুই কিন্তু আপনার দলের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে।
©somewhere in net ltd.