| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তরীয় হাওয়া
লালনীয় মানবিকতার এক সাগরেদ আমি। আমার আমিত্বে নেই কোন বিষেশত্ব। সরলতাই আমার সম্পদ। ``মানুষ ভজিলে সোনার মানুষ হবি`` এই আমার আদর্শ
তখনও মায়ের কোল ছাড়িনি। দিনের সিংভাগ কেটে যেত মায়ের আঁচল ধরে ঘুরে বেড়াতে বেড়াতে । সেই মায়ের কাছে অসংখ্য জেদ করে বিন্দুমাত্র পূরন হয়নি আমার। মা আমার দশ ভাই বোনের সামান্য চাওয়া না মেটাতে পাবার ব্যাথায় রাতের গভীরে অনেক কেঁদেছে । আমি তখনও বুঝতে পারিনি সেই কান্নার গভীরে কত কষ্ট । সত্যি কথা বলতে কি আমার না পাবার এই জীবনটায় নতুন একটা বই নিয়ে স্কুলে যাওয়া হয়ে ওঠেনি। পিতার সীমাহীন উদাসীনতা আর অভাবের করাল গ্রাস দশ বারোটি জীবনকে করে তুলেছিল তিক্ততর । কিন্তু দমে যায় নি কেউ। আমার গর্ভধারিণীর ভালবাসা আর দোয়া আমাকে বানিয়েছে যুদ্ধক্ষেত্রের সেনাপতি। দিনে ২৬ কি মি সাইকেল চালিয়ে কলেজ জীবন পেরিয়েছি। সাইকেল চালানোয় পেছনের লাল দাগ গুলো এখনও অবিকৃত আছে। সর্বোচ্চ সফলতা নিয়ে কলেজ জীবনের সমাপ্তি ঘটে। পাড়ি জমাই ঢাকায় । সোফার উচুনিচু ঘুম আর ভাবির বিমাতাসুলভ আচরণ ছেড়ে দে মা কেন্দে বাচিঁর সাথে পরিচয় ঘটিয়ে দেয়। অবশেষে ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতির মতো সুযোগ পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেদিন বাবা মায়ের সেকি উচ্ছাস। ভর্তি হতে আসি ব্যাংকিং বিভাগে। দিনটি মনে নেই তবে তা ২০০৯ সালের শুরুর দিকে । সে দিন আমার ভাল বন্ধু Muzahid Opu এর ভাই তাকে বলেছিল এই ছেলেটি তোর সাথে পড়বে? নাকে সর্দি আর কয়লার মত লিকলিকে দেহ ! তাই এমন কথা স্বাভাবিক বৈকি। ১১জানু,২০০৯ সালে হলে উঠে পড়ি। ক্লাস করা আর প্রত্যক্ষ রাজনীতি হয়ে ওঠে আমার নিত্য কাজ। সময়ের সাথে সাথে চাপ অনুভব করতে থাকি। বিদায় জানাই রাজনীতিকে। পুরোদস্তুর হয়ে উঠি একজন ছাত্র। Ahmed Juyel, Isolated kamrul, Mamun Azam এর আর্থিক সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে থাকি। এছাড়াও Muzahid Opu, Mokhlesur Rahman ar Group Work a help আমাকে ডিগ্রী অর্জনের সক্ষম করে তোলে। এছাড়াও Tanvir Mahmud , maruf আমাকে নানাভাবে সাহায্য করে। পরবর্তীতে Nazrul islam milon, Arif,Bipasha Barua, Maimuna Akter, Simi, Shoaib, Suborno আমার জন্য ত্যাগ স্কীকার করে। এছাড়াও all frnds directly or indirectly help kore. সবার প্রতি রইলো কৃতঙ্গতা। পরের যাত্রাটা হোক পূর্ণ সফলতার...pray for me all মায়ের কোল ছাড়িনি। দিনের সিংভাগ কেটে যেত মায়ের আঁচল ধরে ঘুরে বেড়াতে বেড়াতে । সেই মায়ের কাছে অসংখ্য জেদ করে বিন্দুমাত্র পূরন হয়নি আমার। মা আমার দশ ভাই বোনের সামান্য চাওয়া না মেটাতে পাবার ব্যাথায় রাতের গভীরে অনেক কেঁদেছে । আমি তখনও বুঝতে পারিনি সেই কান্নার গভীরে কত কষ্ট । সত্যি কথা বলতে কি আমার না পাবার এই জীবনটায় নতুন একটা বই নিয়ে স্কুলে যাওয়া হয়ে ওঠেনি। পিতার সীমাহীন উদাসীনতা আর অভাবের করাল গ্রাস দশ বারোটি জীবনকে করে তুলেছিল তিক্ততর । কিন্তু দমে যায় নি কেউ। আমার গর্ভধারিণীর ভালবাসা আর দোয়া আমাকে বানিয়েছে যুদ্ধক্ষেত্রের সেনাপতি। দিনে ২৬ কি মি সাইকেল চালিয়ে কলেজ জীবন পেরিয়েছি। সাইকেল চালানোয় পেছনের লাল দাগ গুলো এখনও অবিকৃত আছে। সর্বোচ্চ সফলতা নিয়ে কলেজ জীবনের সমাপ্তি ঘটে। পাড়ি জমাই ঢাকায় । সোফার উচুনিচু ঘুম আর ভাবির বিমাতাসুলভ আচরণ ছেড়ে দে মা কেন্দে বাচিঁর সাথে পরিচয় ঘটিয়ে দেয়। অবশেষে ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতির মতো সুযোগ পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেদিন বাবা মায়ের সেকি উচ্ছাস। ভর্তি হতে আসি ব্যাংকিং বিভাগে। দিনটি মনে নেই তবে তা ২০০৯ সালের শুরুর দিকে । সে দিন আমার ভাল বন্ধু Muzahid Opu এর ভাই তাকে বলেছিল এই ছেলেটি তোর সাথে পড়বে? নাকে সর্দি আর কয়লার মত লিকলিকে দেহ ! তাই এমন কথা স্বাভাবিক বৈকি। ১১জানু,২০০৯ সালে হলে উঠে পড়ি। ক্লাস করা আর প্রত্যক্ষ রাজনীতি হয়ে ওঠে আমার নিত্য কাজ। সময়ের সাথে সাথে চাপ অনুভব করতে থাকি। বিদায় জানাই রাজনীতিকে। পুরোদস্তুর হয়ে উঠি একজন ছাত্র। Ahmed Juyel, Isolated kamrul, Mamun Azam এর আর্থিক সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে থাকি। এছাড়াও Muzahid Opu, Mokhlesur Rahman ar Group Work a help আমাকে ডিগ্রী অর্জনের সক্ষম করে তোলে। এছাড়াও Tanvir Mahmud , maruf আমাকে নানাভাবে সাহায্য করে। পরবর্তীতে Nazrul islam milon, Arif,Bipasha Barua, Maimuna Akter, Simi, Shoaib, Suborno আমার জন্য ত্যাগ স্কীকার করে। এছাড়াও all frnds directly or indirectly help kore. সবার প্রতি রইলো কৃতঙ্গতা। পরের যাত্রাটা হোক পূর্ণ সফলতার...pray for me all
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৪ রাত ১:০৭
সচেতনহ্যাপী বলেছেন: অবস্যই দোয়া থাকবে আপনার সাথে। হাল ছাড়বেন না। পথ চলতে বারবার আছাড় খেয়েও যে, নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চায় তাকে থামাবে কে? সফল হবেনই,শুধু মা এবং কষ্টের কথা মনে রাখলেই দেখবেন উৎসাহ পাবেন বেশী।
ভাল থেকে এগিয়ে যান এই কামনায়।।