নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

``মানুষ ভজিলে সোনার মানুষ হবি``

উত্তরীয় হাওয়া

লালনীয় মানবিকতার এক সাগরেদ আমি। আমার আমিত্বে নেই কোন বিষেশত্ব। সরলতাই আমার সম্পদ। ``মানুষ ভজিলে সোনার মানুষ হবি`` এই আমার আদর্শ

উত্তরীয় হাওয়া › বিস্তারিত পোস্টঃ

জীবন থেমে যায় কিনতু চৌরসিয়ার বাশি থামে না

০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৩

আমরা মানুষ! আমাদের বিবেক নাকি পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। সুসভ্য বিশেষণ নাকি আমাদের মত সৃষ্টির জন্যই। এই বিশেষায়িত বিশেষণটির পেছনে হাজার যৌক্তিকতা আছে। আমরা ভালমন্দের বিচার করতে পারি, আমরা জানি কিসে কল্যাণ, আমরা জানি পশুত্ব আর মনুষ্যত্ব এর পার্থক্য। আমাদের মাঝ থেকেই উঠে এসেছে মাহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা যারা কিনা মানবতার আসল সাধক। কিন্তু সময়ের বিবরতনে গ্রীক দেবতা অরফিয়াস এর বাশি পরিবরতন করেছে মানব মনকে তার ভুবন ভোলানো মোহনীয় সুরে। মানবতা আজ আর ব্যক্তিকেন্দ্রিক প্রকাশ নয়, বরং একটি সার্বজনীন বিশ্বাস। আর এরই প্রকাশ হিসেবে বিশ্বাব্যাপী জন্ম নিয়েছে সুশীলতা নামক প্রগতিশীলতা। বুদ্ধি চরচাই নাকি এদের প্রান।এই পর্যন্ত সবই ঠিক। খটকা লাগে ঠিক তখনি যখন জীবন থেমে যায় কিনতু চৌরসিয়ার বাশি থামে না! দুমিনিটের নিরবতা আর একটি মূল্যবান জিবনের প্রয়াণকে একি দামে বিচার করা হয়। তারাই গায় মানবতার গান। এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে? জয় হোক সুশীলতার, চলে যাক মুল্যবান প্রান দুমিনিটের নিরবতার মধ্যে দিয়ে। সুসভ্যের আর কত মাত্রা এই জীবন দেখবে তা ভবিষ্যতের হাতেই ছেড়ে দিলাম,,,,,,

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৩

নিলু বলেছেন: এগিয়ে যেতে হবে

০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৫

উত্তরীয় হাওয়া বলেছেন: চেষ্টায় আছি ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.