নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ভারত শেখ পরিবারের বন্ধু হতে পারে, কিন্তু বাংলাদেশের সাধারন জনগণের বন্ধু নয়

১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৯

বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে কি শত শত মানুষ গুলিতে মারা গিয়েছেন? তাঁদের মাঝে একজনও কি সাধারণ জনগণ ছিলেন না? চোখ হারানো ও আহত হাজার হাজার বাংলাদেশীদের মাঝে কি একজনও ভালো লোক ছিলেন না? নিজের পরিবার দূর্নীতি করছে, এমন কোন তথ্য কি বিগত সরকার প্রধানের কাছে ছিলো না? সেই দূর্নীতির প্রতিবাদ কি তিনি করেছিলেন? দূর্নীতি বন্ধের কি কোন ব্যবস্থা নিয়েছিলেন? ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ কি বিগত সরকার প্রধান ্নেন নাই?

শ্রী নরেন্দ্র মোদী, আমার প্রশ্নগুলোর একটির উত্তরেও যদি বাংলাদেশের বিগত সরকার প্রধান দোষী সাব্যস্ত হয়ে থাকেন, তাহলে, আপনি তাঁকে আশ্রয় দিয়ে ভুল করেছেন। আপনি বাংলাদেশের বিগত সরকার প্রধানসহ অন্যান্যদের বন্ধু বানিয়ে বাংলাদেশের আপামর জনগণকে অপমান করে শত্রু বানাতে সচেষ্ট হয়েছেন।

আপনি প্রমাণ করেছেন - ভারত শেখ পরিবারের বন্ধু, বাংলাদেশের সাধারন জনগণের নয়।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০০

এইচ এন নার্গিস বলেছেন: সঠিক কথা। কিন্তু কথা হল কি আমরা তো এখন বিপদে পড়েছি । তা থেকে উদ্ধার পেতে হলে সবার সাহায্য দরকার। তারা আমাদের প্রতিবেশী ,শুধু তাই নয় মনে রাখতে হবে ৭১ এর যুদ্ধে তারা সাহায্য না করলে আমরা পেরে উঠতে পারতাম না এবং এত তাড়া তাড়ি যুদ্ধ শেষ হত না। তাছাড়া আমাদের অনেক মানুষ কে তারা থাকতেও দিয়েছিল ।

২| ১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: মোদী নিজেরটা ভালো বুঝেন।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৪

রাবব১৯৭১ বলেছেন: রাজাকারদের বন্ধু পাকিরা।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৬

ঊণকৌটী বলেছেন: প্রশ্ন টা আপনাদের আর্মিদের কে কইরেন,সেনাবাহিনীর প্রধান কে করেন, যাহারা স্বসম্মানে বাহিনীর জাহাজে করে নিয়ে এসে অনুরোধ করেছে উনাকে আশ্রয় দেবার জন্য |

৫| ১৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৮

এ পথের পথিক বলেছেন: "]ভারত শেখ পরিবারের বন্ধু কিন্তু বাংলাদেশের জনগনের না" । কথা সত্য ।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২০

জটিল ভাই বলেছেন:
কথাডা ভাল্লাগচ্ছে ♥♥♥

৭| ১৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪

নাহল তরকারি বলেছেন: রাজনীতি তে আপন বলতে কিছু নাই। আমারা সাধারণ জণগন রাজনীতি বুঝি না। কিন্তু আমাদের রাজনৈতিক পরিচয় আমরা বাংলাদেশী। রাষ্ট্র কিন্তু একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রের বহুনীতির মধ্যে একটি নীতি হচ্ছে পররাষ্ট্রনীতি। যেহেতু রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর রাজনীতি তে যেহেতু আপন বলতে কেউ নাই, সেহেতু একটি রাষ্ট্র কেন পরের রাষ্ট্রের সুবিধার জন্য একটি সুন্দর পররাষ্ট্র নীতি গ্রহন করিবে। তারা তো নিজ রাষ্ট্রের জণগনের সুবিধার জন্য পররাষ্ট্র নীতি গ্রহন করবে? ভারত, পাকিস্তান, আমেরিকা, রাশিয়া, চীন সবাই তো নিজ স্বার্থে অন্য রাষ্ট্রের সাথে সুসম্পর্ক স্থাপন করবে। এটাই স্বাভাবিক। ভারতের কোন কাজের বিরোধিতা করলে, কিছু লোক পাকিস্তান পন্থী বলে চিল্লায় কেন, বুঝি না। ভারতের কোন কাজ বাংলাদেশের জন্য ক্ষতিকর, এমন কাজে বিরোধিতা করলে; একদল সুশীল সমাজ রাজাকার রাজাকার, পাকিস্তানপন্থী বলিয়া চিল্লায়।

৮| ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৮

ঢাবিয়ান বলেছেন: ভারত যা করেছে , তা তাদের দেশের ভালর জন্য করেছে এবং তাদের এই কর্মকান্ড তারা সর্বদাই জারী রাখবে যদি আমাদের রাজনৈ্তিক দল তাদের সুযোগ দেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.