| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তরীয় হাওয়া
লালনীয় মানবিকতার এক সাগরেদ আমি। আমার আমিত্বে নেই কোন বিষেশত্ব। সরলতাই আমার সম্পদ। ``মানুষ ভজিলে সোনার মানুষ হবি`` এই আমার আদর্শ
কাঁচে ঘেরা দেয়াল। শত কৃত্রিমতার মধ্য দিয়ে প্রাকৃতিক আবহ তৈরির বেখাপ্পা আয়োজন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই পরিবেশ আমাকে আমার বিরক্তির সর্বোচ্চ সীমায় পৌঁছে নিয়ে গেছে। সব কাজ ফেলে কাঁচে ঘেরা পশ্চিম দেয়ালের কোল ঘেঁষে দাড়ালাম। তীরের মত চোখটা চলে গেল সামনের ফাঁকা মাঠটার পানে। কতিপয় শহুরে বালক খেলে চলেছে আপন মনে। খেলার ফাঁকে ফাঁকে চলছে ঝগড়া। কতা শোনা না গেলেও তাদের মুখভঙ্গি দেখে তেমনটাই আন্দাজ করা যায়। হয়তোবা কেউ বলছে আউট আবার কেউ বলছে নট আউট ইত্যাদি ইত্যাদি। আচমকা আছাড় খেয়ে গেল আমার কোমল হৃদয়টা। কাল বিলম্ব না করে শাঁ শাঁ করে সোজা চলে গেলাম গ্রাম্য কৈশোর থেকে কৈশোরান্তরে। গ্রাম্য সুবোধ বালক আমি । মায়ের কোল ছাড়ার পরপরেই আমার সখ্যতা হয় আমার পল্লী জননীর সাথে। সেই বন্ধুত্বে পল্লী মাতার সম্মতি থাক আর না থাক তা কখনো ভাববার অবকাশ নেই আমার। সময়ের সাথে সাথে আমার আমিত্বে জগদ্দল পাথরের মত ভর করে দুরন্তিপনা কিংবা দস্যিপনা। সেই কাক ডাকা ভোরে নিদ্রার সাথে আমার বিচ্ছেদ ঘটে। ঝড় বৃষ্টি শীতকে এক লাথিতে দুরে সরিয়ে চলে যেতাম মাঠের পানে। নিমিষেই জড়ো হয়ে যায় নাঙগা ভুখার দল। শুরু হয় মার্বেল খেলা। খেলার ফাঁকে ফাঁকে কত হানাহানি কাটাকাটি মারামারি হতো আজ তা আমাকে নস্টালজিক করে তোলে। ক্ষুধার জ্বালা না অনুভব না করলে কখনোই জানতাম না কখন দিনের উত্তম ভাগ কেটে যেত। পেটপূজার জন্য চলে যেতাম মাতৃগৃহে। নিমেষ তরে আপন মাতা হয়ে যেত পর। হারামজাদা , তোর ভাত নাই। যার স্কুল নাই তার ভাতও নাই। এভাবে কত দিন যে চলে গেছে। তাতে কি। সোজা চলে যেতাম পুকুর পানে। পরণের শার্ট প্যান্ট খুলে ফেলে উঠে পড়তাম গাছের মাথায়। তারপর চিত হয়ে লাফ দিতাম গভীর পানিতে। অনির্দিষ্ট কাল ব্যাপিয়া চলতো ডুবাডুবি আর সাতার কাটার খেলা। ভেজা শরীরে কাপর পরে আবার মাঠ পানে চলে যেতাম। খেলতাম কত জানা অজানা খেলা। সন্ধ্যা হতে না হতেই রাজ্যের তন্দ্রা এসে ভিড় জমাতো আমার চোখের কোনায়।তারপর চলতো ঘুম আর ঘুম সেই সাথে স্বপ্নের রাজ্যে বিচরণ। সময় পেরিয়া গেছে . আমার কৈশরত্বও আর নেই। কিন্তু মনের সেই কৈশরত্বকে কে ঠেকাবে বয়স না কাঁচের দেয়াল ?
২|
১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
উত্তরীয় হাওয়া বলেছেন: অসংখ্য ধন্যবfদ দাদা
সঞ্জয় মুখার্জী
৩|
১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৩
আহসানের ব্লগ বলেছেন: সামহোয়ার ইন ব্লগে আপনাকে স্বাগতম ।
ব্লগে লিখুন , পড়ুন আর মন্তব্য করে অন্যদের উত্সাহিত করুন ।
সর্বোপরী আপনার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি ।
৪|
১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৪
আহসানের ব্লগ বলেছেন: সামহোয়ার ইন ব্লগে আপনাকে স্বাগতম ।
ব্লগে লিখুন , পড়ুন আর মন্তব্য করে অন্যদের উত্সাহিত করুন ।
সর্বোপরী আপনার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি ।
![]()
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
সঞ্জয় মুখার্জী বলেছেন: অসাধারণ লেখা। ভালো লাগল।