| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তরীয় হাওয়া
লালনীয় মানবিকতার এক সাগরেদ আমি। আমার আমিত্বে নেই কোন বিষেশত্ব। সরলতাই আমার সম্পদ। ``মানুষ ভজিলে সোনার মানুষ হবি`` এই আমার আদর্শ
বরুণার চোখের রং
লাল টকটকে,
মুখে রাজ্যের বিষন্নতা!
ভাবনার জগতেও কি এমনটা?
নাকি শুধই নিস্তরঙ্গ এক গুচ্ছ অভিমান?
বিকেলের শেষ আলোয়,
ততটা ভেবে উঠতে পারি নি।
এই গাঢ় অন্ধকারে কি
সেটা বড়ই আবেদনহীন।
বরুণা কি কারনে এত বেশি
আপন ভাব আমায়?
কোন জোছনা রাতে আমি তো
তোমায় ভাবি না!
কথা বল, উত্তর দাও।
একটি রাত আমি তোমায় নিয়ে
স্বপ্ন দেখি না,
যা দেখি তাতে তুমি নও, অন্য কোন
দীঘল দেহের মনহরিনী কামিনি।
যার চোখে কামনার
অশান্ত লেলিহান শিখা।
যেটা আমার একান্ত অভিলাষ।
তাই নিভু নিভু আলোয় তোমার অভিমান
সামান্য আবেদনহীন।
বরুণা আমাকে ভুল ভেব না,
তুমি অনেক আবেগী,
শুধু ভালবাসতেই শিখেছ!
অভিমান করে?
প্রেম উগরে পরে?
এবার বুঝ!
বরুণা অভিমানের কোন মূল্য নেই।
বরুণা আমাকে ভালবাসতে আর ডেকো না।
অন্ধকার মুখ আর রক্তিম চোখ আমি অনুভব করতে পারি না।
২|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৭
সাজিদসামহয়ার বলেছেন: সরল ভাষায় সহজভাবে কঠিন সত্য উদ্গীরণ.।.।.।.চমৎকার
৩|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২০
উত্তরীয় হাওয়া বলেছেন: ধন্যবাদ ভাই #কাচের দেয়াল, সাজিদসামহয়ার
৪|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন।
অনেক শুভকামনা।।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩০
উত্তরীয় হাওয়া বলেছেন: ধন্যবাদ @রায়হান ভাই
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৭
কাঁচের দেয়াল বলেছেন: বেশ!