নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
.
.
আওয়ামী লীগে সবাই কি খারাপ? সেই দলে কি একজন মানুষও ধর্মের সত্যিকার অনুসারী নন? এই দলের সমর্থকদের একজনও কি খোদার ক্ষমা পাবেন না? অন্যদিকে, বিএনপি বা ধর্মীয় দলের সবাইই কি খোদাকে খুশি করতে পেরে বেহেস্তে চলে যাবেন? এমন হলফনামা যদি কোন দল দিতে পারে, তাহলে, আমি সেই দল করতে চাই। কিন্তু, কোন দলই এরকম বেহেস্তের টিকেট বিক্রি করছে বলে মনে হয় না। আমি অন্তত শুনি নাই।
তবে, আশেকে ইলাহি বুলেন্দশহরী লিখিত 'মরণের পরে কি হবে' বইতে লিখিত হাদিস থেকে জানি, খোদার ক্ষমা পাওয়া কোন বেহেশতবাসী ইচ্ছা করলে সাথে করে কয়েকজন পাপীর ক্ষমার বন্দোবস্ত করে বেহেশতে নিয়ে যেতে পারবেন।
সেইজন্যেই, আপনি যদি মনে করেন, আপনি একজন পাপী, তাহলে কোন দলের অনুগামী না হয়ে সৎ কোন মানুষের সাথে সংসর্গ রাখুন। তাঁর বিপদে - আপদে পাঁশে দাঁড়ান। তাঁকে সাহায্য করুন। তাহলে, আপনার বিপদে, তিনি হয়তো আপনার পাঁশে থাকতে পারবেন। এরকম ৭ ধরণের ব্যক্তি হচ্ছেন -
১. ন্যায়পরায়ণ বাদশাহ,
২. ওই যুবক, যে নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে,
৩. ওই ব্যক্তি, যার অন্তর সর্বদা মসজিদের সঙ্গে লেগে থাকে
৪. আর ওই দুই ব্যক্তি, যারা পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, উভয়ে তারই সন্তুষ্টির জন্য একত্র হয় এবং তারই সন্তুষ্টির জন্য পৃথক হয়,
৫. আর যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, আর তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে,
৬. ওই ব্যক্তি, যাকে কোনো সম্ভ্রান্ত ও সুন্দরী নারী কুপ্রবৃত্তি চরিতার্থ করার প্রস্তাব দেয়, আর তখন সে বলে, আমি আল্লাহকে ভয় করি এবং
৭. ওই ব্যক্তি, যে এমন গোপনতার সঙ্গে দান-সদকা করে, তার বাঁ হাতও জানে না তার ডান হাত কী দান করে। ’
খোদা আমাকে এই ধরণের ব্যক্তিদের সংসর্গ লাভের সুযোগ করে দিন।
১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমীন!
ধন্যবাদ নিরন্তর।
২| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০৯
রাজীব নুর বলেছেন: বর্তমান বিশ্বে ন্যায়পরায়ন মানুষ খুজে পাওয়া যাবে না।
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: আমীন!