নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

স্পা এবং দেহ ব্যবসায়ীদের কথা শুনলে রেগে যাবেন না

২২ শে এপ্রিল, ২০২৫ ভোর ৬:৪৯



পুরো পৃথিবীতে স্পা এর সংখ্যা ১ লক্ষ ৮১ হাজার। এইসব স্পা-গুলোর বেশির ভাগই গড়ে উঠেছে ইউরোপে। এশিয়া - প্যাসিফিকের দেশগুলোতেও স্পা-এর সংখ্যা কম নয়। ৫১ হাজারেরও বেশি। বাংলাদেশে স্পা সেন্টারের সঠিক সংখ্যা কেউ এখনো বলতে পারে না, তবে, তা ১৩১-টির কম নয়! শুনলে অবাক হবে, বাংলাদেশের স্পা মার্কেট ভেল্যু ১১০০ কোটি টাকারও বেশি!

এইসব স্পা সেন্টারের অনেকগুলোতেই অবৈধ কাজ চলে। ছেলেদের দিয়ে মেয়েদের, আর, মেয়েদের দিয়ে ছেলেদের গা ডলাডলি করা হয়। পাশাপাশি, চলে দেহ ব্যবসা। হ্যাপি এন্ডিং -এর নামের একটি শব্দ চালু আছে এই স্পা সেন্টারগুলোতে। এই হ্যাপি এন্ডীং কোড ওয়ার্ড দিয়ে যে শরীর ম্যাসেজ করে, সে খদ্দেরকে বুঝিয়ে দেয় বাড়তি টাকার বিনিময়ে শরীরের বিশেষ অঙ্গ দানে রাজি হয়েছে। তখন শরীর দেওয়া-নেওয়া হয়।

ঢাকা শহরে সবচেয়ে বেশি স্পা আছে। আর আছে, চিটাগাং এবং সিলেটে। বাংলাদেশের অন্যান্য ট্যুরিস্ট স্পটেও গড়ে উঠেছে অবৈধ অনেক স্পা।

স্পা-এর সাথে আমার পরিচয় খবর সংগ্রহের জন্যে। জাতিসংঘের একটি গোপনীয় একশন রিসার্চের স্বার্থে আমাকে অনেক স্পাতে যেতে হয়েছিলো। আমার রিসার্চে উঠে আসে কিভাবে আমাদের গার্মেন্টস কর্মীরা আর শিক্ষার্থিরা পেটের দায়ে, আবার কখনোবা নেশার খরচ যোগাতে এইসব স্পা সেন্টারগুলোতে সময় দেয়।

আমি কথা বলে দেখেছি, এইসব সেন্টারগুলোর মহিলা কর্মীদের চাইতে ছেলেরা বেশি আনন্দ পায়, তাদের আয়ও বেশি। অন্য দিকে, মেয়েরা একটু স্বাবলম্বী হলেই স্পাগুলো থেকে পালিয়ে যায়।

আমি আরো অনেক কিছু লিখতাম। কিন্তু, কোড অব কন্ডাক্ট, এথিকস এবং নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে বেশি কিছু বলতে পারলাম না। আশা করি, মিরর মনি'র ভুল ভাঙবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২৫ সকাল ৭:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




শুনলে অবাক হবে, বাংলাদেশের সব স্পা-এর রেট বা ডিসকাউন্ট রেট একই সাথে উঠানামা করে। খোলা - বন্ধও প্রায় একই সাথে হয়।

এই তথ্যটা কত ভয়ংকর বুঝতে পারছো?

২| ২২ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:১২

সাইফুলসাইফসাই বলেছেন: আমি তো অবাক জেনে!

৩| ২২ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: স্পা অবৈধ কেন?
আমি যদি টাকার বিনিময়ে কাউকে দিয়ে আমার হাত পা টেপাই। সমস্যা কি?

৪| ২২ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:২৮

ফেনা বলেছেন: মোম্বাতির আলোতে অনেক কিছুই ঘটে। তবে শুধরাবে বলে মনে হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.