| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তরীয় হাওয়া
লালনীয় মানবিকতার এক সাগরেদ আমি। আমার আমিত্বে নেই কোন বিষেশত্ব। সরলতাই আমার সম্পদ। ``মানুষ ভজিলে সোনার মানুষ হবি`` এই আমার আদর্শ
আমার বসন্তে প্রথম আপনাকে মেলে ধরা ফুল তুমি!
তুমি কার্জন হলের ভুবনভুলানো কৃষ্ণচূড়া।
মল চত্বরের গাছগুলির নগ্নতা দেখে,
তুমিই প্রথম আমাকে বসন্ত বার্তা দিয়েছো।
ভ্রমর হয়ে তোমার বাসন্তী ফুলে
মধু আহরনের কোন ইচ্ছে আমার ছিলনা।
কিন্তু তোমার সুগন্ধ আর স্নিগ্ধতার জন্য আমি পাগল।
বিশ্বাস কর একে একে সাতাশ বসন্ত পেরিয়ে
এই প্রথম সূর্যমুখীতে আমি তোমাকে পেয়েছি।
বিশ্বাস কর এই বসন্তে প্রথম যেদিন বৃষ্টি হল,
আমার বিরহ আকাশকেও ভেদ করেছিল
তোমার ব্যাকুলতায়!!!
আমার বসন্তে প্রথম ফোটা ফুল তুমি!
বেলী, হাসনাহেনা, জুই, না সূর্যমুখী
না অন্যকোন নাম দেব তোমায়,
যার গায়ে আমি শিশির বিন্দু হয়ে জমে থাকতে চাই।
বাসন্তী ফুলে যখন নিয়ন আলো এসে পড়ে
কি আদ্ভুত সুন্দর লাগে,
যেন আপনাকে হারা আমি এক প্রেমিক!!
হে আমার বাসন্তী প্রেমিকা!
তোমার বসন্ত আমার হৃদয়ে অমর,
সব ঋতুতেই তুমি বসন্ত।
©somewhere in net ltd.