নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ব্লগার কিরকূট প্রশ্ন করতে জানেন না

১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৭



ব্লগার কিরকূট,

আমি দুঃখিত যে, আপনাকে আমি বাজে ভাবে কমেন্ট করেছি। আমি এজন্যে ক্ষমাপ্রার্থী। আসলে, আপনিই শুরু করেছিলেন। ব্লগার জেনারেশন ৭১ -এর শেষ পোস্টে আমাকে জামায়াতে ইসলামী দলের চামচা বলেছেন। সেজন্যে আমি রেগে গিয়ে উক্ত কথাগুলো বলি।

আমি আপনার শত্রু নই। দেখা হলে, আপনাকে সালামটা আমিই আগে দিবো। আমি আমার ব্লগিং জীবনে আপনি ছাড়া একমাত্র কামাল সাহেবের সাথেই খারাপ ব্যবহার করেছি, অহেতুক খোঁচাখোঁচির জন্যে। ব্লগার চাদ্গাজী বা সোনাগাজী আমাকে অনেক কটু কথা বলেছেন। কই, আমি তো তাঁকে ফিরতি কোন খারাপ কথা বলি নাই! তাহলে, আপনাকে বললাম কেন!!!

আমি এখন অরাজনৈতিক ব্যক্তি। এক সময়ে হিজবুত তাহরীর করতাম। ছেড়ে দিয়েছি অনেক আগেই! তবে, চোরমোনাই পীর সাহেবের দলের নায়েবে আমিরের ভক্ত আমি, তাঁর স্পষ্ট বক্তব্যের জন্যে।

আমি সব দলেরই ভালো লোকদের পছন্দ করি। যেমন করি জামায়াতে ইসলামীর ডঃ সৈয়দ তাহের সাহেবকে। তেমনি আওয়ামী লীগের সৈয়দ আশরাফুল ইসলাম এবং ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ভাইয়ের সাপোর্টার ছিলাম। বিএনপি'ঢ় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাহেবকেও পছন্দ করি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, এরশাদ পতন আন্দোলনে গুলি খেয়ে পা হারানো ডাঃ সৈয়দ নূর-এ তাজাম্মুল হোসেন শাহজাদা ভাইয়ের কাছে বোন বিয়ে দিয়েছি। তাই, জাতীয়তাবাদী দলকেও পছন্দ করি। কমিউনিস্ট দলের ভালো লোকদের আমি পছন্দ করি।

আমি মনে করি, দল নয়, ভালো ব্যক্তিকে অনুসরণ করা উচিৎ। এটাই আমার আদর্শ।

আপনি প্রশ্ন করতে জানেন না। যাদেরকে আপনি দুষছেন, তারা বলছেন যে, এই কাজ তারা করেন নাই, ভারত করেছে। তাহলে শুধু শুধু কেন দোষারোপ করছেন!! আপনার বরং জিজ্ঞাসা করা উচিৎ ছিলো - "যদি ভারত করে থাকে তা জামায়াত জানলো কি করে?!!! জেনে থাকলে প্রমাণ দিন।"

ভালো থাকুন নিরন্তর।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫০

শাহিন-৯৯ বলেছেন:


জামায়ত যে আদর্শভিত্তিক দল তাতে তাদের এতদিন ক্ষমতায় যাওয়ার কথা কিন্তু ৭১ বিষয়ে তাদের এই সব উদ্ভট কথা, ক্ষমা না চাওয়া, মাওলানা মত্তদুদিকে বেশি প্রধান্য দেওয়া ইসলামী বিষয়ে এ সব কারণেই তারা সাধারণ মানুষকে ভিতরে এখনো জনপ্রিয় হয়ে উঠেনি।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




মাওলানা মওদুদী সাহেবের বই কি আপনি পড়েছেন? উনার ভুল কোথায়?

শুভেচ্ছা।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: পোষ্ট ভালো হইছে।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমাদেরকে প্রশ্ন করা ও প্রশ্নের সম্মুখীন কিভাবে হতে হয়, তা শিখতে হবে।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৭

আলমগীর সরকার লিটন বলেছেন: মজা করা আর জ্ঞানের মধ্যে পার্থক্য কি

১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



যারা মানুষকে নিয়ে মজা করে, তারা জ্ঞানহীন।

ধন্যবাদ।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০০

সৈয়দ কুতুব বলেছেন: কিরকুট সাহেবের মন্তব্যের ব্যাপারে আমি আপনার পক্ষে দাঁড়াচ্ছি। কিন্তু জামাতের বুদ্ধিজীবী হত্যাকান্ড নিয়ে আপনার পক্ষে নই। রাজনৈতিক বক্তব্য এবং বাস্তবতা পুরো ভিন্ন। এক্ষেত্রে আসিফ নজরুল সাহবের ২৬ লাখ ভারতীয় চাকুরি করেন এদেশে এই বক্তব্য সুন্দর উদাহরণ হতে পারে। জামাতের বর্তমান নেতাদের বক্তব্য কখনোই গ্রহণযোগ্য হবে না। যাদের যুদ্ধপরাধী হিসাবে তকমা পেয়েছিলেন তাদের সাথে আপনার কি ব্যক্তিগত পরিচয় ছিলো? তাদের বক্তব্যের সাথে জামাতের এখন অনেক বক্তব্য মিলে না।

চরমোনাই পীর সাহেবের অনেক বক্তব্য আমার কাছে ক্লিয়ার নয়। আওয়ামী লীগের সাথে উনার ভালো রিলেশন ছিলো। আবার জাতীয় পার্টির অফিসে আগুন লাগানো নাকি উনার কাছে ভালো লাগে নাই। আবার দেখি জামাতের বিরুদ্ধে বলে, কখনো বিএনপির বিরুদ্ধে বলে। উনি আসলে কাদের সাথে জোট?

১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



১) চরমোনাই পীর সাহেবের সাথে আওয়ামী লীগের ভালো সম্পর্ক থাকলে, গত নির্বাচনের সময়ে তাঁর ভাই নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের উপরে আওয়ামী পাণ্ডারা কেন আকম্রন করে রক্তাক্ত করলো? কেন সৈয়দ ফয়জুল করিম সাহেব বলেছিলেন যে- আওয়ামী লিগের উপরে আল্লাহর লানত পড়বে? এই বক্তব্যের মাত্র ৬-৭ মাসের মাথায় গত সরকারের পতন হয়।

২) যারা যুদ্ধপরাধী ছিলো, তাদের সাথে আমার কোন যোগাযোগ নাই।

৩) জামায়াতের একাত্তর সালের অবস্থান আর এখনকার অবস্থান এক নয়। তাদের ৭১ সালের অবস্থান ভুল ছিলো।

৪) জামায়াতের ৭১ পরবর্তী নেতৃত্বকে বিশ্বাস করা উচিৎ।

ধন্যবাদ।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০৭

শাহিন-৯৯ বলেছেন: মাওলানা মওদুদী সাহেবের বই কি আপনি পড়েছেন? উনার ভুল কোথায়?

শুভেচ্ছা।


আমি জামায়াতে রুকন হওয়ার জন্য যে বই পড়া প্রয়োজন তা সব পড়েছি। আপনি তাফসীর ইবনে কাসীর বা মারেফূল কোরআন পড়ে থাকলে তাফহীমূল কোরআন পড়লে বুঝতে পারবেন। আমি তাদের মত ইসলামী স্কলার নই, জন্ম সুত্রে মুসলিম, সুযোগ হয়েছে পড়েছি। হাদীস প্রয়োজনীয়তা নিয়ে উনার লেখা ধারাহিক একটি প্রশ্নপর্ব বই আকারে প্রকাশিত হয়েছে সেটা আমার দেখা চমৎকার বই। উনার সবচেয়ে ভাল লেগেছে ভাষার ব্যবহার (বাংলায় অনুবাদগুলো পড়ে বলছি)।

আপনি কি উনার খেলাফত ও রাজতন্ত্র পড়েছেন?

১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি উনার লিখিত খেলাফত ও রাজতন্ত্র-সহ অনেক বই পড়েছি। ঐ বইয়ের শেষ দিকে পাদটীকায় উনি সমালোচনার জবাব দিয়েছেন।

আমি আপনাকে জিজ্ঞাসা করছি, উনার ভুল কোথায়?

ধন্যবাদ।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৪৭

লুধুয়া বলেছেন: আপনি ওনাকে যে নোংরা ভাষায় ওকে রিপ্লাই দিয়েছেন এটা খুবই জগণ্য এবং কুচ্ছিত। জানিনা আপনি কমেন্ট না মুছে বা ক্ষমা না চেয়ে উলতো উনা কে দুষছেন।

১৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি এর জন্যে দুঃখিত।

তবে, আমি যা বলেছি তা কবিতার ভাষা ছিলো।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: শুভ সকাল শ্যাইয়ান ভাই।
বিজয় দিবসের শুভেচ্ছা জানবেন।

আপনি কাউকে হেয় করে কথা বলেন না। কাজেই মন্তব্য করার পর সাফাই দেওয়ার প্রয়োজন নেই।

১৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



শুভ দুপুর, প্রিয় রাজীব ভাই।

আমি সৈয়দ জামিলের কবিতার ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করেছি উনাকে।

ধন্যবাদ নিরন্তর।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কেউ যদি ভুল করে পরর্বতীতে ক্ষমা চায়
তা অবশ্যই প্রশংসনীয় ।
কিন্ত যদি তা বার বার ভূল ? ( সমাজে এমন কিছু লোকও আছে )
সে ক্ষেত্রে বিষয়টি চিন্তনীয় !!!

....................................................................................
মহান বিজয় দিবসের শুভেচ্ছা থাকল ।

১৭ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




মন্তব্যের জন্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.