নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
উপরে একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে। তাতে ভারত যে কি রকম সাম্প্রদায়িক রাষ্ট্র তা উঠে এসেছে। ১৯৬৭ সাল থেকে এখন পর্যন্ত, ভারতের ৪৭টি জায়গায় ৫৮টি বড় বড় দাঙ্গার ঘটনা ঘটে। এর মাঝে আহমেদাবাদে সর্বোচ্চ ৫টি, এবং হায়দ্রাবাদে ৪টি রায়ট হয়।
ভারতের কিছু মিডিয়া তাদের দেশের মতো বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তাদের ক্রমাগত উস্কানিতে বাংলাদেশের কতিপয় মানুষ উত্তেজিত হলেও, আমাদের ভূমির বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয় হওয়ায় তাঁরা উত্তেজনায় গা ভাসান নাই।
ভারতে ১৯৬৭ সাল থেকে যেসব সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে, তার ফলে ১২,৮২৮-জন ভারতীয় মারা যান। এখন পর্যন্ত যেসব রায়ট হয়েছে, সেগুলোর মাঝে ১০টি হয়েছে কংগ্রসের শান্সনামলে, ৩টি হয় প্রেসিডেন্ট শাসনামলে, ১টি হয় বিজেপি'র সময়ে। নেহেরুর শাসনামলে ১৬টি রাজ্যে ২৪৩টি দাঙ্গার ঘটনা ঘটে। আর, ইন্দিতা গান্ধির শানামলে ১৫টি রাজ্যে ৩৩৭টি দাঙ্গা হয়! রাজীব গান্ধির সময়ে ২৬৭টি দাঙ্গা হয় ১৬টি রাজ্যে।
ভারতের মিডিয়াগুলো কি এগুলো জানে না! তাদের কি এই সাম্প্রদায়িক দাঙ্গাগুলোর কথা মনে করিয়ে দেওয়া লাগবে? যদি তারা জানে, তাহলে বলতে হয়, হয় তারা অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে জানেন না, অথবা, তারা তাদের দাঙ্গাবাজ স্বভাব বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছেন! আমার মন হয়, তাদের স্বভাব বদলানো উচিৎ।
১৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকুন।
২| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১০০ ভাগ তারা ব্যর্থ হয়েছে।
১৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তাদের ভয়ংকর ষড়যন্ত্র আমরা রুখে দিয়েছি।
ধন্যবাদ নিরন্তর।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৫:২৭
শূন্য সারমর্ম বলেছেন:
দাঙ্গাবাজরা ভারতে দাঙ্গা লাগাতে চেয়েছে, পেরেছে।বাংলায় চায়নি হয়নি, এমন নয় কি!
১৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দাংগাবাজ বলতে কি ভারতীয় মিডিয়াকে বুঝিয়েছেন?
৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
কথামৃত বলেছেন: হক কথা
১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওরা দাঙ্গাবাজ।
ধন্যবাদ।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:২৩
মেঘনা বলেছেন: দাঙ্গা লাগুক। এই 1946 সাল থেকে বাংলাদেশে হিন্দুরা শুধু মাইরি খাচ্ছে। পাল্টা মার দিতে পারেনা। যার জন্য একতরফা অত্যাচার হয়, দাঙ্গা হয় না। পার্সেন্টেজ এর হিসাব বাদ দেন বাংলাদেশ এখনো ১ কোটি হিন্দু আছে। ওহে বাংলাদেশের সুশীল সমাজ, এই ১ কোটি হিন্দুররে আর দাবায়ে রাখতে পারবেন না। হয় সভ্য হন, মাইনা নেন এই দেশটা হিন্দুদেরও। না হলে দাঙ্গার জন্য প্রস্তুত হন।
১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাংলাদেশে সন্ত্রাসী নয় এমন কোন হিন্দু কি নির্যাতিত হয়েছেন?
এক সন্ত্রাসী আরেক সন্ত্রাসী মারছে? আর সেটাই হিন্দু নির্যাতন হিসেবে চালায় দিচ্ছেন?
আমি আসলেই জানতে চাই। সিলেটে হিন্দুর সংখ্যা অনেক। আমি কোন হিন্দুর উপর আক্রমণের কথা শুনি নাই।
ধন্যবাদ।
৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৮
কামাল১৮ বলেছেন: তারা ব্যর্থ হয়েছে,আমাদের মুমিনরা ব্যর্থ হবে না ইনশাল্লাহ।
১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মুমিনরা দাঙ্গা করে না।
ধন্যবাদ।
৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:৩০
কামাল১৮ বলেছেন: জিহাদ করা প্রতিটা মুমিনের জন্য বাধ্যতামূলক।জিহাদ কি?জিহাদ হলো আল্লাহর দীন প্রতিষ্ঠা করার জন্য স্ংগ্রাম।
আমাদের নবী নিজেও দীনের জন্য যুদ্ধ করেছেন আজকের দিনের যুদ্ধ না।সেটা ছিলো তরবারি নিয়ে মারা মারি।যেটা আজকের দিনে দাঙ্গাবাজরা করে।
১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১:৩৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি মনে হয়, ইচ্ছেকৃত ভুল করছেন!
দাঙ্গা আর যুদ্ধ কি এক জিনিস?
রাসূল যুদ্ধ করেছেন, দাঙ্গা নয়।
আর, আধুনিক রাষ্ট্রনায়কগণ যুদ্ধ করে শান্তি প্রতিষ্ঠাকে একটি পদ্ধতি হিসেবে স্বীকার করে নিয়েছেন। যেমন - রোনাল্ড রিগ্যান, পুতিন, জর্জ বুশ, আমাদের ৭১ এর মুক্তিযোদ্ধাগণ প্রমুখ।
এখন যুদ্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা উচিত কি না, সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কেউ পক্ষে, কেউ বিপক্ষে যুক্তি দিবেন, এটাই স্বাভাবিক!
ধন্যবাদ নিরন্তর।
৮| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: ভারতের মিডিয়া তুচ্ছ একটা ঘটনাকে ইচ্ছে করে প্যাচিয়েছে।
৯| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ কামাল১৮
আপনি নাস্তিক সেটা সম্পূর্ণ আপনার বিষয় এবং আপনি সেটা নিয়েই থাকুন। অন্যকোন ধর্মনিয়ে আপনার কোন সমস্যা নেই কিন্তু ইসলাম নিয়ে আপনার এতো গুড়া ক্রিমি কেন এটার ব্যাখ্যা দেন?
জিহাদ মানে মানুষকে মেরে ফেলা নয়।
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৫
সাইফুলসাইফসাই বলেছেন: ঠিক বলেছেন