| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তরীয় হাওয়া
লালনীয় মানবিকতার এক সাগরেদ আমি। আমার আমিত্বে নেই কোন বিষেশত্ব। সরলতাই আমার সম্পদ। ``মানুষ ভজিলে সোনার মানুষ হবি`` এই আমার আদর্শ
সৃৃৃষ্ঠিশীলতার এক অনবদ্য প্রাপ্তি #Baajrangi_Bhaijaan। কাহিনীর ম্যারপ্যাচ প্রতিদিনকার সাধারণ ঘটনাগুলিকে কত অসাধারণ ভাবে আবেগের জলে ভাসিয়ে নিয়ে অজস্র অশ্রুকণার ধারায় নীরব মহাপ্লাবন ঘটায়, #Baajrangi_Bhaijaan সে রকমই একটি। অমানবিক কাটাতারের বেড়া মানব সত্তায় বিভেদের দেয়াল গড়ে তুললেও, আবেগ আর ভালবাসর জায়গাটিতে গৌণ। মুক্ত আকাশে এক চিলতে সাদা মেঘের ঘুরেবেড়াবার অপরুপ সৌন্দর্য দেখার আনন্দটি যেমন মুক্ত, কেন্দ্রে থাকা বোবা মেয়েটির প্রতি সালমানের ভালবাসায় তেমনি মুক্ত। আমি নিশ্চিত যারা যারা সময়ের সদব্যাবহার করেছি #Bajrangi এর প্রতি প্রত্যেকে পেয়েছি এক পুলকিত শিহরণ সেই মূহুর্তে যখন মেয়েটি মুখ ফুটিয়ে চিতকার করতে না পারলেও টিভির স্ক্রিন এ পাকিস্তানি খেলোয়াড়কে চুমু দেয় হিন্দুস্থানীদের সম্মুখে। অল্প সময়েই শেষ হয়ে যেত ছবিটি যদি মুন্নী কথা বলতে পারতো। কিন্তু পরিচালক আবেগকে ঘনীভূত করার জন্যে খেলেছে এক বোবা বোবা খেলা। ছবি যেখানে পরিচয় বহন করে, সেখনে পরিচয় খোজা আর এক আদ্ভুত খেলাও বটে।
মোটকথা মনের গহীনকোণে এক আজানা টান দিয়েছে Bajrangi। #সালমান আর #মুন্নী আবেগের সাথে একাকার হয়ে গেছে। মানুষ প্রতি মানুষের ভালবাসা জয় করেছে ধর্ম, কাটাতারের বেড়া। #জয়_হোক_মানবতার
©somewhere in net ltd.