| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তরীয় হাওয়া
লালনীয় মানবিকতার এক সাগরেদ আমি। আমার আমিত্বে নেই কোন বিষেশত্ব। সরলতাই আমার সম্পদ। ``মানুষ ভজিলে সোনার মানুষ হবি`` এই আমার আদর্শ
আজ থেকে ৫০ বছর পরে [কাল্পনিক];-( হঠাত্ করে বিদ্যুতটা চলে গেল। আইপিএসটাও নষ্ট। ধুত্তরি আর ভাল লাগে না। মর্ম মর্ম [কাল্পনিক]বলে ছোট ছেলেটাকে ডাকলাম। কোন উত্তর নেই । নিশ্চিত গিটার নিয়ে ছাঁদে চলে গেছে। ও বাইরে গেছে, কি বলবে আমাকে বল-আমার বউ বনলতা[কাল্পনিক] অনেকটা কর্কশ ভাষায় উত্তরগুলো দিল। মেয়েটা ভালই, কিন্তু একটু চঞ্চল। শুধু রাগ করে। উত্তর জানার আগেই রকিং চেয়ার টা, এনে দিল। আমার ফোনটা দিওতো। ফোনটা নিয়ে পুরনো দিনের গানগুলো ঘাটতে শুরু করলাম। মান্নাদের গানগুলো বাজাতে লাগলাম। এদিকে বিদ্যুতও চলে এসেছে। চেয়ারে হেলান দিয়ে শ্রীকান্তটাও পড়তে লাগলাম। কখন যে রাজলহ্মীকে ভালবেসে ফেলেছি জানিনা! এবার নিয়ে ৩৬বার হলো এটা পড়ার। শরতের শুভ্র আকাশটা পাশের ছাঁদে এসে পড়েছে। আমিও আনমনে পড়ছি। সহসাই বেজে উঠলো ;-(কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই;-(। এবার আকাশ থেকে এক ফাঁলি ছুরি এসে আমার কলিজাটাকে দুটি ভাগে ভাগ করে দিল। কালবিলম্ব না করে ফেসবুকে ঢুকে পড়লাম। এবার এক এক করে ঘাটতে শুরু করলাম সব বন্ধুর profile r wall। সবাই আজ স্ব স্ব ক্ষেত্রে অনেক উঁচুতে। রাকিব যাকে আমি স্মার্ট হিসেবে জানতাম সে সত্যি বাস্তব জীবনেও স্মাটই থেকে গেছে। সে আজ পুলিশের প্রধান। তাকে একবার ফোন দিয়েছিলাম আমাকে চিনতে তার কষ্ট হয়েছিল। হয়তো সে ব্যস্ত। বিপাশা , মিলন. সাগুপতা সহ আর দুচার জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তারাও মহাব্যস্ত। কামরুল আর মামুন ওদের ধান্ধাবাজি আজও ছাড়েনি। জানলাম কামরুল ৫কোটি টাকা দুর্নীতির জন্যে তিনমাস জেলও খেটেছে। হঠাত্ চোখটা আটকে গেল। পাপন[কাল্পঁনিক] যে কিনা ২০৩০ সালে বিদেশে ঘুরতে যাবার পথে বিমান accident এ মারা গেছে তার সাথে আমার একটা ছবি দেখে। এবার আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমার অনেক শিক্ষকই চলে গেছে না ফেরার দেশে। কিন্তু SHASWATA BHATTACHARJEE Sir এর স্বর্গে চলে যাওয়টা যেন একটু ব্যতিক্রম। কেননা তিনি আমার আদর্শের শিক্ষক। তার আত্মার শান্তি হোক। না আর এগুতে পারছি না। হয়তোবা উপর ওয়ালা এবার আমাকে ঢাকবে। এ দিন আর বেশি দূরে নয়। তখন না ফেরার দেশে এই শরতের আকাশটা খুব মনে পড়বে
©somewhere in net ltd.