| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তরীয় হাওয়া
লালনীয় মানবিকতার এক সাগরেদ আমি। আমার আমিত্বে নেই কোন বিষেশত্ব। সরলতাই আমার সম্পদ। ``মানুষ ভজিলে সোনার মানুষ হবি`` এই আমার আদর্শ
এদেশের রাজনৈতিক নেতারা #হিরো_আলমের চেয়ে কোন দিকে এগিয়ে? পুথিগত শিক্ষা আর চেহারা দিয়ে পার্থক্য হয় না।
এদেশে রাজনীতির উপর বড় ব্যবসা নেই। তথাকথিত শিক্ষিত ব্যক্তিরা ক্যান রাজনীতিতে আসতে চায়? উত্তর একটাই, কোটি টাকার পাহাড় গড়ে তোলা। ফকির, রিক্সাচালক, ভ্যানচালক, নাপিত, ফুটপাতের হকার,ব্যবসায়ী সহ অসংখ্য নীরিহ মানুষদের রক্তের বিনিময়ে অর্জিত আয়ে অন্যায্য ভাগ বসায় রাজনীতিবিদরা। উল্টো দিকে প্রাডো কিংবা পাজেরো চালায় এরা সাধারণ জনগনের রক্তকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। পত পত করে ওড়া বাংলাদেশের পতাকা এদের গাড়ির সম্মুখে আর্তনাদ করে।
জিরো থেকে হিরো হবার স্বপ্ন হিরো আলম দেখলেই দোষ! কিন্তু এদেশে জিরো থেকে হিরো হবার অনেক নজির আছে অসংখ্য রাজনৈতিক ব্যক্তিবর্গের। আর যাই হউক, আমার কাছে মনে হয়েছে হিরো আলম মানুষিকভাবে পবিত্র। তাকে ক্ষমতা আর অর্থলোভ এমপি হবার আকাংখার প্রতি তাড়িত করেনি। নিছক আনন্দ আর কোমল হৃদয়ের পবিত্রতাই তাকে এই স্বপ্নে বিভোর করেছে। হিরো আলমের এই আকাংখাই আমাদের চোখে আংগুল দিয়ে বুঝিয়ে দিল যে, এর চেয়ে বেশি ভালরা এদেশের এমপি হয়না। চেহারায় পিছিয়ে পড়া হিরো আলমই তাদের যোগ্য প্রতিযোগী।
#Vote_for_Hero_Alam
২|
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
হাবিব বলেছেন: এমপি পদ কি এতোই সস্তা?
৩|
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২২
উত্তরীয় হাওয়া বলেছেন: প্রকাশ্যে চুরি, দুর্নীতি, ইয়াবা ব্যবসা, ফুটপাতের মানুষদের কাছ থেকে চাদাবাজি এমন হাজার বিশেষনে বিশেষায়িত মানুষরা কি যোগ্য?
৪|
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৩
উত্তরীয় হাওয়া বলেছেন: প্রকাশ্যে চুরি, দুর্নীতি, ইয়াবা ব্যবসা, ফুটপাতের মানুষদের কাছ থেকে চাদাবাজি এমন হাজার বিশেষনে বিশেষায়িত মানুষরা কি যোগ্য?
৫|
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৩
আকতার আর হোসাইন বলেছেন: হিরো আলম এমপি নির্বাচন করবে... এই ট্রলের শেষ নাই...
একজন নাগরিক হিসেবে সবারই নির্বাচন করার অধিকার আছে... গণতন্ত্র এটাই বলছে.. সো আমরা হিরো আলমকে এভাবে অপমানিত করতে পারিনা। এটা অন্যায়...
আফসোস, ওর মত অশিক্ষিত লোক যদি নির্বাচিত হয়। তাহলে শিক্ষিতের অপমান...
আর শিক্ষিতেরা গদিতে বসে চোখ বুঝে লুট করবে...!
আম বলব, হিরো আলম মন্দের ভালো।
লেখা ভাল ছিল ভাই...
৬|
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮
রাজীব নুর বলেছেন: সবার আগে দেশ।
দরকার যোগ্য নেতা।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তার অযোগ্যতা চেহারা নয়। তার অযোগ্যতা হল, অশ্লীল নাচ, অভিনয় - যেগুলো দেখে অন্য দেশীরা হাসছে আমাদের নিয়ে...