নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।
গত কাল একটি নিউজ দেখছিলাম ইত্তেফাকে সম্ভাবত। কাহিনী হল এক প্রবাসী সুন্দরী একটি মেয়েকে প্রেম করে বিয়ে করে প্রবাসে গিয়ে জানতে পারে ওই মেয়ে তার অবর্তমানে অন্য কোন ছেলের সাথে পরকীয়া করছে, লোকটি প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বরং মেয়েটি তাকে জেলে পাঠায় এরপরেও সেই প্রবাসী ওই মেয়েটির সাথে সংসার করতে চাওয়ায় মেয়েটি তার নব্য প্রেমিকের সহয়তায় ওই লোককে আটকে রেখে নির্যাতন করে ভিডিও ধারন করে পরিবারের কাছে পাঠিয়ে কয়েক লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।
একটি রিসোর্টে একজন গেস্ট এসেছেন তার নতুন বিয়ে করা বউসহ। লোকটি দীর্ঘদিন প্রবাসে আছেন এবং এখন তার বয়স ৪০+ বউয়ের আহ্লাদ পূরণ করবার জন্যই তিনি তাকে নিয়ে ঘুরতে বেড়িয়েছেন। সরকারি নিয়ম অনুসারে কোন মেয়ে আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে করতে পারে না। অথচ ওই প্রবাসীর বউয়ের বয়স জানতে চাইলে তিনি জানান জন্ম তারিখ নাকি জানেন না, তবে তিনি এতটুকু নিশ্চিত করছেন তার বয়স বারো বছরের বেশি হবে!
দুইটি ঘটনা খেয়াল করুন অধিকাংশ প্রবাসী মাত্রই কম বয়সী সুন্দরী মেয়ে বিয়ে করেন। প্রবাসীদের অনেক টাকা চিন্তা করে মেয়ের পরিবার কোন চিন্তা ছাড়াই মেয়েকে প্রবাসীর হাতে তুলে দিতে রাজী থাকেন। পরবর্তীতে দেখা যায় প্রবাসী তার রক্ত পানি করে টাকা উপার্জন করে তার বউকে টাকা পাঠাতে থাকেন কিন্তু তার বিবাহিত অল্প বয়সী বউ এত টাকা কিভাবে খরচ করে তার সম্পর্কে ন্যূনতম ধারনাও তার থাকে না। বরং দেখা যায় বউ প্রবাসী স্বামীর টাকায় নিজের একাকীত্বদূর করতে কোন এক প্লে'বয় টাইপের প্রেমিকের সাথে জড়িয়ে পরে অবৈধ সম্পর্কে। ফলাফল তো আপনাদের জানাই আছে।দেখা যায় প্রবাসী তার বিদেশ জীবনেও সম্পূর্ণ উপার্জন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। কিন্তু তারা সুখকে শুধুমাত্র টাকার অঙ্কে পরিমাপ করতে জানেন বলেই সব হারাতে হয়। যান্ত্রিক যুগে কর্মব্যস্ততার মধ্যেও সঙ্গিকে যে কিছুটা সময় দিতে হয় সেটা অনেকেই মনে রাখেন না। ২-৫ বছর পর পর ২-৩ সপ্তাহের জন্য দেশে আসা আর বৌয়ের নামে লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে তিনি ভাবেন দায়িত্ব পালন করে ফেলেছেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৪
আল-শাহ্রিয়ার বলেছেন: হ্যাঁ আমি ঘটনার সাক্ষী। আপনি হয়ত তেমন খোঁজ নেন নাই এখনও অনেক এলাকায় ক্লাস সিক্স-সেভেনে মেয়ে বিয়ে দেয়।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৫
রোকনুজ্জামান খান বলেছেন: হা হা হা
আমি নিজেও প্লে বয় হয়ে কিছু দিন ছিলাম তাদের সম্পর্ক ভাঙার জন্য নয় টিকিয়ে রাখার জন্য।
এখন তারা সুখে শান্তিতে বসাবাস করছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৪
আল-শাহ্রিয়ার বলেছেন: হা হা মজার অভিজ্ঞতা।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৭
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
দুইটি ঘটনা খেয়াল করুন অধিকাংশ প্রবাসী মাত্রই কম বয়সী সুন্দরী মেয়ে বিয়ে করেন।
না, আপনার এই কথায় আমি একমত নয়। প্রবাসী বা দেশি বলে কথা নয়, এটা বাঙ্গালী ছেলেদের মেন্টালিটি
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৬
আল-শাহ্রিয়ার বলেছেন: প্রবাসীদের ক্ষেত্রে বিষয়টি বেশি হয়ে থাকে কেননা তাদের অধিকাংশ কম শিক্ষিত বা অশিক্ষিত হয়ে থাকে।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: নষ্টরাই পরকিয়া করে। যারা ভালো তারা পরকিয়া করে না। এমন কি স্বামী মরে গেলেও আরেকটা বিয়েও করে না।
মন্দ কাজ করে মন্দলোকজন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৮
আল-শাহ্রিয়ার বলেছেন: মন্দ কাজ খারাপ লোক করে এটা যেমন ঠিক তেমনি মানুষ কিন্তু খারাপ হয়েই জন্মায় না বরং বড় হয়ে খারাপ হয়।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৭
মীনক্ষোভাকুল কুবলয় বলেছেন: মহামারী পরকিয়া!
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৯
আল-শাহ্রিয়ার বলেছেন: আসলেই আমাদের দেশের পরিবারগুলো ধ্বংসের পিছে এটাই বড় কারন হয়ে দাঁড়িয়েছে।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৩
ফয়সাল রকি বলেছেন: একটা সার্ভে করে ফেলুন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৪
আল-শাহ্রিয়ার বলেছেন: হ্যাঁ এমন অন্তত দশটি কেস যাচাই করে দেখেছি সব জায়গায় একই ধরণের কাহিনী।
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২
নিভৃতা বলেছেন: কিছু প্রবাসী আছেন বোড়োকালে ভীমরতি ধরে। ষাট সত্তর বছর বয়সে দেশে এসে নাতিনের বয়সী বউ কিনে রেখে যান দেশে আসলে পরে মৌজ মাস্তি করার জন্য। বুড়া স্বামী বিদেশ চলে গেলে টিন এজার বউরা পরকীয়া শুরু করে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৫
আল-শাহ্রিয়ার বলেছেন: দুঃখজনক হলেও সত্য অনেক ক্ষেত্রে।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
ইডিওটিক ধরণের কথাবার্তা
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৭
আল-শাহ্রিয়ার বলেছেন: সেটা আপনার রুচির পরিচয় বহন করছে। হয়ত আপনি বিষয়টি ইনজয় করেন।
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১০
চাঁদগাজী বলেছেন:
আপনার পুরো ব্লগিংই লিলিপুটিয়ান টাইপের
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৫
আল-শাহ্রিয়ার বলেছেন: যার মনে যা!
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৮
নীল আকাশ বলেছেন: রাজীব নুর বলেছেন: নষ্টরাই পরকিয়া করে। যারা ভালো তারা পরকিয়া করে না। এমন কি স্বামী মরে গেলেও আরেকটা বিয়েও করে না। মন্দ কাজ করে মন্দ লোকজন। এটা চরম সত্য কথা। তবে আমি নিজেও এভাবে বিয়ে করে অল্পবয়সী মেয়েদের নিঃসঙ্গ ভাবে রেঝে যাওয়া পছন্দ করি না। মেয়েরাও মানুষ। তাদেরও শারীরিক চাহিদা আছে। এটা কোনভাবেই অস্বীকার করা ঠিক নয়।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত।
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাইকে আগে নিজের চরিত্র ভালো করতে হবে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৫
আল-শাহ্রিয়ার বলেছেন: সহমত।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২১
কাওছার আজাদ বলেছেন: হা, ঠিকি কইছেন ভাই। প্রবাসীরা এটাকেই মস্তবড় দায়িত্ব মনে করলেও করতে পারে। কিন্তু তার ফলাফল ভালো বয়ে আনে না। এজন্য প্রবাসীদের উচিত চিরকুমার গ্রুপে যোগ দেওয়া।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪০
আল-শাহ্রিয়ার বলেছেন: চিরকুমার থাকা কোন সমাধান নয় বরং। তাদের উচিৎ অত্তাধিক লোভী না হয়ে বরং কিছুটা টাকা জমলে দেশে একবারে ফিরে দেশেই তার উপার্জনের উপায় করা অথবা বউকে নিজের সাথে নিয়ে যাওয়া।
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দোষ শুধু প্রবাসীদের একার নয়। দোষ সবারই কিছু কিছু আছে। পরকীয়ার বলী হয় সমাজ, সংসার, স্বামী, স্ত্রী, সন্তান......... বন্ধ হওয়া প্রয়োজন।
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১২
আল-শাহ্রিয়ার বলেছেন: নিঃসন্দেহে।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৬
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার নিজের অভিজ্ঞতা থেকে বললেন নাকি!!!--- বাংলাদেশের আনাচে-কানাচেও কেউ ১২ বছরের মেয়েকে জামা্ই কোটিপতি হলেও বিয়ে দেয় না; শুধু -- আ: ভাই- -করছিল বলে শুনছিলাম!